|
|
|
|
স্বস্তি শিল্পমহলে |
কোল ইন্ডিয়ার সঙ্গে এ বার টানা ২০ বছরের চুক্তি |
নিজস্ব প্রতিবেদন |
কথা রাখলেন প্রধানমন্ত্রী। গত মাসেই তিনি শিল্পমহলকে আশ্বাস দিয়েছিলেন, বিদ্যুৎ ঘাটতির সমাধান খুঁজে বার করা হবে। রতন টাটা, অনিল অম্বানীদের দেওয়া সেই প্রতিশ্রুতি যে কথার কথা ছিল না, আজ তার প্রমাণ দিলেন মনমোহন সিংহ। বেসরকারি বিদ্যুৎ উৎপাদন সংস্থাগুলিকে আগামী ২০ বছর টানা কয়লা জোগানোর জন্য আজ কোল ইন্ডিয়াকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর দফতরের প্রধান সচিব পুলক চট্টোপাধ্যায়ের নেতৃত্বাধীন কমিটির সুপারিশ অনুযায়ীই মনমোহন সিংহ সিদ্ধান্ত নিয়েছেন, যে সব বিদ্যুৎ প্রকল্প গত ২০১১-র ডিসেম্বরের মধ্যে চালু হয়ে গিয়েছে কিংবা ২০১৫ সালের মধ্যে চালু হওয়ার কথা, তাদের কয়লা সরবরাহ করতে আগামী ৩১ মার্চের মধ্যেই চুক্তি সই করবে কোল ইন্ডিয়া।
এত দিন চুক্তি হত বড় জোর পাঁচ বছরের জন্য। তার বদলে টানা ২০ বছর কয়লা জোগানোর চুক্তি হলে জ্বালানির জোগান নিয়ে ভাবতে হবে না বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলিকে। এটা তাদের কাছে স্বস্তির খবর। এতে বিদ্যুৎ ঘাটতি কমার সম্ভাবনা থাকায় আমজনতার কাছেও এটা যথেষ্ট সুখবর। শিল্পমহলও মনে করছে, লগ্নিকারীদের আস্থা বাড়াতে সাহায্য করবে এই সিদ্ধান্ত। যার সামগ্রিক প্রতিফলন দেখা যেতে পারে দেশের আর্থিক বৃদ্ধির হারেও। বিদ্যুৎ তৈরির কাঁচামালের (কয়লা ও গ্যাস) অপ্রতুল জোগান ও চড়া দাম এবং বিদ্যুৎ কেন্দ্র গড়ার জন্য ছাড়পত্র পেতে দেরি এই দুই গুরুতর সমস্যা নিয়ে গত জানুয়ারিতে মনমোহনের দ্বারস্থ হয়েছিলেন টাটা-অম্বানীরা। তখনই বাস্তবসম্মত সমাধান খুঁজে বার করার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্যার সমাধান খুঁজে বার করার দায়িত্ব দেন নিজের দফতরের প্রধান সচিব পুলকবাবুকে। পুলকবাবুর নেতৃত্বেই তৈরি হয় সচিব পর্যায়ের কমিটি। সেই কমিটির বৈঠকে নেওয়া সিদ্ধান্তই আজ ঘোষণা করল সরকার। কেন্দ্র মনে করছে, জ্বালানি সমস্যা নিয়ে কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত কয়লা ক্ষেত্র এবং বেসরকারি বিদ্যুৎ সংস্থাগুলির মধ্যে দীর্ঘদিনের চাপানউতোর দূর করতে কোল ইন্ডিয়ার সঙ্গে এ ধরনের ‘জ্বালানি সরবরাহ চুক্তি’ই একমাত্র পথ। পুলকবাবু প্রধানমন্ত্রীর দফতরের দায়িত্বে আসার পরে সরকারি কাজে যে গতি এসেছে, আজকের সিদ্ধান্তকে তারও প্রমাণ বলে মনে করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, নিজেরা না পারলে আমদানি করে, কিংবা অন্য যে কোনও উপায়ে চুক্তি মোতাবেক সরবরাহ নিশ্চিত করতে হবে কোল ইন্ডিয়াকে। ২০ বছরের মধ্যে সরবরাহের পরিমাণ যদি কোনও সময়ে ৮০ শতাংশের নীচে নেমে গেলে জরিমানাও দিতে হবে কোল ইন্ডিয়াকে। আবার তা ৯০ শতাংশের বেশি হলে উৎসাহও দেওয়া হবে। নতুন ব্যবস্থা ৫০ হাজার মেগাওয়াটের বেশি উৎপাদন ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রগুলিকে বিশেষ করে স্বস্তি দেবে বলে জানিয়েছে কেন্দ্র। |
|
|
|
|
|