নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
আদালত থেকে সংশোধনাগারে নিয়ে যাওয়ার পথে পালিয়ে গেল এক আসামি। পুলিশ জানিয়েছে, ওই আসামির নাম মহম্মদ সোনু। কী ভাবে আসামি পালিয়ে গেল তার বিভাগীয় তদন্ত শুরু করেছে আসানসোল-দুর্গাপুর পুলিশ।
আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি পুলিশ কমিশনার (সদর) শীষরাম ঝাঝরিয়া জানিয়েছেন, মঙ্গলবার মহম্মদ সোনু নামে ওই আসামিকে আসানসোল দক্ষিণ থানার পুলিশ গ্রেফতার করেছিল। তার বিরুদ্ধে একটি ধর্ষণের মামলা দায়ের করেছে পুলিশ। বুধবার তাকে আসানসোল এসিজেএম আদালতে তোলা হয়। বিচারক তাকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠান। এ দিন সন্ধ্যায় তাকে আদালত থেকে সংশোধনাগারে নিয়ে যাওয়ার জন্য পুলিশের গাড়িতে তোলার আগেই সে চম্পট দেয়। তিনি বলেন, “কী ভাবে ওই আসামি পালাল তার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় কেউ দোষী প্রমাণিত হলে তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে।” এই ঘটনার পরে পুলিশি তৎপরতা বাড়ানো হয়। আসানসোল আদালত চত্বরে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। ডেপুটি পুলিশ কমিশনার (সদর) শীষরাম ঝাঝরিয়ার নেতৃত্বে গোটা এলাকায় পুলিশ তল্লাশি শুরু করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহম্মদ সোনুর বিরুদ্ধে মহকুমার একাধিক থানায় চুরি, ছিনতাই ও অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে। বেশ কয়েক মাস আগে আসানসোল দক্ষিণ থানার পুলিশ তাকে অবৈধভাবে বৈদেশিক মুদ্রা রাখার অভিযোগে গ্রেফতার করেছিল। |