টুকরো খবর |
প্রধান শিক্ষিকা ঘেরাও কাজোড়ায়
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
টেস্ট পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছিল ৯ জন। তাদের মধ্যে এক ছাত্র মাধ্যমিকের প্রবেশপত্র পাওয়ায় প্রধান শিক্ষিকাকে ঘেরাও করলেন স্থানীয় বাসিন্দা ও অন্য অনুত্তীর্ণ ছাত্রেরা। বুধবার অন্ডালের কাজোড়া উচ্চ বিদ্যালয়ের ঘটনা। কর্তৃপক্ষের বিরুদ্ধে অনৈতিক কাজকর্মের অভিযোগ তুলে প্রধান শিক্ষিকা কৃষ্ণা প্রামাণিককে ঘেরাও করে রাখেন বাসিন্দারা। প্রধান শিক্ষিকা বিষয়টি মধ্যশিক্ষা পর্ষদকে জানানোর আশ্বাস দিলে বিক্ষোভ ওঠে। স্কুল পরিচালন সমিতির সম্পাদক ত্রিদিব চক্রবর্তী অবশ্য বলেন, “প্রক্রিয়াগত কোনও ভুলের জন্য এমন হয়েছে। বিষয়টি এখন আমাদের হাতের বাইরে। তবু দু’এক দিনের মধ্যে বৈঠক করে পর্ষদের কাছে ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হবে।” |
স্থায়ীকরণের দাবি, বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
ঠিকা শ্রমিকদের বিভিন্ন সুবিধা দেওয়ার দাবিতে মিশ্র ইস্পাত কারখানার গেটে বুধবার অবস্থান বিক্ষোভ করল আইএনটিটিইউসি অনুমোদিত ‘অ্যালয় স্টিল প্ল্যান্ট দুর্গাপুর কন্ট্রাক্টর্স ওয়ার্কার্স ইউনিয়ন’। নেতৃত্ব দেন জেলা আইএনটিটিইউসি-র সভাপতি প্রভাত চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ, ২০০৬ সালের পর থেকে ঠিকা শ্রমিকদের বেতনের পুনর্মুল্যায়ন হয়নি। অনেকেই ইএসআই, পিএফের সুবিধা পান না। অবিলম্বে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করার দাবি জানানো হয়েছে। তিনি জানান, এছাড়াও কারখানার অনেক কর্মী আবাসন ফাঁকা পড়ে রয়েছে। সেগুলি প্রবীণ ঠিকা শ্রমিকদের দেওয়া, দীর্ঘ দিন ধরে যে সমস্ত ঠিকাশ্রমিক কাজ করছেন তাঁদের পদের স্থায়ীকরণ, রাতের ভাতা দেওয়া-সহ বিভিন্ন দাবি জানানো হয়। কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। |
বস্তাবন্দি দেহ মিলল
নিজস্ব সংবাদদাতা • কাঁকসা |
পানাগড়-মোড়গ্রাম রাজ্য সড়কের ধারে কাঁকসার ধোবারুর কাছে জঙ্গলে বুধবার এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির বস্তাবন্দি দেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃতের আনুমানিক বয়স ৪০। দেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। হাত-পা ভাঙা। এ দিন বাসিন্দারা বস্তাটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়না-তদন্তের জন্য পাঠায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। |
ঘেরাও হলেন প্রধান শিক্ষিকা
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
টেস্ট পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছিল ৯ জন। তাদের মধ্যে এক ছাত্র মাধ্যমিকের প্রবেশপত্র পাওয়ায় প্রধান শিক্ষিকাকে ঘেরাও করলেন স্থানীয় বাসিন্দা ও অন্য অনুত্তীর্ণ ছাত্রেরা। বুধবার অন্ডালের কাজোড়া উচ্চ বিদ্যালয়ের ঘটনা। কর্তৃপক্ষের বিরুদ্ধে অনৈতিক কাজকর্মের অভিযোগ তুলে প্রধান শিক্ষিকা কৃষ্ণা প্রামাণিককে ঘেরাও করে রাখেন বাসিন্দারা। প্রধান শিক্ষিকা বিষয়টি মধ্যশিক্ষা পর্ষদকে জানানোর আশ্বাস দিলে বিক্ষোভ ওঠে। স্কুল পরিচালন সমিতির সম্পাদক ত্রিদিব চক্রবর্তী অবশ্য বলেন, “প্রক্রিয়াগত কোনও ভুলের জন্য এমন হয়েছে। বিষয়টি এখন আমাদের হাতের বাইরে। তবু দু’এক দিনের মধ্যে বৈঠক করে পর্ষদের কাছে ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হবে।” |
কারখানায় বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
আইএনটিইউসি অনুমোদিত ঠিকাদার মজদুর ইউনিয়নের পক্ষ থেকে বুধবার দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশনের গেটে বিক্ষোভ দেখানো হয়। তাদের অভিযোগ, ঠিকাশ্রমিকেরা শ্রম দফতর নির্ধারিত সুবিধাগুলি থেকে বঞ্চিত হচ্ছেন। কিন্তু কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ করছেন না। স্টেশন কর্তৃপক্ষ অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। |
পোষ্যের চাকরির দাবিতে অনশন
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
গত পাঁচ বছরেরও বেশি সময়ে চার খনি কর্মীর মৃত্যু হয়েছে। তাঁদের পোষ্যরা চাকরি পাননি। বুধবার সিটুর নেতৃত্বে ওই চার পরিবারের ১৩ জন সদস্য অন্ডালের খাসকাজোড়া কোলিয়ারি চত্বরে অনশন শুরু করেছেন। তাঁদের মধ্যে ৭ জন মহিলা রয়েছেন। সিটু নেতা মলয় বসুরায় জানান, বারবার আবেদন করে কোনও কাজ না হওয়ায় এই কর্মসূচি নেওয়া হয়। |
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ঠিকা শ্রমিকের। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে অন্ডাল মোড় থেকে ঢিল ছোড়া দূরত্বে উখড়া রাস্তার পাশে একটি কারখানার কাছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মহম্মদ আনোয়ার (২৫)। মঙ্গলবার রাতে বাড়ি ফেরার সময় একটি বেসরকারি কারখানার কাছে উচ্চ ক্ষমতা সম্পন্ন পরিবাহী লাইনের বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছিল। তাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর। |
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক সাইকেল আরোহী। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে সালানপুর থানার দেন্দুয়া মোড় এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম পরমেশ্বর রজক (৫৬)। তাঁর বাড়ি দেন্দুয়া অঞ্চলে। এ দিন তিনি সাইকেলে চেপে বনজেমাহারির দিকে যাচ্ছিলেন। একটি ডাম্পার তাঁকে চাপা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করা হয়। পুলিশ ডাম্পারটি আটক করেছে। |
যোগ প্রশিক্ষণ
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর
|
|
দুর্গাপুরে উদ্বোধন হল যোগ প্রশিক্ষণ শিবিরের। নিজস্ব চিত্র |
বিদ্যাপতি রোডে বুধবার সন্ধ্যায় বিদ্যাপতি যোগ শিবিরের উদ্যোগে একটি যোগ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। সংগঠনের পক্ষে গুরুপ্রসাদ মাইতি জানান, দীর্ঘ দিন ধরেই এই শিবিরটি তাঁরা চালাচ্ছেন। এলাকার বহু বাসিন্দা উপকৃত হয়েছেন বলে দাবি করেন তিনি। |
শিবির বদল
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
শ’দেড়েক এআইটিইউসি কর্মী-সমর্থক বুধবার সংগঠন ছেড়ে আইএনটিইউসি-তে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন কংগ্রেসের জেলা (শিল্পাঞ্চল) সভাপতি সুদেব রায়। তিনি জানান, মূলত গোপালমাঠ এলাকার বাসিন্দা তাঁরা। |
অস্বাভাবিক মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক ব্যক্তির। মুকুল মাঝি (৪৫) নামে ওই ব্যক্তির বাড়ি গলসির হিট্টে গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মুকুলবাবুর পেশা ছিল নানা জায়গায় বাউলগান শুনিয়ে ভিক্ষা করা। বুধবার ভোরে ভাতারের মাহাচাঁদা গ্রামে শ্মশানের পাশে তাঁর দেহটি পড়ে থাকতে দেখা যায়। পাশেই পড়ে ছিল একটি কীটনাশকের খালি বোতল। |
বার্ষিক অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • মঙ্গলকোট |
বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হল মঙ্গলকোটের কাশেম নগর হাইস্কুলে। মঙ্গলবার কাটোয়ার সহকারী স্কুল পরিদর্শক (মাধ্যমিক) গোলাম মর্তুজা আলির উপস্থিতিতে অনুষ্ঠান হয়। বিভিন্ন বিষয়ে কৃতী ২৫০ জন পড়ুয়াকে পুরস্কৃত করা হয়। |
|