টুকরো খবর
মৃত্যুতে মিল থেকেই বিভ্রাট, দেহ ফেরত
বয়সটা কাছাকাছি। এক জনের ৭৫। অন্য জনের ৮০। মৃত্যুও প্রায় একই সঙ্গে। এক জনের মৃত্যু হয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। অন্য জন মারা যান হাসপাতালের পথে। মিলের জেরে শেষ যাত্রায় বেধে গেল বিষম গণ্ডগোল। এতটাই যে, নিমতলা শ্মশানঘাট থেকে মৃতদেহ ফিরিয়ে নিয়ে যেতে হল বারাসত হাসপাতালে। হাসপাতালের পথে এক বৃদ্ধের মৃত্যু হওয়ায় নিয়ম মেনেই ময়না-তদন্তের ব্যবস্থা হয়েছিল। তার পরে মৃতদেহ নিয়ে নিমতলা শ্মশানে পৌঁছে গিয়েছিলেন আত্মীয়-পড়শিরা। হঠাৎ হাসপাতাল-কর্তৃপক্ষের ফোন। জানানো হয়, অন্য এক জনের মৃতদেহ দেওয়া হয়েছে তাঁদের। শ্মশান থেকে দেহটি ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি ঘটে মঙ্গলবার সন্ধ্যায়। কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি।বারাসত হাসপাতাল সূত্রের খবর, সোমবার গুরুতর অসুস্থ অবস্থায় সেখানে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় রবি দাস (৭৫) নামে বারাসতের এক বাসিন্দার। তাঁর দেহ ময়না-তদন্তে পাঠানোর ব্যবস্থা হয়। একই সময়ে মারা যান হাসপাতালে ভর্তি বিহারী (৮০) নামে মধ্যমগ্রাম সুভাষপল্লির এক বাসিন্দাও। রবিবাবুর আত্মীয়দের অভিযোগ, রবিবাবুর বদলে বিহারীর দেহ ময়না-তদন্তে পাঠিয়ে দেওয়া হয়েছিল। মঙ্গলবার সন্ধ্যায় রবিবাবুর দেহ ভেবে বিহারীর দেহই সৎকারের জন্য নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বিহারীর আত্মীয়স্বজন তাঁর দেহ নিতে গেলে গোলমালের ব্যাপারটা ধরা পড়ে।

হাইকোর্টেরই দ্বারস্থ লক্ষ্মণদের মেডিক্যাল
প্রাক্তন সিপিএম সাংসদ লক্ষ্মণ শেঠের সংস্থা ‘আইকেয়ার’ পরিচালিত হলদিয়ার বেসরকারি মেডিক্যাল কলেজের অনুমোদন খারিজ করে দিয়েছিল মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া এবং রাজ্যের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়। সেই অনুমোদন খারিজের নির্দেশিকার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আপিল করে আইকেয়ার সংস্থা। মঙ্গলবার আপিলের প্রাথমিক শুনানির পরে বিচারপতি তপেন সেন মেডিক্যাল কাউন্সিল ও স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে দু’সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে তাঁদের বক্তব্য জানাতে বলেছেন। হলদিয়ায় আইকেয়ার পরিচালিত বেসরকারি ডেন্টাল কলেজের ভবনকেই মেডিক্যাল কলেজের ভবন হিসেবে মেডিক্যাল কাউন্সিলের প্রতিনিধিদের দেখানো হয়েছিল বলে অভিযোগ। উপযুক্ত পরিকাঠামো ছাড়াই সেখানে ছাত্র ভর্তি নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। সুপ্রিম কোর্টে মামলা হয়। শীর্ষ আদালতের নির্দেশেই মেডিক্যাল কাউন্সিল এবং ডেন্টাল কাউন্সিলের যৌথ প্রতিনিধিদল আর এক দফা পরিদর্শনে আসে। যৌথ পরিদর্শন কমিটির রিপোর্ট খতিয়ে দেখার পরে, গত ১২ অক্টোবর সর্বোচ্চ আদালতের বিচারপতি এ কে পট্টনায়ক ও বিচারপতি আর ভি রবীন্দ্রনের ডিভিশন বেঞ্চ জানায়, বিধি ভেঙে একই বাড়িতে আইকেয়ার ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস এবং বিসি রায় ডেন্টাল কলেজ চালানো হচ্ছে। পালাবদলের পরে নতুন সরকার ওই কলেজের ‘অনিয়ম’-এর মোকাবিলায় ‘কড়া’ অবস্থান নেয়। রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ হলদিয়ার কলেজটির অনুমোদন প্রত্যাহার করে নেন। অনুমোদন বাতিল করে মেডিক্যাল কাউন্সিলও। আতান্তরে পড়েন মোটা টাকা ‘ক্যাপিটেশন ফি’ দিয়ে ভর্তি হওয়া ছাত্রছাত্রীরা। লক্ষ্মণবাবু নন্দীগ্রাম নিখোঁজ কাণ্ডে সিআইডি-র চার্জশিটে অভিযুক্ত হয়ে আত্মগোপন করেছেন। ফলে তাঁদের কলেজের সমস্যা ঘোরালো হয়েছে।

স্বাস্থ্যকেন্দ্রে নয়া পরিষেবা
ইন্ডোর চিকিৎসা পরিষেবা শুরু হল ভাতারের এরুয়ার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। মঙ্গলবার থেকে এই পরিষেবা চালু হয়েছে। জেলাশাসক ওঙ্কার সিংহ মিনা জানান, আপাতত এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সর্বক্ষণের জন্য দু’জন চিকিৎসক মোতায়েন করা হয়েছে। ভবনও সংস্কার হয়েছে। এই স্বাস্থ্যকেন্দ্রের উন্নয়নে সাজ্য সরকার প্রায় ৫৩ লক্ষ টাকা অনুমোদন করেছে। পরে এখানে একটি মাতৃযানও রাখা হবে। ভাতারের বিধায়ক বনমালী হাজরা বলেন, “এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উন্নয়নের জন্য আমরা এক সময় পথ অবরোধও করেছিলাম। কিন্তু তখন আমাদের এই দাবি কেউ কানে তোলেনি। এ বার স্থানীয় মানুষের সুবিধা হবে।”

আর্সেনিক রুখতে রাজ্যে সম্মেলন
গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গেই জলে আর্সেনিক দূষণের প্রকোপ সব চেয়ে বেশি। রাজ্যের আটটি জেলার ৭৯টি ব্লকের ভূগর্ভস্থ জলে মিশেছে আর্সেনিকের বিষ। দু’দশক আগে এই দূষণ ধরা পড়লেও এর দীর্ঘকালীন মোকাবিলার জন্য আধুনিক প্রযুক্তি এ দেশে নেই। সেই প্রযুক্তির খোঁজে ১৪টি দেশের বিশেষজ্ঞদের নিয়ে সম্মেলন করতে চলেছে রাজ্য। ১৮-২০ ফেব্রুয়ারি কলকাতার একটি পাঁচতারা হোটেলে এই সম্মেলন হবে। উদ্বোধন করবেন কেন্দ্রীয় পানীয় জল ও নিকাশি মন্ত্রী জয়রাম রমেশ। রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন, “আর্সেনিকের মোকাবিলায় বিশ্বে কী কী আধুনিক প্রযুক্তি রয়েছে, সেই দিশা পেতে বড় সম্মেলন করা হচ্ছে।” তিনি জানান, রাষ্ট্রপুঞ্জের জল, খাদ্য, পরিবেশ শাখার প্রতিনিধিরা আসছেন। ইউরোপ, আমেরিকা এবং এশিয়ার বিভিন্ন দেশের জল, পরিবেশ বিজ্ঞানীরাও আসছেন।

মালবাজারে স্বাস্থ্য শিবির
মঙ্গলবার মালবাজার মহকুমার লুকসান এলাকায় জলপাইগুড়ি জেলা পরিষদের উদ্যোগে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছিল। জেলা পরিষদের স্বাস্থ্য বিভাগের পক্ষে শুভাশিস দত্ত জানান, মোট ২০২ জন রোগীকে চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন। রোগীদের বিনামূল্যে ওষুধও দেওয়া হয়। নাগরাকাটা বিধানসভার বিধায়ক জোসেফ মুন্ডাও এই শিবিরে উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যপরীক্ষা শিবির
আউশগ্রাম ২ ব্লকের বাগবাটী গ্রামে একটি স্থানীয় ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল স্বাস্থ্যপরীক্ষা শিবির। ক্লাবের সভাপতি জ্যোতির্ময় চক্রবর্তী বলেন, “এই শিবিরে ৪০ জনের চোখে অস্ত্রোপচার-সহ মোট ১৫০ জনের স্বাস্থ্যপরীক্ষা করানো হয়েছে। গুরুতর অসুস্থদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করানো হবে।”

নন্দীগ্রামে জেলা হাসপাতাল
পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের ব্লক গ্রামীণ হাসপাতালটিকে এক লাফে জেলা হাসপাতালে উন্নীত করার প্রস্তাব আজ, বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের জন্য পেশ করা হচ্ছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.