টুকরো খবর |
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব শিলিগুড়িতে
নিজস্ব সংবাদাতা • শিলিগুড়ি |
ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচনকে কেন্দ্র করে গোষ্ঠীদ্বন্দ্বে জড়িয়ে পড়ল তৃণমূল ছাত্র পরিষদ। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি কলেজে। কলেজ সূত্রে জানা গিয়েছে, এদিন ভোটাভুটিতে ২৩টি ভোট পেয়ে প্রসেনজিৎ মণ্ডল কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ওই সংগঠনের আরেকজন সদস্য সোনালি দত্ত ১৬টি ভোট পেয়ে হেরে যান। ওই ঘটনায় অস্বস্তিতে পড়েছে টিএমসিপি। সংগঠনের দার্জিলিং জেলার সহ সভাপতি সঞ্জীব ঘোষ বলেন, “৩ জন সদস্য দলবিরোধী কাজ করেছেন। একজন ছাত্র পরিষদের সঙ্গে জোট করে সাধারণ সম্পাদক পদে দাঁড়িয়ে যায়। বিষয়টি সংগঠনের নেতৃত্বকে জানানো হয়েছে। ব্যবস্থা নেওয়া হবে।” ছাত্র পরিষদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এদিন টিএমসিপির তরফে দুটি প্যানেল জমা পড়েছে। ওই সংগঠনের দার্জিলিং জেলা সভাপতি অমিত তালুকদার বলেন, ‘‘ছাত্র পরিষদ সাধারণ সম্পাদক নির্বাচনে অংশ নেয়নি। তৃণমমূলের তরফে দুটি প্যানেল জমা পড়ে।” কলেজ সূত্রে জানা গিয়েছে, কলেজের ছাত্র সংসদ নির্বাচনে ৪৬টি আসনের মধ্যে টিএমসিপি ২৮টি, ছাত্র পরিষদ ১৫টি এবং এসএফআই ২টি আসনে জয়ী হয়। এদিন সাধারণ সম্পাদক সহ ১২ জন পদাধিকারি নির্বাচনে ৪৫ জনই কলেজে উপস্থিত ছিলেন। টিএমসিপির সদস্য প্রসেনজিৎ বর্মন এবং সোনালি দত্তের নামে দুটি প্যানেল জমা পড়ে। ৩৯টি ভোট পড়ে। তার মধ্যে প্রসেনজিৎ ২৩টি ভোট পেয়ে সাধারণ সম্পাদক হন। টিএমসিপির দাবি, টিএমসিপির ২৮ জন সদস্যের মধ্যে ৫ জন ভোট দেননি। শিলিগুড়ি কলেজের অধ্যক্ষ মলয় করঞ্জাই বলেন, “দুটি প্যানেল জমা পড়ে। নিয়ম মেনে ভোট করে ১২ জন পদাধিকারি নির্বাচিত হন।”
|
সংরক্ষণে উদ্যোগী হবে রাজ্য
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
পঞ্চানন বর্মার জন্মভিটে সংরক্ষণের উদ্যোগী রাজ্য সরকার। মঙ্গলবার শিলিগুড়ির নৌকাঘাট মোড়ে পঞ্চানন বর্মার ১৪৭ তম জন্ম জয়ন্তী অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা জানান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। মন্ত্রী বলেন, “বাম জমানায় বিরোধী আসনে থাকার সময়ই আমরা চেয়েছিলেন পঞ্চানন বর্মার বসতবাড়িটি সংরক্ষণ করে সংগ্রহশালা গড়া হোক। কিন্তু তৎকালীন সরকার সেই কাজ করেনি। এখন ক্ষমতায় এসে আমরা সেই কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। মাথাভাঙার খলিসামারি গ্রামে যেখানে তিনি জন্মেছিলেন সেই বাড়িকে ঘিরে গবেষণা কেন্দ্র, সংগ্রহশালা করা হবে। আর কী কী করা যেতে পারে সে ব্যাপারে ভাবনা চিন্তা চলছে।” ইতিমধ্যে ওই কাজের জন্য অর্থ বরাদ্দও তাঁর দফতর থেকে করা হয়েছে বলে এ দিন জানিয়ে দেন। এমনকী দফতর থেকে যে কাজগুলিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে তার মধ্যেই পঞ্চানন বর্মার ভিটে সংরক্ষণের প্রকল্পটি রয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র গঙ্গোত্রী দত্ত, মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক শঙ্কর মালাকার-সহ অনেকেই। বিকালে শিবমন্দিরে বিএড কলেজ মাঠে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
|
হেনস্থার অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • ফালাকাটা |
নতুন পাশ বই তৈরি না করায় পোষ্টমাষ্টারকে শারীরিক হেনস্থা করার অভিযোগ উঠল আদিবাসী বিকাশ পরিষদের এক নেতার বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে বানারহাট ডাকঘরে। বানারহাট থানায় বিধান সরকার নামে আদিবাসী বিকাশ পরিষদের নেতার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। বানারহাট থানার আইসি মানবেন্দ্র শেখর রক্ষিত বলেন, “বিষয়টি বিস্তারিত খোঁজ নিচ্ছি।” ডাকঘর সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে ওই নেতা এক মহিলার পাশ বই তৈরি করার জন্য ডাকঘরে যান। নতুন পাশ বই নেই বলে পোষ্টমাষ্টার তাঁকে জানান। সেই সময় দু’জনের মধ্যে বচসা হয়। পোষ্টমাস্টার বলেন, “নতুন পাশ বই না থাকায় অ্যাকাউন্ট খোলা যাচ্ছে না বলে জানালে বিধান সরকার গালি দেন। তিনি ডাকঘরের জানালা বন্ধ করতে থাকেন। সে সময় আমি হাতে চোট পাই। থানায় অভিযোগ করেছি।” বিধানবাবু তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “পোষ্টমাষ্টার আমায় গালি দেন।”
|
২৯ শে নির্বাচন
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
আগামী ২৯ ফেব্রুয়ারি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন। সোমবার ৪০ টি আসনের জন্য মনোনয়ন তোলেন প্রার্থীরা। বিশ্ববিদ্যালয়ে নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা কমিটি সূত্রে জানা গিয়েছে, আগামী ২১ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র জমা করার দিন। পরের দিন স্ক্রুটিনির পর ২৩ ফেব্রুয়ারি প্রত্যাহারের দিন ঠিক করা হয়েছে। প্রায় বছর খানেক আগে ছাত্র সংসদ ভেঙে গেলেও নানা কারণে নির্বাচন আটকে পড়েছে। তা নিয়ে বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে ক্ষোভও ছিল। বিশেষ করে ছাত্র পরিষদ দ্রুত নির্বাচনের দাবিতে অনশন আন্দোলনও করে। এ বার নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ায় তারা খুশি। মঙ্গলবার ছাত্র পরিষদের একাংশ অভিযোগ করেন এসএফআইয়ের তরফে তাদের সম্ভাব্য প্রার্থীকে হুমকি দেওয়া হচ্ছে। এসএফআই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।
|
পড়ে গিয়ে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • রাজগঞ্জ |
মদ খেয়ে বাড়িতে অশান্তির সময়ে পড়ে মাথায় চোট পেয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় রাজগঞ্জ থানার মাঝিয়ালি অঞ্চলের বলাইগছে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম দেবারু রায় (৪৫)। এই ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক মামলা রুজু করলেও কোনও অভিযোগ জমা পড়েনি। মগরাডাঙ্গি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
|
ব্রোঞ্জ পেল বিষ্ণু
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
ক্যারাটে প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক পেল মালবাজার গজলডোবার বিষ্ণু হালদার। ১০-১১ ফেব্রয়ারি কালিম্পঙে ওই প্রতিযোগিতা হয়। সেখানে লাইট হেভিওয়েট বিভাগে বিষ্ণু এই সাফল্য পায়। গজলডোবা উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণির ওই ছাত্রের বাবা সম্বল হালদার পেশায় ক্ষু্দ্র চাষি। খরচ জোগাবেন কী ভাবে তাই নিয়ে ভাবছেন সম্বলবাবু। বিষ্ণু এখন শিলিগুড়িতে ২০১১ সালে দিল্লিতে সর্বভারতীয় প্রতিযোগিতায় চতুর্থ স্থান পেয়েছিল বিষ্ণু।
|
ভলিবল প্রতিযোগিতা
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
উত্তরবঙ্গ উৎসবের অঙ্গ হিসাবে হিমাচল সঙ্ঘ পরিচালিত ভলিবল প্রতিযোগিতা শুরু হল। মঙ্গলবার হিমাচল সঙ্ঘ ক্লাব লাগোয়া মাঠে ২ দিন ব্যাপী ওই প্রতিযোগিতার খেলা শুরু হয়েছে। ৮টি দল ২ টি বিভাগে অংশ নিচ্ছে। দক্ষিণ পশ্চিম রেল, পূর্ব রেল, রাজ্য পুলিশ এবং শিলিগুড়ির তরুণতীর্থ ক্লাব একই গ্রুপে। অন্য গ্রুপে পোর্টট্রাস্ট, কলকাতা পুলিশ, উত্তরপূর্ব সীমান্ত রেল এবং পটনা সুপার সিক্স।
|
সেমিনার |
ইন্ডিয়ান ইন্সস্টিটিউট অব লিগাল স্টাডিজ-এর উদ্যোগে ‘সামাজিক ন্যায় প্রদান’ বিষয়ে সেমিনার হল। সম্প্রতি শিলিগুড়ির মাটিগাড়ায় সংস্থার কেন্দ্রে সেমিনার হয়। ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অরুণাভ বসু মজুমদার, কলকাতা হাই কোর্টের বিচারক বিশ্বনাথ সমাদ্দার-সহ অনেকেই। আইআইএলএস-এর চেয়ারম্যান জয়জিৎ চৌধুরী জানান, সামাজিক ন্যায় প্রদানের ক্ষেত্রে বিচারের সমস্যা নিয়ে আলোচনা হয়েছে।
|
মিটার বক্সে আগুন |
একটি বাড়ির বিদ্যুতের মিটার বক্সে আগুন লেগে আতঙ্ক ছড়াল। মঙ্গলবার রাত সাড়ে ৮টা নাগাদ ঘটনাটি ঘটে শিলিগুড়ি থানার জ্যোতিনগরে। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি আয়ত্বে আনে। কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে দমকল সূত্রে জানা গিয়েছে।
|
ধর্মঘটের প্রতিবাদে আন্দোলন |
বামেদের ধর্মঘটের প্রতিবাদে আন্দোলন গড়ার ডাক দিল তৃণমূল কংগ্রেসের সরকারি কর্মচারী সমিতি। মঙ্গলবার আলিপুরদুয়ার শহরের জেলা পরিষদ হলে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশনের রাজ্য সভাপাতি মনোজ চক্রবর্তী বলেন, “২৮ ফ্রেবুয়ারি বাম ট্রেড ইউনিয়নগুলি ২৪ ঘন্টার যে ধর্মঘটের ডাক দিয়েছে আমরা তার বিরোধিতা করছি। এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা হবে।”
|
দেহ উদ্ধার |
এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে নিউ জলপাইগুড়ি ফাঁড়ির ফুলবাড়ির পূর্ব ধনতলা এলাকায় ঘটনাটি ঘটে। মৃতের নাম সন্টু সরকার (২২)। এ দিন বাড়ি থেকে কিছু দূরে একটি গাছে তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে বাসিন্দারা পুলিশে খবর দেন। এটি আত্মহত্যার ঘটনা বলে পুলিশ প্রাথমিক তদন্তে জানিয়েছে। মাস কয়েক ধরে তিনি অসুখে ভুগছিলেন।
|
দেহ উদ্ধার |
জাতীয় সড়কের ধার থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে বানারহাটের ডায়না নদীর কাছে । পুলিশ জানায়, ২৫-৩০ বছর বয়সী ওই মৃত যুবকের দেহের কোথাও কোন আঘাতের চিহ্ন নেই। |
|