খেলার টুকরো খবর

মঙ্গলবার থেকে শুরু হয়েছে প্রথম বর্ষ বিবেকানন্দ কাপ ফুটবল প্রতিযোগিতা। আদ্রার ওয়্যারলেস ময়দানে ওই প্রতিযোগিতার উদ্যোক্তা পলাশকোলা মডার্ন ক্লাব। এ বছর প্রতিযোগিতায় যোদ দিয়েছে রঘুনাথপুর মহুকুমার ১৬টি দল। উদ্বোধন করেন রঘুনাথপুরের এস ডি পি ও দ্যুতিমান ভট্টাচার্য। প্রথম খেলায় মুখোমুখি হয়েছিল রাঙ্গুনি নীলকন্ঠ ক্লাব ও জীবনপুর ক্লাব।
বি ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতায় জিতেছে পুরুলিয়া শহরের শক্তি সঙ্ঘ। এম এস এ পরিচালিত ওই প্রতিযোগিতা শুরু হয়েছিল ৪ ডিসেম্বর। যোগ দিয়েছিল ৫২টি দল। তিনটি বিভাগে দলগুলিকে ভাগ করা হয়েছিল। ১২ ফেব্রুয়ারি পুরুলিয়া শহরের রেলের ময়দান গোর্খা মাঠে ফাইনালে নির্ধারিত তিরিশ ওভারে শক্তি সঙ্ঘ ১৪৮ রান করে। প্রতিপক্ষ ভাটবাঁধ আর সি সি ১৪৬ রানে অল আউট হয়ে যায়।


• বিষ্ণুপুর থানার দ্বারিকা মানিকলাল সিংহ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক
ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল শনিবার। ১৫০ জন প্রতিযোগী ছিল।


আই এফ এ পরিচালিত ও মানভূম ক্রীড়া সংস্থার উদ্যোগে পুরুলিয়ার এম এস এ মাঠে হয়েছে। টাওয়ার বেঙ্গল সকার চ্যাম্পিয়নশিপ রাজ্যের চারটি জোনে ওই প্রতিযোগিতা শুরু হয়েছে। পুরুলিয়া জোনের খেলা শুরু হয়েছিল ৪ ফেব্রুয়ারি। ৯টি দল ছিল। ১২ ফেব্রুয়ারি ফাইনালে নদিয়ার শান্তিপুর জিএ রিজার্ভ ৩-০ গোলে হারিয়ছে হুগলির চন্দননগর রবীন্দ্র স্মৃতি সঙ্ঘকে।
২১তম জেলা ও চতুর্থ স্কুল ভিত্তিক জেলা তাইকান্ডো প্রতিযোগিতা হয়েছে পুরুলিয়া শহরের এমএসএ মাঠে। ১২ ফেব্রুয়ারি ওই প্রতিযোগিতায় যোগ দিয়েছিল পুরুলিয়ার ১০টি স্কুলের দেড়শো জন প্রতিযোগী। পুরুষ বিভাগে বেলগুমা বিবেকানন্দ বিদ্যালয় ও মহিলা বিভাগে জি আর কে-ডি এ ভি পুরুলিয়া চ্যাম্পিয়ন হয়েছে।
বাঁকুড়া আশ্রমপাড়ার হঠাৎকালী ক্লাব। উদ্যোক্তারা জানান, প্রতিযোগিতায় বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর জেলার ৩২টি দল ছিল।
পাত্রসায়র স্পোর্টিং ইউনিয়ন পরিচালিত রামসুধীর চন্দ্র উইনার্স ট্রফি ও নেউল দত্ত রানার্স কাপ নকআউট ক্রিকেট প্রতিযোগিতার দ্বিতীয় খেলায় জয়ী হল সোনামুখী ক্রিকেট কর্ণার। রবিবার পাত্রসায়র ক্রিকেট মাঠে সোনামুখী ক্রিকেট কর্ণার ৬ উইকেটে ইন্দাস জেসিটি ক্লাবকে হারায়।
সম্প্রতি বিষ্ণুপুরের তুর্কি আশ্রমের মাঠে রামকৃষ্ণ বিদ্যাপীঠ জুনিয়র স্কুলের তৃতীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে। স্কুলের প্রধান শিক্ষিকা স্নিগ্ধা কর জানান, স্কুলের প্রায় ১৩০ জন ছাত্রছাত্রী এতে যোগ দিয়েছিল। আটটি বিভাগে ভাগ করে জিলিপি দৌড়, বাঁদর দৌড়ের মতো ১৬টি বিশেষ ধরণের খেলার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় যোগ দেওয়া সকলকে সান্তনা পুরস্কার ও সফল হওয়া প্রথম তিন জনকে বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে বলে উদ্যোক্তারা জানান।


• ভগত সিংহ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট জিতেছে আদ্রা আব্দুল একাদশ। রঙ্গিলাডি
সবুজ সঙ্ঘের উদ্যোগে ১২ ডিসেম্বর থেকে কাশীপুরের কড়াট্যাড় মাঠে ওই প্রতিযোগিতা
হয়। ১৬টি ছিল। ফাইনালে ধানবাদের লয়াবাদ একাদশকে হারায় আদ্রা।


ষষ্ঠতম জগদীশ রায় স্মৃতি ফুটবল টুর্নামেন্টে জিতেছে কাটারাঙ্গুনি চিরসবুজ সঙ্ঘ.বেকো আঞ্চলিক ক্রীড়া ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে গত ৩ জানুয়ারি থেকে আদ্রার ওয়্যারলেস মাঠে ওই খেলা শুরু হয়েছিল। ৩২টি দল যোগ দিয়েছিল। ১১ ফেব্রুয়ারি ফাইনালে কাশীপুরের রঙ্গিলাডি সবুজ সঙ্ঘকে ১-০ গোলে হারিয়েছে কাটারাঙ্গুনি।
ক্রিকেট ফাইনাল: বোলপুরের দুর্গাপুর সিদহো-কানহু লোকসংস্কৃতি কেন্দ্র পরিচালিত ১৬ দলের নক আউট ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হচ্ছে হ্যালো বোলপুর এবং শ্যামবাটি এসএসসি। ২৬ ফেব্রুয়ারি ওই প্রতিযোগিতা হবে স্থানীয় ধান্যসড়া সিদহো-কানহু ময়দানে। ১১ ফেব্রুয়ারি প্রথম সেমিফাইনালে বোলপুর এমসিএ-কে ৭ রানে হারিয়ে ফাইনালে ওঠে হ্যালো বোলপুর। ১২ ফেব্রুয়ারি দ্বিতীয় সেমি ফাইনালে বোলপুর ডিওয়াইএস-কে ৪ উইকেটে হারায় শ্যামবাটি।
দিবারাত্রি ক্রিকেট: সাঁইথিয়া রেল ময়দানের পরিচালনায় ২৬ ফেব্রুয়ারি স্থানীয় রেল মাঠে অনুষ্ঠিত হবে ৮ দলের দিবারাত্রি নক আউট ক্রিকেট প্রতিযোগিতা। যোগদানকারী দলগুলি হল বর্ধমান একাদশ, বর্ধমান জুনিয়ার একাদশ, মুর্শিদাবাদের ইসলামপুর তরুণ সঙ্ঘ, হাওড়া জিআরপি, বীরভূম একাদশ, বোলপুর ইয়ং টাউন ক্লাব, বোলপুর নেতাজি ক্লাব এবং ভালকুটি হ্যাপি ইলেভেন।
চ্যাম্পিয়ান নেতাজি ক্লাব: জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত আন্তঃক্লাব সিনিয়র ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল বোলপুরের নেতাজি ক্লাব। ১১ ফেব্রুয়ারি সিউড়ি ইন্ডোর স্টেডিয়ামে ওই প্রতিযোগিতা হয়। জেলার ৬টি ক্লাব যোগ দিয়েছিল। তাদের মধ্যে নেতাজি ক্লাব বোলপুর ইয়ং টাউন ক্লাবকে ১৭-১৫, ২১-২৫ ও ২৭-১৫ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
জয়ী উজ্জ্বল সঙ্ঘ: দুবরাজপুর চক্রের প্রাথমিক শিক্ষকবৃন্দ পরিচালিত ১৬ দলের নক আউট ক্রিকেট প্রতিযোগিতায় দুবরাজপুরের উজ্জ্বল সঙ্ঘ চ্যাম্পিয়ান হল। ১২ ফেব্রুয়ারি স্থানীয় গৌরাঙ্গ সায়র ইয়ুথ কর্নার ময়দানে ওই খেলা হয়। টসে জিতে ব্যাট করতে নেমে স্থানীয় দশভুজা অ্যাঙ্গেল নির্ধারিত ১০ ওভারে ৬০ রান করে। জবাবে উজ্জ্বল সঙ্ঘ ৯ ওভারে ৬১ রান তুলে নেয়। দশভুজার সুভাষ মণ্ডল ম্যান অফ দ্য সিরিজ এবং উজ্জ্বল সঙ্ঘের গৌরব শেঠিয়া ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন। খেলা দেখতে হাজির ছিলেন দুবরাজপুরের পুরপ্রধান পীযূষ পাণ্ডে।


• হেতমপুরে স্কুল ক্রীড়া: ৯ ফেব্রুয়ারি দুবরাজপুরের হেতমপুর রাজ হাইস্কুলের বার্ষিক ক্রীড়া
প্রতিযোগিতা অনুষ্ঠিত হল স্থানীয় গড়ের মাঠে। ৩১টি ইভেন্টে মোট ৪০০ জন প্রতিযোগী
এতে যোগ দেয়। খেলায় হাজির ছিলেন দুবরাজপুরের বিডিও গোবিন্দ দত্ত, হেতমপুর পঞ্চায়েতের
প্রধান চাইনা দাস, স্থানীয় বিএড কলেজের অধ্যক্ষ ভবানীপ্রসাদ রাজ প্রমুখ। স্কুলের ক্রীড়া শিক্ষক
দিবাকর মিত্র জানান, প্রতিটি ইভেন্টের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করা হয়েছে।

সংক্ষেপে
• ফেব্রুয়ারি থেকে বোলপুরের ভুবনডাঙা ইয়ুথ ক্লাবের পরিচালনায় শান্তিনিকেতন মেলার মাঠে শুরু হয়েছে ১৬ দলের নকআউট ক্রিকেট প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ফাইনাল।
• ময়ূরেশ্বরের পারুলিয়া তরুণ সঙ্ঘের পরিচালনায় এবং পারুলিয়া রামকৃষ্ণ বিদ্যালয়ের সহযোগিতায় স্থানীয় স্কুল মাঠে ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে একদিনের ৮ দলের ‘জয়তী চট্টোপাধ্যায় স্মৃতি ভলিবল প্রতিযোগিতা’।


সিউড়িতে জেলা ভিত্তিক নবসাক্ষরদের ক্রীড়া প্রতিযোগিতা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.