চিত্র সংবাদ |
|
২০তম রাজীব গাঁধী স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় জিতল বর্ধমানের কালনা এরিয়ান একাদশ।
ফাইনালে তারা হারিয়েছে কলকাতার খিদিরপুর স্পোর্টিং ক্লাবকে। ২ ফেব্রুযয়ারি থেকে
আদ্রার
সেরসা
স্টেডিয়ামে শুরু হয়েছিল ওই ফুটবল প্রতিযোগিতা। যোগদিয়েছিল কলকাতা, বর্ধমানের
দল-সহ
জঙ্গলমহল একাদশ ও অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ডের মোট ১২টি দল। উদ্যোক্তা ছিল
মেনস
কংগ্রেস।
নক আউট পর্যায়ের খেলার পরে ফাইনালে ২-০ গোলে কলকাতাকে হারিয়েছে কালনা।
পুরস্কার
বিতরিণীতে উপস্থিথ ছিলেন আদ্রার ডি আর এম অমিত কুমার হালদার, এ ডি আর এম রাহুল গৌতম।
|
|
কৃশাণু ৫০। মঙ্গলবার ইস্টবেঙ্গল তাঁবুতে চুনী গোস্বামীর শ্রদ্ধা নিবেদন। ছবি: শঙ্কর নাগ দাস
|
কীর্ণাহারে ভলিবল
|
কীর্ণাহার বান্ধব সমিতির পরিচালনায় ১২ ফেব্রুয়ারি স্থানীয় হাইস্কুল সংলগ্ন মাঠে
অনুষ্ঠিত হল ৮ দলের ভলিবল প্রতিযোগিতা। ফাইনালে নৈহাটি ভলিবল টিম
১৫-৭ ও ১৫-৮ পয়েন্টে নানুরের
সাকোড্ডা ভলিবল টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
ম্যান অফ দ্য ম্যাচ ও ম্যান অফ দ্য সিরিজ
নির্বাচিত
হন যথাক্রমে নৈহাটির জয়দীপ দেশাই
এবং ছোটভাই। খেলার উদ্বোধন করেন স্থানীয়
বিধায়ক
গদাধর
হাজরা। অন্যতম উদ্যোক্তা
দেবরাজ ভট্টাচার্য জানান, এই খেলা দেখতে প্রায় পাঁচশোরও বেশি দর্শক হাজির ছিলেন।
|
চ্যাম্পিয়ান বীরভূম
|
ইস্ট জোনের আন্তঃজেলা অনূর্ধ্ব ১৯ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল জেলা দল।
১২ ফেব্রুয়ারি থেকে তিন দিন ব্যাপী জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় সিউড়ি ইন্ডোর
স্টেডিয়ামে
ওই প্রতিযোগিতা
হয়।
যোগ দিয়েছিল বীরভূম, মুর্শিদাবাদ ও বর্ধমান জেলা। প্রথম দিনের
খেলায় বীরভূম ১১৭ রানে
মুর্শিদাবাদকে
হারায়। দ্বিতীয় দিন বর্ধমানের কাছে ৮০ রানে
হারে মুর্শিদাবাদ। শেষ দিন বর্ধমানকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বীরভূম। |
|