টুকরো খবর |
চন্দ্রকোনায় সংঘর্ষে তৃণমূলের দুই গোষ্ঠী
নিজস্ব সংবাদদাতা • চন্দ্রকোনা |
ফের অশান্ত চন্দ্রকোনা। এ বার তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যেই সংঘর্ষ বাধল চন্দ্রকোনা-২ ব্লকের সিমলায়। মঙ্গলবার সকালের সংঘর্ষে জখম হয়েছেন অন্তত ৮ জন। তাঁদের মধ্যে দু’জনকে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। তবে সংঘর্ষের খবর পেয়েই সিমলায় পৌঁছয় পুলিশ। তৃণমূলের চন্দ্রকোনা-২ ব্লকের সভাপতি অমিতাভ কুশারীর অবশ্য দাবি, “ভুল বোঝাবুঝি থেকেই এই ঘটনা। ঠিক কী হয়েছে তা খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ করা হবে।” ক’দিন ধরেই চন্দ্রকোনা ১ ও ২ ব্লকের বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটছে। এ দিন তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ ছাড়াও কালিকাপুর, ব্রহ্মঝারুলে সিপিএম-তৃণমূল সংঘর্ষও ঘটেছে। রোজকার গোলমালে পরিস্থিতি সামলাতে হিমসিম খাচ্ছে পুলিশও। অস্থির জনজীবন। মঙ্গলবারের ঘটনায় অস্বস্তি বেড়েছে শাসকদলের। স্থানীয় সূত্রের খবর, এলাকার নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, সেই নিয়েই বিবাদ চলছে তৃণমূলের দু’টি গোষ্ঠীর। সেই থেকেই বচসা, হাতাহাতি। পুলিশ অবশ্য জানিয়েছে, নজরদারি বাড়ানো হয়েছে। অভিযুক্তদের খোঁজ চলছে।
|
বিতর্ক প্রতিযোগিতা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বিবেকানন্দের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে সম্প্রতি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ‘উচ্চশিক্ষার প্রাথমিক লক্ষ্য ভাল মানুষ তৈরি’ শীর্ষক এক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। প্রতিযোগিতায় স্থানাধিকারী নিয়ে কিছু সমস্যা হয়েছে। প্রাথমিক ভাবে উদ্যোক্তারা জানান, প্রথম হয়েছেন বিশ্ববিদ্যালয়ের পিউ মুখোপাধ্যায়-সাইন আখতার, দ্বিতীয় চৈতন্যপুরের বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ের রবিশঙ্কর পাত্র-পার্থসারথী মাইতি ও তৃতীয় পূর্ব মেদিনীপুর বিএড কলেজের সুদীপ চক্রবর্তী-সৌমেন্দু পাল। সে মতো সংবাদ প্রকাশ হয়। পরে উদ্যোক্তারা জানান, প্রথম স্থানাধিকারী অপরিবর্তিত থাকলেও দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী বদল হবে। দ্বিতীয় হয়েছেন পূর্ব মেদিনীপুর বিএড কলেজের সুদীপ চক্রবর্তী-সৌমেন্দু পাল, তৃতীয় বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ের রবিশঙ্কর পাত্র-পার্থসারথী মাইতি।
|
মেদিনীপুরে প্রতিবাদ সভা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
উত্তর চব্বিশ পরগনার মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি-র জেলা সম্পাদক পরেশচন্দ্র ঘোষকে গ্রেফতারের প্রতিবাদে মেদিনীপুরে সভা করলেন সংগঠনের এই জেলার সদস্যরা। মঙ্গলবার সন্ধ্যায় শহরের এলআইসি চকে এই প্রতিবাদ সভা হয়। সংগঠনের অভিযোগ, শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য চলছে। তাই পঞ্চম শ্রেণিতে ভর্তি করাকে কেন্দ্র করে নানা ধরনের অবাঞ্ছিত ঘটনা ঘটেছে। যার প্রভাব পড়ছে ছাত্রছাত্রীদের মধ্যেও। লটারিতে নাম ওঠেনি এমন ছাত্র বা ছাত্রী কোন স্কুলে ভর্তি হবে, আদৌ ভর্তি হতে পারবে কি না সে নিয়ে বেশ কিছু দিন ধরেই টালবাহানা চলছিল উত্তর চব্বিশ পরগনায়। প্রতিবাদ-আন্দোলনে সামিল হওয়াতেই পরেশবাবুকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ।
|
বিপর্যয় মোকাবিলা নিয়ে স্কুলে কর্মশালা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বিপর্যয় পরিস্থিতিতে স্কুলের ছাত্রছাত্রীদের কী ভাবে নিরাপদে রাখা যেতে পারেসে নিয়ে কর্মশালা হল পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ-হলে। সোমবার ও মঙ্গলবার--দু’দিনের এই কর্মশালায় জেলার ২৯টি ব্লক থেকেই এক জন করে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। যোগ দিয়েছিলেন স্কুল শিক্ষা দফতরের পরিদর্শকেরাও। স্কুল চলাকালীন হঠাৎ ঝড় উঠল বা বন্যা-প্লাবিত হল এলাকা, ভূমিকম্প বা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল--তখন কী কী ব্যবস্থা নেওয়া উচিত, সে নিয়ে বক্তব্য রাখেন বিশেষজ্ঞরা। কর্মশালায় অংশ নিতে রাজ্য ও জেলা ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের পক্ষ থেকে প্রসেনজিৎ সেনগুপ্ত, শুভজিৎ ঘোষ, পার্থ চক্রবর্তী ছাড়াও দমকল ও সিভিল ডিফেন্সের আধিকারিকেরাও উপস্থিত ছিলেন।
|
শেষ হল মেলা
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
শেষ হল খড়্গপুর গ্রামীণ থানার মাদপুরের মেলা। গত ৩ ফেব্রুয়ারি মেলার উদ্বোধন করেন অভিনেত্রী দোলন রায়। মেলা উপলক্ষে শহরে ৫ কিলোমিটার দৌড় প্রতিযোগিতার আয়োজন হয়েছিল। এ ছাড়া মেলায় প্রতিদিনই ছিল নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজন করা হয়েছিল স্বাস্থ্যপরীক্ষা শিবির, রক্তদান শিবির এবং কবি সম্মেলনের।
|
সর্ডিহায় ভাঙচুর |
মঙ্গলবার সন্ধ্যায় সর্ডিহা রেলস্টেশনে ম্যানেজারের কার্যালয়ে ভাঙচুর চালালেন আপ জঙ্গলমহল মেমু প্যাসেঞ্জারের একাংশ যাত্রী। আসবাবপত্র ও কম্পিউটর ভেঙে ফেলা হয়। উত্তেজিত যাত্রীদের হাতে প্রহৃত হন সহকারী স্টেশন ম্যানেজার। যাত্রীদের অভিযোগ, মেদিনীপুর থেকে ঝাড়গ্রামগামী ট্রেনটিকে এ দিন সর্ডিহা স্টেশনে প্রায় পৌনে এক ঘণ্টা দাঁড় করিয়ে রেখে দূরপাল্লার এক্সপ্রেস যেতে দেওয়া হচ্ছিল।
|
সাংস্কৃতিক অনুষ্ঠান |
সম্প্রতি খড়্গপুরের কৌশল্যায় সারদা শিশু-মন্দিরের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। যোগ দিয়েছিল স্কুলের ছাত্রছাত্রীরা। বিদ্যালয় প্রাঙ্গণে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়্গপুরের পুরপ্রধান জহরলাল পাল, হিজলি কলেজের প্রাক্তন অধ্যক্ষ দেবেন্দ্রনাথ খাঁড়া-সহ বিশিষ্টেরা।
|
বার্ষিক ক্রীড়া |
সম্প্রতি খড়্গপুর শহরের সেরসা স্টেডিয়ামে হল সাউথ সাইড বালিকা বিদ্যালয়ের ৫৯ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। ২২টি বিভাগে যোগ দেয় দু’শো ছাত্রছাত্রী বিদালয়ের শিক্ষাকর্মী, শিক্ষিকা এবং প্রাক্তন ছাত্রীরা।
|
কম্পিউটর চুরি |
স্কুলের কম্পিউটর-রুমের তালা ভেঙে দু’টি কম্পিউটর ও একটি প্রোজেক্টর মেশিন-সহ লক্ষাধিক টাকার জিনিস চুরি গিয়েছে। ঝাড়গ্রামের রাধানগর অঞ্চলের সেবায়তন হাইস্কুলের ঘটনা।
|
|