সিপিএমের সভা পণ্ড, অভিযুক্ত তৃণমূল |
সিপিএমের পথসভায় হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার রাত ৮টা নাগাদ যাদবপুর ৮বি বাসস্ট্যান্ডে ওই পথসভা চলাকালীন হামলা চালানো হয়েছে বলে সিপিএমের অভিযোগ। সিপিএমের দক্ষিণ ২৪ পরগনার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য বটকৃষ্ণ রায় জানান, মাইক ও চেয়ার ভেঙে ওই পথসভা বন্ধ করে দেওয়া হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তাঁরা। সিপিএমের জেলা সম্পাদক সুজন চক্রবর্তী বলেন, “কয়েক মাসে আগে যাদবপুর বিদ্যাপীঠ স্কুলে অধ্যক্ষকে মারধর করার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। এ দিন পুলিশের অনুমতি নিয়ে ওই পথসভা করা হচ্ছিল।” হামলার ঘটনায় রাত পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। যাদবপুরের বিধায়ক তথা বিদ্যুৎমন্ত্রী মণীশ গুপ্ত বলেন, “ওই সভায় ঠিক কী হয়েছে, সেই ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।”
|
প্রযোজকের আগাম জামিন নিয়ে রায় আজ |
প্রযোজক সংস্থা ভেঙ্কটেশ ফিল্মসের কর্ণধার মহেন্দ্র সোনির আগাম জামিনের আবেদনের রায় আজ, বুধবার জানাবে কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি কল্যাণজ্যোতি সেনগুপ্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হয়। অভিযোগ, ছবি প্রদর্শন নিয়ে একটি সংস্থার সঙ্গে চুক্তি করেছিল ভেঙ্কটেশ ফিল্মস। চুক্তিতে বলা হয়, ভেঙ্কটেশ ফিল্মস ওই সংস্থাকে ৭০টি ছবি দেবে প্রদর্শনের জন্য। তার বিনিময়ে ২৫ কোটি টাকা নেবে। কিন্তু ২৫ কোটি টাকা পাওয়ার পরেও ভেঙ্কটেশ ৪০টির মতো ছবি ওই সংস্থাকে দেয়নি বলে অভিযোগ। এই ব্যাপারে বারাসত আদালতে মামলা হয়েছে। এই অবস্থায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন ভেঙ্কটেশ ফিল্মসের কর্ণধার মহেন্দ্র সোনি।
|
দুর্ঘটনায় জখম দুই অভিনেতা |
রাজারহাট এলাকায় এক গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন দুই অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও রুদ্রনীল ঘোষ। সোমবার রাত সাড়ে ১২টা নাগাদ রাজারহাটে একটি বৈঠক সেরে বাড়ি ফিরছিলেন তাঁরা। গাড়ি চালাচ্ছিলেন পরমব্রত। আচমকা তাঁদের সামনে অন্য একটি গাড়ি চলে আসায় ধাক্কা লাগে। চিকিৎসকেরা জানিয়েছেন, পরমব্রতের মাথায় এবং পেটে আঘাত লেগেছে। রুদ্রনীলের মাথার আঘাত গুরুতর। দু’জনই প্রাথমিক চিকিৎসার পরে বাড়ি ফিরেছেন। কিছু দিন আগেও দক্ষিণ কলকাতায় এক দুর্ঘটনায় আহত হয়েছিলেন রুদ্রনীল। মঙ্গলবার রাতে ধর্মতলার মেট্রো চ্যানেলের এক পথচারীকে ধাক্কা মেরে পালাতে গিয়ে একটি গাড়ি পুলিশের হাতে ধরা পড়েছে। গ্রেফতার হয়েছে চালক। পুলিশি সূত্রের খবর, রাস্তা পার হওয়ার সময় মাঝবয়সি ওই ব্যক্তিকে ধাক্কা মারে গাড়িটি। মাথায় গুরুতর আঘাত লাগে তাঁর।
|
কসবায় শিশুর মাথায় বন্দুক ঠেকিয়ে লুঠের ঘটনায় মঙ্গলবার দক্ষিণ শহরতলি থেকে আরও দু’জন গ্রেফতার হল। যুগ্ম কমিশনার (অপরাধ দমন) দময়ন্তী সেন বলেন, “ধৃতদের নাম বাপি মণ্ডল ও অমলেশ ঝা ওরফে চুনচুন। তাপসী বন্দ্যোপাধ্যায় নামে যে প্রৌঢ়ার ফ্ল্যাটে ঘটনাটি ঘটে, তাঁর আয়া শুক্লা মণ্ডল ওরফে শুক্লা সাঁপুই আগেই ধরা পড়েছে। পুলিশের দাবি, ধৃতেরা জানিয়েছে, বোনের বিয়েতে সাহায্য করতে শুক্লার সঙ্গে ডাকাতির ছক কষে বাপি। যোগাযোগ করে বাকিদের সঙ্গে। লুঠ হওয়া জিনিসের মধ্যে উদ্ধার হয়েছে একটি রূপোর পেন। |