বাণিজ্য নিয়ে সিদ্ধান্ত পিছিয়ে দিল পাকিস্তান |
ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সহজ করা নিয়ে সিদ্ধান্ত পিছিয়ে দিল পাকিস্তান। আজ এ কথা জানিয়েছেন পাক তথ্যমন্ত্রী।
সোমবার বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনার জন্য পাকিস্তানে গিয়েছেন বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা। কিন্তু ভারতীয় পণ্যের আমদানি নিয়ে সিদ্ধান্ত নিতে পারেনি পাক সরকার। বাণিজ্য বাড়াতে কয়েকটি ক্ষেত্র বাদে ভারতীয় পণ্যের জন্য বাজার খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছিল পাক বাণিজ্য মন্ত্রক। এই প্রস্তাব গ্রহণ করলে ভারতকে ‘সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশ’-এর মর্যাদা দেওয়ার পথেও এক ধাপ এগোতে পারত পাকিস্তান। কিন্তু, দেশের প্রভাবশালী বস্ত্র, রাসায়নিক ও গাড়ি শিল্পের চাপেই এই সিদ্ধান্ত পিছিয়ে দিতে বাধ্য হল পাক সরকার।
|
মূল্যবৃদ্ধি কমে ৬.৫৫ শতাংশ |
খাদ্য সামগ্রীর দাম কমার হাত ধরেই ২০১২-এর জানুয়ারিতে সার্বিক মূল্যবৃদ্ধি নেমে এল ৬.৫৫ শতাংশে। যা ২৬ মাসে সবচেয়ে কম। ২০১১-র জানুয়ারিতে তা ছিল ৯.৪৭%। আর ডিসেম্বরে ৭.৪৭%। মঙ্গলবার মূল্যবৃদ্ধি কমার প্রভাবে সেনসেক্সও ছিল ঊর্ধ্বমুখী। মাত্র ৭৫.৭৩ পয়েন্ট বাড়লেও তা ছিল ছ’মাসে সর্বোচ্চ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় ইঙ্গিত দিয়েছেন, মার্চের শেষে মূল্যবৃদ্ধি আরও কমে ৬ শতাংশে নেমে আসবে। আগের হিসাবে তা ছিল ৭%। তবে ভোজ্যতেল ও দুধের চড়া দাম খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধিকে টেনে তুলতে পারে বলে এ দিন ফের তিনি হুঁশিয়ারি দেন। প্রসঙ্গত, এই মুহূর্তে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি নিম্নমুখী।
|
এ বার দেশের সমস্ত বিমান পরিষেবা সংস্থাই অবাধে বিদেশে উড়ান চালাতে পারবে। বিমান মন্ত্রক মঙ্গলবার এই নির্দেশ জারি করেছে। এর আগে শুধু রাষ্ট্রায়ত্ত এয়ার ইন্ডিয়াই বিদেশে উড়ান চালানোর প্রথম অধিকার পেত। তারা কোনও দেশে উড়ান চালাতে রাজি না-হলে সুযোগ পেত বেসরকারি সংস্থা। নয়া দ্বিপাক্ষিক নীতিতে সব সংস্থাই এই অধিকার পাবে।
|
অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে সংস্থার মুনাফা ১১০ কোটি টাকা থেকে কমে হল ৭৪ কোটি। আয় বেড়ে হয়েছে ১,০৩২ কোটি। |