খেলার টুকরো খবর

প্রথম ডিভিশন লিগ
সুপার ডিভিশন ক্রিকেট চলছে দুর্গাপুরের এমএএমসি মাঠে। নিজস্ব চিত্র।
প্রথম ডিভিশন ক্রিকেট লিগে জয় পেল কল্যাণ স্মৃতি সঙ্ঘ ও বিবেকানন্দ সঙ্ঘ। কল্যাণ স্মৃতি সঙ্ঘের সঙ্গে খেলায় প্রথমে ব্যাট করে মিলনী সঙ্ঘ ৩৫ ওভারে করে ১৫৬-৮। পরে কল্যাণ ৩৪.২ ওভারে ৭ উইকেটে রান তুলে নেয়। রাজিন্দর শর্মা করেন ৭৩ রান। বোলিংয়ে সফল কল্যাণের উজ্জ্বল দাস (৪০-৩) ও মহম্মদ ফৈজল (২১-২)। মিলনীর দেবব্রত দে অপরাজিত ৫৭ ও পিনাকী মুখোপাধ্যায় ৩৮ করেন। তাদের সফল বোলার নগেন্দ্রকুমার গুপ্ত (১৯-৪)। অন্য দিকে, বিবেকানন্দ সঙ্ঘ ৬ উইকেটে নির্ভীক সঙ্ঘকে হারিয়েছে। প্রথমে ব্যাট করে নির্ভীক সঙ্ঘ করে ৩৫ ওভারে ১২৩ রান। দলের পক্ষে মানবেন্দ্র দত্ত ২৫ ও তপন চট্টোপাধ্যায় ২১ রান করেন। বিবেকানন্দের শ্রীজীব গোস্বামী ১৬ রানে ৫ উইকেট পান। রাজীর ঘোষ ১২ রানে ২ উইকেট দখল করেন। জবাবে বিবেকনন্দ করে ১৭ ওভারে ১৫৪-৪। বাপ্পাদিত্য চট্টোপাধ্যায় ৪০ ও সুজিত গোস্বামী ৩২ রান করেন।

হারল উদয়ন
দ্বিতীয় ডিভিশন ক্রিকেট লিগে অ্যাপালো ক্লাব ৬ উইকেটে হারিয়েছে গলসির উদয়ন সঙ্ঘকে। গলসি প্রথমে ৩৫ ওভারে ১৫৩ রান করে। সুজয় চোঙদার ৪৯ ও সূর্য চৌধুরী ২৩ রান করেন। বোলিংয়ে সফল অ্যাপালোর কৌশিক পাত্র (২৪-৪), কুমার মঙ্গলম বোথেরা (২৩-২) ও মঙ্গল মুর্মু (৩০-২)। অ্যাপেলো ৩১ ওভারে ৪ উইকেটে ১৫৮ রান করে। কুমার মঙ্গলম ৩৯ ও কৌশিক ৩৫ রান করেন।

হারল ইয়ং স্পোর্টিং
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ক্রিকেটে মঙ্গলবার ডিএম বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব ৬৪ রানে ইয়ং স্পোটির্ং ক্লাবকে হারায়। এমএএমসি মাঠের প্রথমে ব্যাট করে ১৭৩ রান করে বিবেকানন্দ। দীনেশ যাদব ৩৮ ও সঞ্জয় ভারতী ৩৭ রান করেন। জবাবে ১০৯ রানে শেষ হয়ে যায় ইয়ং স্পোর্টিংয়ের ইনিংস। সন্দীপ আলম ৩৬ রান করেন। বিজিত দলের অরিত্র দাস ৪টি এবং বুদ্ধদেব কর্মকার ৩টি উইকেট নেন। ম্যাচ পরিচালনা করেন চন্দন চট্টোপাধ্যায়, পিআর খাঁ।

জিতল কালনা
বাঘাযতীন ওয়েলফেয়ার অর্গানাইজেশন আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় মঙ্গলবার জয়ী হল কালনা ফুটবল অ্যাকাডেমি। লোয়ার কেসিয়া ফুটবল মাঠে তারা চিত্তরঞ্জন ছাত্র সঙ্ঘকে ৭-২ গোলে হারায়। ম্যাচের সেরা বিজয়ী দলের ভোলানাথ হাঁসদা।

ফাইনালে জাগৃতি
সিয়াকুলবেড়িয়া যৌথ কল্যাণ সমিতি আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় প্রথম সেমিফাইনালে জয়ী হল চিত্তরঞ্জন জাগৃতি সঙ্ঘ। মঙ্গলবার তারা চিত্তরঞ্জন বালক সঙ্ঘকে ৩৯ রানে হারায়। প্রথমে ব্যাট করে জাগৃতি ৮ উইকেটে ১২১ রান তোলে। জবাবে বালক সঙ্ঘ করে ৮২।

পড়ুয়াদের ফুটবল
একশো বছর পূর্তি উপলক্ষে রবিবার বিধাননগরের গ্রুপ হাউসিং মাঠে স্কুল পড়ুয়াদের নিয়ে ফুটবল ম্যাচের আয়োজন করেছিলেন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক কর্তৃপক্ষ। বিভিন্ন স্কুলের পড়ুয়ারা এই প্রতিযোগিতায় যোগ দেয়। ব্যাঙ্কের জেনারেল ম্যানেজার এ কে চট্টোপাধ্যায় জানান, পড়ুয়াদের মধ্যে খেলাধুলোর প্রসারের লক্ষ্যে তাঁরা এই ধরনের আরও প্রতিযোগিতা আয়োজন করবেন। তিনি জানান, বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক প্রকল্প রূপায়ণে সাহায্য, দুঃস্থ পড়ুয়াদের সাহায্য করা প্রভৃতি কাজকর্ম তাঁরা করে থাকেন।

পরাশিয়ায় ক্রীড়া
জামুড়িয়া জোন উচ্চ বিদ্যালয় স্তরের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হল মঙ্গলবার। জামুড়িয়ার পরাশিয়া ফুটবল মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ৩৭টি ইভেন্টে ৩০০ জন পড়ুয়া যোগ দেয়। ৫৬ পয়েন্ট পেয়ে দলগত ভাবে সেরার সম্মান পায় চুরুলিয়া নবকৃষ্ণ উচ্চ বিদ্যালয়।

জয়ী দীপালি সঙ্ঘ
আইএফএ পরিচালিত বেঙ্গল সকার চ্যাম্পিয়নশিপ-২০১২ প্রতিযোগিতায় বাঁকুড়া জোনে চ্যাম্পিয়ন হল কালনার দীপালি সঙ্ঘ। মঙ্গলবার বাঁকুড়ায় এই জোনের ফাইনালে জাপট এলাকার ক্লাবটি ২-০ গোলে হারিয়ে দেয় দক্ষিণ ২৪ পরগনার জাগৃতি সঙ্ঘকে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.