চলতি বছরেই সমস্ত টোটোকে সাক্ষর করে তোলা হবে। পাশাপাশি বেকারত্ব ঘোচাতে প্রশিক্ষণ এবং স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করা হবে। রবিবার অনগ্রসর কল্যাণ মন্ত্রী উপেন বিশ্বাস ওই আশ্বাস দিয়েছেন। ওই দিন তিনি ডুয়ার্সের ভুটান পাহাড়ের কোলে বসবাস করা ওই প্রাচীন জনগোষ্ঠীর গ্রাম পরিদর্শন করেন। তিনি বলেন, “এক বছরে টোটো সমাজের সকলকে সাক্ষর করে তোলা হবে।” |
সমাজের মূলস্রোতের সঙ্গে মিশে যাওয়ার পরে টোটোদের মধ্যে শিক্ষার প্রসার হচ্ছে। গ্রামের অনেক তরুণ তরুণী মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশ করে কর্মহীন হয়ে বসে আছে। ওই দিন বিকালে উপেনবাবু সেখানে গেলে বেকার তরুণ তরুণীদের প্রসঙ্গ তোলা হয়। অনগ্রসর কল্যাণ মন্ত্রী জানান, এক বছরের মধ্যে বেকার তরুণ তরুণীদের প্রশিক্ষণ ও ঋণের ব্যবস্থা করা হবে। প্রশিক্ষণ হবে শিলিগুড়িতে। টোটোদের প্রচুর হাতছাড়া হওয়া জমির রেকর্ড না মেলার সমস্যা মেটাতে জেলাশাসককে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন তিনি। পাশাপাশি, সোমবার অনগ্রসর কল্যাণ মন্ত্রী জানান, টোটোপাড়ার জমির সমস্যা প্রশাসনকে মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রের খবর, ১৯৭০ সালে আলিপুরদুয়ারের এসডিপিও থাকাকালীন টোটোপাড়ার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে উপেনবাবুর। পরে এসএসবি’র উচ্চ পর্যায়ের আধিকারিক থাকাকালীন তাঁর উদ্যোগে টোটোপাড়ায় বেশ কিছু সামাজিক কাজকর্ম করা হয়। এবার সেই আধিকারিক মন্ত্রী হয়ে তাদের জন্য কাজ করবেন বলে আশায় বুক বেঁধেছে টোটো সমাজ। টোটো কল্যাণ সমিতির পক্ষে সুগ্রীব টোটো বলেন, “আমাদের সমস্যার কথা মন দিয়ে শুনেছেন মন্ত্রী। আশা করি তিনি কিছু করবেন।” |