টুকরো খবর
সন্দেশখালিতে চোলাই অভিযান, গ্রেফতার তিন
গ্রামবাসীদের সহযোগিতায় চোলাই মদের ভাটি ভেঙে গুড়িয়ে দিল উত্তর ২৪ পরগনার সন্দেশখালি থানার পুলিশ। রবিবার ঘটনাটি ঘটেছে ওই থানার মণিপুর পঞ্চায়েতের জয়গোপালপুর গ্রামে। চোলাই বিক্রি ও তৈরির অভিযোগে গুরুপদ পাইক, রন পাইক, সজলপাইককে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে প্রায় ৫০ লিটার চোলাই। আটক করা হয়েছে কিছু চোলাই তৈরির সরঞ্জাম। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামে ধৃত তিনজন বেশ কিছুদিন ধরে চোলাই তৈরি ও বিক্রি করছিল। বাধা দিলে এরা দুষ্কৃতীদের নিয়ে হুমকি দিতে পারে, এই ভয়ে গ্রামবাসীরা প্রতিবাদ করতে সাহস পাচ্ছিলেন না। দক্ষিণ ২৪ পরগনার সংগ্রামপুরে চোলাই খেয়ে বেশ কয়েকজনের মৃত্যুর ঘটনার পর থেকেই গ্রামবাসীরা ওই ব্যবসা বন্ধ করার ব্যাপারে উদ্যোগী হন। তাঁরা পুলিশ ও আবগারি দফতরে বিষয়টি জানান। কিন্তু গ্রামে ঢুকে অভিযান চালাতে আবগারি দফতর দেরি করায় ইতিমধ্যেই ব্যবসা জমিয়ে ফেলেছিল ওই কারবারিরা। অন্য দিকে ভুগছিলেন গ্রামের মহিলারা। সারাদিন দিনমজুরের কাজ করে বিকেলে চোলাই খেয়ে ঘরে ফিরে স্বামীরা স্ত্রী সন্তানের উপর অত্যাচার করছিলেন। এই ঘটনা বাড়তে থাকায় মহিলারা এক জোট হয়ে এই কারবার বন্ধ করার জন্য আবেদন জানান পুলিশকে। এরপরেই পুলিশ এসে ওই ভাঁটি ভেঙে দেয়।

উদ্ধার সাড়ে তিন কেজি মাদক
মাদক পাচারের সময়ে এক যুবককে হাতেনাতে ধরল পুলিশ। ওই যুবকের নাম তরুণ হালদার। বাড়ি বসিরহাটের চাঁপাপুকুর রেল কলোনিতে। দণ্ডিরহাট এলাকা থেকে তার কাছ থেকে সাড়ে তিন কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতযুবক ঈগ্নেয়াস্ত্র দেখিয়ে তোলাবাজি, ডাকাতি, ছিনতাই করত। সম্প্রতি মাদক পাচার শুরু করেছিল সে। দার্ঘদিন ধরে তার খোঁজ চলছিল। ধরা পড়তে পড়তেও বেঁচে গিয়েছিল সে। এ দিন আগে থেকে খবর পেয়ে পুলিশ দণ্ডিরহাটে পৌঁছে যায়। সেখান থেকেই গ্রেফতার করা হয় তাকে।

ইঞ্জিনে মাফলার জড়িয়ে মৃত্যু
ভুটভুটির মোটর চালাতে গিয়ে ইঞ্জিনের সঙ্গে গলার মাফলার জড়িয়ে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার সকালে দক্ষিণ ২৪ পরগনার গোসাবার শম্ভুনগরে। পুলিশ জানিয়েছে মৃতের নাম মাওলা শেখ (৩৮)। বাড়ি শম্ভুনগরেই। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে মাওলা ভুটভুটি নিয়ে শম্ভুনগর থেকে পাঠানোখালির মধ্যে বিদ্যাধরী নদীতে যাত্রী পারাপার করছিলেন। হঠাৎই মাঝপথে ভুটভুটির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। মাওলা তা চালু করতে গেলে আচমকা তাঁর গলার মাফলার ইঞ্জিনের সঙ্গে জড়িয়ে যায়। গলায় ফাঁস লেগে যাওয়ায় আশঙ্কাজনক অবস্থায় তাঁকে গোসাবা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

লরির ধাক্কায় মৃত্যু
লরির ধাক্কায় মৃত্যু হয়েছে শম্ভু ভট্টাচার্য (৬০) নামে এক ব্যাক্তির। বাড়ি কল্যাণীর রথতলায়। সোমবার সকালে নদিয়ার কল্যাণী-ব্যারাকপুর এক্সপ্রেসওয়েতে লরিটির সঙ্গে ধাক্কা লাগে শম্ভুবাবুর মোটর বাইকের। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, লরি ও চালক কারও খোঁজ মেলেনি। তদন্ত চলছে।

বোমায় জখম ২
বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে আহত হল দুই বালক। সোমবার বিকেল ৪টে নাগাদ ঘটনাটি ঘটেছে বারাসত থানার দাদপুরে। পুলিশ জানিয়েছে, ওই দুই বালকের নাম সাদিকুল ইসলাম ও শামিমুল ইসলাম। এ দিন বিকালে এলাকার একটি মাঠের পাশে খেলছিল তারা। সেখানে ঝোপে রাখা ছিল বোমাটি। সেটিকে বল ভেবে খেলতে গিয়ে ফেটে যায়।

১৪ দিন জেল-হাজত খোঁড়া বাদশার
জামিনের আর্জি নাকচ করে বিষমদ কাণ্ডে মূল অভিযুক্ত খোঁড়া বাদশা ওরফে নুর ইসলাম ফকির-সহ ধৃত ১৪ জনকে ফের ১৪ দিনের জেল-হাজতের নির্দেশ দিল আদালত। সোমবার তাদের ডায়মন্ড হারবার আদালতে তোলে সিআইডি। শনিবার ২১ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয় সিআইডি। চার্জশিটে ৭ জনকে পলাতক দেখানো হয়েছে। ওই সাত জনের বিরুদ্ধে সোমবার গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। এ দিন বাপি মিস্ত্রি নামে এক জনকে মুক্তিও দিয়েছে আদালত।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.