পাচার হওয়ার পথে প্রায় ১০ কেজি হেরোইন উদ্ধার করল মুর্শিদাবাদ জেলা পুলিশ। ওই মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত সন্দেহে দু’জনকে গ্রেফতারও করেছে পুলিশ। সোমবার সকালে বহরমপুরের নিমতলা থেকে ওই দু’ জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে ওই হেরোইন আটক করা হয় বলে জানান মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার হুমায়ুন কবীর। পুলিশ জানায়, ধৃতদের নাম রফিকুল শেখ ও সৌমিত্র মণ্ডল। তাদের বাড়ি লালগোলার ভগবৎ মণ্ডল পাড়ায়। পুলিশ সুপার বলেন, “আটক করা ১০ কেজি হেরোইনের দাম এ দেশে প্রায় আড়াই কোটি টাকা। কিন্তু বিদেশের বাজারে তা প্রায় ৪ গুন বেশি দামে অর্থাৎ প্রায় ১০ কোটি টাকায় বিক্রি হত। হেরোইন সাধারণত সীমান্ত পার করে বাংলাদেশ হয়ে বিদেশের বাজারে পাচার করা হয়। কিন্তু এ দিন বাজেয়াপ্ত করা হেরোইন দেশের মধ্যে, সম্ভবত উত্তর প্রদেশে পাচার করা হচ্ছিল বলেই প্রাথমিক তদন্তে মনে হচ্ছে।” |
ধৃত দু’ জনই মাদক পাচার চক্রের ‘ক্যারিয়ার’ বলে পুলিশ জিজ্ঞাসাবাদ থেকে জানতে পেরেছে। পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “বহরমপুরের নিমতলায় ওই দু’ জন হেরোইন নিয়ে অন্য এক দল মাদক পাচারকারীদের কাছে পৌঁছে দিতে যাচ্ছিল। খবর পেয়ে পুলিশের একটি বিশেষ দল নিমতলা এলাকায় ওই দু’ জনকে গ্রেফতার করে।”
জেলার ইসলামপুরের লোচনপুর গ্রামে এক ব্যক্তিকে খুনের ঘটনায় ফেরার অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে। ধৃতের নাম সাত্তার শেখ। |