উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার কৃষ্ণনগর ডিপো তুলে দেওয়ার প্রতিবাদে এবং ছাঁটাই হয়ে যাওয়া শ্রমিকদের পুনরায় কাজে বহাল করার দাবীতে কৃষ্ণনগর ডিপোর সামনে বিক্ষোভ দেখালেন কর্মীরা। রবিবার থেকে শুরু হয়েছে ওই অবস্থান বিক্ষোভ। ১৯৮৯ সালে চালু হয় ওই ডিপো। বর্তমানে দুটি গাড়ি শিলিগুড়ি অবদি চলাচল করে। গত ৩১ ডিসেম্বর ন’জন কর্মীকে ছাঁটাই করা হয়েছিল। তারপর ৯ ফেব্রুয়ারি নির্দেশ আসে কৃষ্ণনগরের ওই ডিপো রানাঘাটে সরিয়ে নিয়ে যাওয়ার। সেইসঙ্গে ২০ জন স্থায়ী কর্মীকেও চলে যেতে হয় রানাঘাটে। |
বিষয়টি জানাজানি হতেই ক্ষোভ দেখান শ্রমিকেরা। মমতা বন্দোপাধ্যায়ের ছবি আর তৃণমূলের পতাকা নিয়ে অবস্থান বিক্ষোভ শুরু করেন তারা। কর্মীদের দাবি ডিপোটিতে ভালই লাভ হত। যদিও ডিপো ইনচার্জ অমিত চক্রবর্তী বলেন, “ডিপোটি ভালো চললেও আমাদের কাছে চিঠি এসেছে যে ১৫ ফেব্রুয়ারি থেকে ডিপো বন্ধ করে রানাঘাটে চলে যাবে।” ঠিকাদারের অধীনে কাজ করা নিতাই দত্ত বলেন, ‘‘২৩ বছর ধরে কাজ করছি। সামান্য বেতন দিত, তবু ডাল ভাত জুটত। এখন সেটাও থাকল না। ছাঁটাই করে দিল। আমরা মমতা বন্দোপাধ্যায়ের কর্মী। তাঁর কাছেই চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য প্রাথর্না করছি।” কর্মীদের আশঙ্কা আরও শ্রমিক ছাঁটাই হয়ে যাবে। |