|
|
|
|
‘চাই আর্সেনাল-বার্সা ফাইনাল হোক’ |
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বাঙালি কোচের দলের বিরুদ্ধে আজই তিনি নামছেন। বেয়ার
লেভারকুসেন ম্যাচের প্রাক্কালে বার্সেলোনার সেস ফাব্রেগাস বিশেষ সাক্ষাৎকার দিলেন। |
প্রশ্ন: বার্সেলোনার জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগ জেতার স্বপ্ন ঠিক কতটা বড় আপনার কাছে?
ফাব্রেগাস: বার্সেলোনায় আসার পর থেকেই স্বপ্নটা দেখছি। ২০০৬-এ আর্সেনালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বার্সার কাছেই হেরেছিলাম। এ বার ট্রফি জিতে শেষ করতে চাই।
প্র: বার্সাই কি ফেভারিট?
ফাব্রেগাস: সেটাই তো অনিবার্য। বার্সা গত বারের চ্যাম্পিয়ন। লোকজন আমাদের দলকেই সবার উপরে রাখছে। কিন্তু আমাদের ফুটবলারদের পা মাটিতেই আছে। কাজটা কতটা কঠিন তা-ও জানি।
প্র: সবচেয়ে বড় বাধা কারা?
ফাব্রেগাস: এই মুহূর্তে সব ক’টা দলই কঠিন প্রতিদ্বন্দ্বী। ঘরের মাঠে বায়ার্ন মিউনিখ ফাইনাল খেলতে পারে। তবে রিয়াল মাদ্রিদ, চেলসি বা এ সি মিলানকে ভুললে চলবে না।
প্র: মঙ্গলবার নক-আউটে প্রতিপক্ষ লেভারকুসেন কেমন দল?
ফাব্রেগাস: জার্মান দলগুলো সব সময় কড়া টক্কর দেয়। তাই আমাদের কাজ সহজ নয়। তবে ভাল ব্যাপার, আমাদের ঘরের মাঠে ম্যাচটা পরে।
প্র: চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনাল-বার্সেলোনা ফাইনাল কি আপনার কাছে মানসিক ভাবে কঠিন হবে?
ফাব্রেগাস: একেবারেই না। বরং অসাধারণ হবে। আমি চাই আর্সেনাল-বার্সাই ফাইনাল হোক। এবং আর্সেনালকে হারাতে চাই। |
|
|
|
|
|