|
মেসিকে আটকাতে ছক বাঙালি কোচ রবিনের
নিজস্ব প্রতিবেদন |
|
লিওনেল মেসিকে আটকানোর দায়িত্ব এ বার এক বাঙালির। মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় ঘরের মাঠে রবিন দত্তের বেয়ার লেভারকুসেন মুখোমুখি হচ্ছে বার্সেলোনার।
খেলতে নামার আগে রবিন দত্তের প্রতিক্রিয়া, “বার্সেলোনা এই মুহূর্তে স্পেনের থেকেও ভাল দল।” রবিনের বাবা-মা এখনও পর্যন্ত লেভারকুসেনের কোনও খেলা দেখেননি। এ দিনই প্রথম যাবেন ছেলের টিমকে দেখতে। |
|
মেসিকে কি থামাতে পারবেন রবিন? ছবি: এএফপি |
বাঙালি কোচ পাচ্ছেন না কাফ মাসলে চোট পাওয়া মাইকেল বালাককে। লেভারকুসেনের এক নম্বর স্ট্রাইকার সুইজারল্যান্ডের এরেন দের্দিওক কাচে পা কেটে ফেলেছেন। সাতটি সেলাই করে খেলতে পারবেন না তিনিও। নিয়মিত মিডফিল্ডার সিডনি স্যামও খেলতে পারবেন না। অপর দিকে বার্সেলোনা শনিবার লা লিগায় ওসাসুনার কাছে ২-৩ হারলেও চ্যাম্পিয়ন্স লিগে অন্য বার্সেলোনাকে দেখা যাবে বলেই মনে করছে লেভারকুসেন ফুটবলাররা।
বার্সাও এখন মন দিচ্ছে চ্যাম্পিয়ন্স লিগেই। কারণ, লা লিগা থেকে প্রায় ছিটকেই গিয়েছে তারা। রবিবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর হ্যাটট্রিকে ভর করে রিয়াল মাদ্রিদ ৪-২ হারিয়েছে লেভেন্তেকে। তারা বার্সার থেকে ১০ পয়েন্টে এগিয়ে। অন্য দিকে কার্লোস তেভেজ ফের ফিরে আসছেন ম্যাঞ্চেস্টার সিটির অনুশীলনে। |
|