বিমান দুর্ঘটনার শহরেই বৃহত্তম অঘটন ফুটবলে |
সংবাদসংস্থা • লিব্রেভিল |
সাম্প্রতিক কালে বিশ্ব ফুটবলের বৃহত্তম অঘটন। আফ্রিকান কাপ অব নেশনস-এ প্রথম বারের জন্য চ্যাম্পিয়ন হল জাম্বিয়া। ফেভারিট আইভরি কোস্টকে তারা সাডেন-ডেথে ৮-৭ হারাল। সেমিফাইনালে জাম্বিয়ার কাছে হেরে গিয়েছিল আর এক ফেভারিট ঘানা। গোটা টুর্নামেন্টে একটিও গোল না খেয়েও রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হল আইভরি কোস্টকে।
১৯৯৩ সালে জাম্বিয়ার ফুটবল দল-সহ বিমান ভেঙে পড়েছিল গাবোনের লিব্রেভিলেই। নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল একটি ফুটবল-প্রজন্ম। সেখানেই ১৯ বছর পর চ্যাম্পিয়ন হয়ে আবেগে ভেসে গিয়েছে গোটা দল। কোচ হার্ভে রেনার্ড জয় উৎসর্গ করেছেন ’৯৩-এর মৃত ফুটবলারদের স্মৃতির উদ্দেশে। উৎসর্গ করেছেন সেই দলের অধিনায়ক কালুশা বাওয়ালিয়ার উদ্দেশেও। যিনি বিমানে না থাকায় বেঁচে গিয়েছিলেন। জাম্বিয়ার সর্বকালের সেরা ফুটবলার কালুশা বর্তমানে জাম্বিয়ার ফুটবল সংস্থার প্রেসিডেন্ট। |
|
ট্রফি হাতে উল্লাস জাম্বিয়ার ফুটবলারদের। ছবি: এএফপি |
দিদিয়ের দ্রোগবার আইভরি কোস্টের বেশির ভাগ ফুটবলারই খেলেন ইউরোপে। সলোমন কালু, গার্ভিনহো, কোলো তোরে, ইয়াইয়া তোরেতারকার ছড়াছড়ি। অন্য দিকে জাম্বিয়ার কোনও ফুটবলার খেলেন না ইউরোপের বড় দলে। এক জন খেলেন রাশিয়ায়। দু’জন চিনে। বাকিরা আফ্রিকাতেই। দ্রোগবার দুর্ভাগ্য, ৭০ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন। সাডেন ডেথে মিস গার্ভিনহোর। গত ২৯ নভেম্বর মারগাওয়ে যে জাম্বিয়ার কাছে ০-৫ হেরেছিল ভারত সেই দলের মাত্র দু’জন ছিলেন রবিবারের প্রথম এগারোয়। ভারতের বিরুদ্ধে হ্যাটট্রিক করা মুসাকানিয়া বাওয়ালিয়া ছিলেন না রিজার্ভেও। |
|