|
|
|
|
ফাইনালে ঋদ্ধির ১৭০, দলীপে দাপট পূর্বাঞ্চলের |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
দলীপ ফাইনাল যত এগোচ্ছে, ততই দাপট বাড়ছে বাংলার ক্রিকেটারদের।
প্রথম দিন দিন্দা-সামি পেস জুটি যদি মধ্যাঞ্চল ইনিংস ঝলসে দেন, তা হলে দ্বিতীয় দিন ঋদ্ধিমান সাহার চওড়া ব্যাট বুঝিয়ে দিচ্ছে, অস্ট্রেলিয়া সফর ফেরত তিনি কতটা পরিণত। সোমবার পূর্বাঞ্চলের অন্য ব্যাটসম্যানরা যখন হাফসেঞ্চুরি বা তার আশেপাশে আটকে রইলেন, তখন ঋদ্ধির ব্যাট থেকে বেরোল দুরন্ত ১৭০। আর প্রথম বার দলীপ ট্রফি জয়ের দিকে আরও একধাপ এগোল পূর্বাঞ্চল। মধ্যাঞ্চলের ১৩৩ রানের জবাবে পূর্বাঞ্চল প্রথম ইনিংসে তুলল ৩৭০। লিড ২৩৭ রানের। দ্বিতীয় ইনিংসে মধ্যাঞ্চল আপাতত ৪৮-০। অনুষ্টুপ মজুমদার (৫২) আগের দিনের স্কোরের সঙ্গে ৬ রানের বেশি যোগ করতে পারেননি। বরং এ দিন শুরু থেকেই চালাতে থাকেন ঋদ্ধি। ২৪৫ বলের ইনিংসে ২৫টি বাউন্ডারি আর একটি ছক্কা। ফোনে বলছিলেন, “আসলে অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংসে ওই দেড় ঘণ্টার ইনিংসটা আমার আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে। অস্ট্রেলীয় পেসারদের খেলে আসার পর দেশের উইকেটে রান করতে তেমন অসুবিধে হচ্ছে না।” দলীপে এ বার দু’ম্যাচে দুটো সেঞ্চুরি ঋদ্ধির। প্রথম শ্রেণির ক্রিকেটে সব মিলিয়ে সপ্তম। “বিশেষ অনুভূতি কিছু নেই। তবে ঠিক করেছিলাম, মারার বল পেলেই মারব,” বললেন তিনি। শেষ উইকেটে দিন্দার সঙ্গে ঋদ্ধি যোগ করেন ৪৫ রান। দিন্দাও ১৬ বলে ২৪ করেন। ঋদ্ধি-র কথায়, “আসলে যতটা পারা যায় লিডটা বাড়ানোই লক্ষ্য ছিল।” |
|
|
|
|
|