|
|
|
|
সহবাগের জায়গায় আজ হয়তো সচিন |
সংবাদসংস্থা • অ্যাডিলেড |
তিনি খেলবেন, না, খেলবেন না?
ডনের ডেরায় মঙ্গলবার ব্যাট হাতে কী দেখা যাবে শততম আন্তর্জাতিক সেঞ্চুরি থেকে এক সেঞ্চুরি দূরে সচিন তেন্ডুলকরকে?
টিম ধোনির রোটেশন পদ্ধতি যদি অনুসরণ করতে হয়, তা হলে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার ভাল রকম সম্ভাবনা আছে সচিনের। যাঁকে গত কাল অস্ট্রেলিয়া ম্যাচে না খেলানো নিয়ে একপ্রস্থ বিতর্ক বেঁধে গিয়েছিল। সুনীল গাওস্করের মতো কিংবদন্তি পর্যন্ত ফিট সচিনকে বসিয়ে রাখার যুক্তি খুঁজে পাননি। কিন্তু পরিস্থিতি যা, তাতে মঙ্গলবারের ম্যাচে নামার ভাল রকম সম্ভাবনা আছে সচিনের। সেক্ষেত্রে হয়তো বসবেন বীরেন্দ্র সহবাগ। অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯২ করা গৌতম গম্ভীরের সঙ্গে ওপেন করতে যাবেন সচিন।
এক দিকে, অস্ট্রেলিয়া সফরে পরপর জয় তুলে নেওয়ার পর ফুটতে থাকা ভারত। যারা কিনা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যুদ্ধ জয়ের আটচল্লিশ ঘণ্টার মধ্যে ঝাঁপাতে চলেছে শ্রীলঙ্কার উপর। উল্টো দিকে দাঁড়িয়ে এমন একটা টিম, যারা অস্ট্রেলিয়া সফরে আসা পর্যন্ত এখনও জয়ের মুখ দেখেনি। সঙ্গে আছে আভ্যন্তরীণ বিতর্ক, যা এখনও তাড়া করছে শ্রীলঙ্কাকে। তবু সঙ্গকারা হুমকি দিচ্ছেন। যতই নতুন চেহারায় দেখাক টিম ধোনিকে, কুমার সঙ্গকারা পরিষ্কার জানিয়ে দিচ্ছেন, ভারতের বাইরে তাঁরা ভারতের মহড়া বেশ ভাল ভাবেই নেন! “ভারতের বাইরে ভারতকে আমরা বরাবর ভাল খেলে থাকি। ভারত নিজেদের দেশে প্রবল শক্তিধর। ছোট মাঠ, চেনা পরিবেশ। কিন্তু ঘরের বাইরে আমরা ওদের বিরুদ্ধে যথেষ্ট ভাল খেলি,” বলেছেন সঙ্গকারা। |
|
|
|
|
|