|
|
|
|
আজ সামনে শ্রীলঙ্কা |
এ বার আসল ধোনিকে দেখছি |
সৌরভ গঙ্গোপাধ্যায় |
আমি নিশ্চিত অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের পরে ভারত খুব আত্মবিশ্বাসী একটা জায়গায় আছে। টেস্ট সিরিজের ক্রমাগত ব্যর্থতার পরে অ্যাডিলেডে জয় পাওয়া নিঃসন্দেহে বেশ কিছু ব্যাটসম্যানের মাথার মধ্যে জমে থাকা ধোঁয়াশাটা বের করে দিয়েছে।
আমি বলব, এটা ধোনির কাছে খুব গুরুত্বপূর্ণ ইনিংস ছিল এবং শেষ ওভারে ১৩ রান তোলার জন্য ওর ঈশ্বরের কাছে কৃতজ্ঞ থাকা উচিত। অবশ্যই অধিনায়ক ও ব্যাটসম্যান হিসেবে এটা ওর আত্মবিশ্বাস বাড়াবে। দলের জয়ে অধিনায়ক বড় ভূমিকা নিলে সেটা সব সময় নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে কাজে দেয়। টেস্ট সিরিজে ব্যাটসম্যান ও অধিনায়ক হিসেবে ও সেরাটা দিতে পারেনি। সে জন্যই বলব, এই ইনিংসটা ওকে ভবিষ্যতে অনেকটাই সাহায্য করবে। আসল ধোনিকে পাওয়া যাবে। আমি বরাবর বিশ্বাস করে এসেছি ও ওয়ান ডে ক্রিকেটার হিসেবে অসাধারণ, টেস্ট ক্রিকেটের চেয়ে এখানে ও অনেক ভাল। ক্লাইড ম্যাকেকে মারা বিশাল ছয়টায় তাই অবাক হইনি। এটাই আসল ধোনি। এটাই ওয়ান ডে-তে ওর আসল শক্তি ও প্রতিভা, যার বহির্প্রকাশ অতীতে আমরা বহুবার দেখেছি।
রোটেশন নিয়ে বহু কথা হচ্ছে এবং আমি বলব, এত বড় ও লম্বা টুর্নামেন্টে ব্যাপারটা কিন্তু খারাপ নয়। এই টিমের ক্রিকেটাররা দীর্ঘদিন ধরে খেলে চলেছে এবং যেহেতু টিমটা হারছিল, অধিকাংশ ক্রিকেটারের মানসিক ক্লান্তির কোপে পড়াটা স্বাভাবিক। ফল হিসেবে বড় ম্যাচে ফর্ম হারাতে হয়। সেখানে রোটেশন নীতিতে ধোনি সব ক্রিকেটারকেই খেলার সুযোগ দিতে পারে। ওর টিমে বেশ কিছু উঁচু জাতের ক্রিকেটার আছে এবং সুযোগ-সুবিধে মতো ও সেরা ফর্মে থাকা ক্রিকেটারদের খেলাতে পারে। বিশেষত তিন ম্যাচের গুরুত্বপূর্ণ ফাইনালে।
ওয়ান ডে সিরিজটা ভারত বেশ ভালই শুরু করেছে। পয়েন্টের বিচারে এখন ওরা অস্ট্রেলিয়ার সমান আর মঙ্গলবারের শ্রীলঙ্কা ম্যাচে জয় মানেই ফাইনালের দিকে অনেকটাই এগিয়ে যাবে ওরা। পারথে অস্ট্রেলিয়া ম্যাচে শ্রীলঙ্কা জয়ের খুব কাছাকাছি চলে এলেও ভারতকে হারাতে হলে ওদের অনেকটা উন্নতি করতে হবে। ওরা ওয়ান ডে সিরিজটা অন্য রকম ভাবে শুরু করেছে। মাঠের বাইরের ঘটনাবলি ওদের ভাবাচ্ছে। দীর্ঘ দিন টাকা না পেয়ে একটা টিমের পক্ষে ভাল খেলা খুব কঠিন এবং এই মানসিক যুদ্ধটা ওদের জিততে হবে। ভারতকে হারাতে গেলে ওদের ক্ষুধার্ত হতে হবে, কারণ সাম্প্রতিক রেকর্ড একেবারেই ওদের পক্ষে বলে না। সঙ্গকারা ও মাহেলার মতো বড় ক্রিকেটারকে এই ম্যাচে পারফর্ম করতে হবে। বিশেষ করে মাহেলাকে, যে দক্ষিণ আফ্রিকায় ফর্মে ছিল না, এখানেও নেই। ও পাঁচ নম্বরে ব্যাট করছে এখানে। ভারতের বিরুদ্ধে কিন্তু ও আগে ব্যাট করতে পারে, যাতে নতুন বল এবং পাওয়ারপ্লে-র সুবিধে নেওয়া যায়। ওদের ব্যাটিং গভীরতা ভাল এবং ওর মতো ম্যাচ উইনারের পারফর্ম করাটা খুব জরুরি।
অ্যাডিলেডের পরিবেশ ও পরিস্থিতি দু’দলের কাছেই একই রকম, কিন্তু ভারতের পক্ষে সুবিধে ওরা আগেই এখানে একটা ম্যাচ খেলেছে। তবে ভারতের কাছে গুরুত্বপূর্ণ হল এক দিনের ব্যবধানে আর একটা বড় ম্যাচ খেলতে হচ্ছে। অস্ট্রেলিয়া ম্যাচের ধকল কিন্তু কম ছিল না। |
|
|
|
|
|