|
|
|
|
খুলল জট |
|
পিএলএস শুরু ঠিক সময়েই
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি ও কলকাতা |
|
সব কিছু ঠিকঠাক চললে ২৪ মার্চই প্রিমিয়ার লিগ সকার শুরু করে দিতে চায় আইএফএ।
গত কয়েক দিনের চূড়ান্ত টানাপোড়েনের পর দেশের সবচেয়ে দামি ফুটবল টুর্নামেন্ট করার ব্যাপারে সবুজ সঙ্কেত দিয়ে দিল ফেডারেশন। এ দিন নয়াদিল্লিতে জরুরি বৈঠকের পর ফেডারেশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, পিএলএস আয়োজনে কোনও বাধা নেই। এবং পিএলএস আবহের মধ্যেই, আগামী ৯ মার্চ ভারতে বিশেষ সফরে আসছেন ফিফা প্রেসিডেন্ট শেপ ব্লাটার। যা খবর, ২০১৭ সালে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ভারতে করার ব্যাপারে কথা হতে পারে।
তবে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ নয়, আপাতত ভারতীয় ফুটবলে সবচেয়ে বড় আলোচনার বিষয় ছিল পিএলএস। সোমবার দুপুরে দিল্লিতে বিশেষ সভার পর ফেডারেশন প্রেসিডেন্ট প্রফুল্ল পটেল বলে দিলেন, “আমরা চাই শুধু পশ্চিমবঙ্গ নয়, অন্য রাজ্যও পি এল এসের মতো লিগ করুক। সেটা তৃণমূল স্তরে ভারতীয় ফুটবলেরই লাভ। আমি তো এই টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে কোনও বাধা দেখতে পাচ্ছি না।”
দুপুরে প্রেসিডেন্টের এই ঘোষণার পরই হঠাৎ থমকে যাওয়া টুর্নামেন্টের কাজ ফের জোর কদমে শুরু হয়েছে। স্থগিত রাখা স্থানীয় ফুটবলারদের নিলাম শনি বা রবিবার হবে জানিয়ে দিয়েছে আই এফ এ। হরদীপ সাইনি-সহ ভিন রাজ্যের কয়েক জন ফুটবলারের আন্তঃরাজ্য ছাড়পত্রের আবেদনও এ দিনই জমা পড়েছে। যে সব বিশ্বকাপার বা এশীয় ফুটবলারারের টুর্নামেন্টে খেলার কথা, তাঁদের ছাড়পত্রের আবেদনও ফিফায় জমা দেওয়ার কাজ শুরু করেছে টুর্নামেন্টের বাণিজ্যিক সঙ্গী সেলিব্রিটি ম্যানেজমেন্ট গ্রুপ। রাতে আই এফ এ সচিব উৎপল গঙ্গোপাধ্যায় বলেন, “ঘোষণা মতো ২৪ মার্চই লিগ শুরু হবে।” যে ছয়টি টিম নিলামে কিনে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিরা, তাদের অনুমোদন দেওয়া হচ্ছে জেলা সংস্থা থেকে। জানা গিয়েছে, একটি ফ্র্যাঞ্চাইজি ছাড়া নির্দিষ্ট দিনে খেলা শুরু হওয়ার খবরে খুশি সব ক্লাবই। পাঁচটি ক্লাবের ডিরেক্টরদের সঙ্গে কথা বলে মনে হল, বিপণন এবং প্রচারের কাজ, জার্সি, লোগো, কোম্পানি তৈরির কাজ অনেকটাই করে ফেলেছেন।
গত কয়েক দিন ধরে পিএলএসের নানা নিয়মকানুনের কচকচিতে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছিল। ফেডারেশনের সভায় ঢুকে ভাইস প্রেসিডেন্ট মহম্মদ খলিল বিরোধিতাও শুরু করেছিলেন। কিন্তু সভার মাঝেই ফেডারেশন ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্ত ফোনে যোগাযোগ করিয়ে দেন এআইএফএফ প্রেসিডেন্ট এবং আইএফএ সচিবের। মিনিট দশেকের ফোনালাপেই সব সমস্যা মিটে যায়। জানা গিয়েছে, প্রফুল্ল পটেল নাকি আইএফএ সচিবকে শুধু একটা অনুরোধই করেন। বলেন, “টুনার্মেন্টের নামের আগে ‘বেঙ্গল’ শব্দটি বসানো হোক। যাতে এটা শুধু বাংলার মধ্যেই সীমাবদ্ধ, সেটা বোঝা যায়।” আইএফএ সচিব তাঁর অনুরোধ মেনে নেন। বলে দেন, “এ বার সব কাজ শেষ হয়ে গিয়েছে। পরের বার থেকে বেঙ্গল প্রিমিয়ার লিগ সকারই হবে।”
এআইএফএফ প্রেসিডেন্ট প্রফুল্ল পটেল সভার পর বলেন, “পি এল এস নিয়ে এত কথা কেন হচ্ছিল বুঝলাম না। এই লিগ করার অনুমতি আমরা তো ওদের ২০১১ ফেব্রুয়ারিতেই দিয়ে দিয়েছিলাম। আমাদের আসল কথা ছিল, ফেডারেশন ও ফিফার সবরকম নিয়ম কানুন মেনে ওদের টুর্নামেন্ট করতে হবে। ওরা নিয়ম মানবেন বলায় সমস্যা নেই।” তাঁর মন্তব্য, “ফুটবলার নথিভুক্তির জন্য ক্লাবগুলিকে দেওয়া পাসওয়ার্ড আমরা বাতিল করার জন্য ফিফার কাছে চিঠি পাঠিয়েছি বলে যে সব কথাবার্তা হচ্ছে সেটাও সম্পূর্ণ ভুল। ফিফা নথিভুক্তি নিয়ে কিছু প্রশ্ন জানতে চেয়েছিল। আমরা সেটাই জানতে চেয়েছিলাম আইএফএ-র কাছে। এ ছাড়া কোনও সমস্যা ছিল না।”
টুর্নামেন্টের সব বাধা দূর করে দিলেও পিএলএস আয়োজক কমিটিতে ফেডারেশনের কোনও প্রতিনিধি থাকছেন না। ফেডারেশনের কাছে কমিটিতে থাকার জন্য তিন সদস্যের নাম চেয়েছিল আইএফএ। সেটা অবশ্য সভায় আজ খারিজ হয়ে যায়। উৎপলবাবু যদিও বললেন, “সরাসরি কমিটিতে না থাকলেও ফেডারেশন দু’জন পরিদর্শক পাঠাবে।” |
|
|
|
|
|