|
|
|
|
খোলেনি জট |
সহারা-বোর্ড যুদ্ধে আরও নাটক |
নিজস্ব প্রতিবেদন |
বোর্ড বনাম সহারা যুদ্ধে সমাধানসূত্র এখনও অধরা। চেন্নাইয়ে এ দিন বোর্ডের কার্যকরী সমিতির বৈঠকের পরেও জট কাটেনি। বোর্ডের প্রস্তাব নিয়ে আজ ফের বোর্ড-সহারা বৈঠক। বোর্ডের একাংশের আশা, এই বৈঠকে সমস্যা মিটতে পারে। সে ক্ষেত্রে পুণে ওয়ারিয়র্সও আইপিএলে খেলতে পারবে। এ দিন বৈঠকের পরে বোর্ডের পক্ষ থেকে সহারার কাছে সন্ধি-প্রস্তাব এলেও সহারার প্রধান দাবিগুলো মানা হয়নি। বরং বোর্ড প্রেসিডেন্ট শ্রীনিবাসন জানাচ্ছেন, বোর্ডের নীতি ও আইন মেনেই সিদ্ধান্ত হবে। সহারা স্পনসর হিসেবে সরে গেলে বোর্ডের লোকসান হবে না। সহারা পাল্টা বিবৃতি দিয়ে অভিযোগ করছে, বৈঠকের ভিতরের তথ্য প্রকাশ করে বোর্ড অনৈতিক কাজ করেছে।
সহারার বক্তব্য, মুম্বইয়ের বৈঠকে সুব্রত রায় বারবার জানান, বোর্ড যে আইনের কথা বলছে, তা বোর্ডের সৃষ্ট, ভারতের সংবিধান নয়। খেলার স্পিরিটের কথা ভেবে আইনে রদবদল করা যায়। সহারা এক বিবৃতিতে বলেছে, সুব্রত রায় এ কথা বললেও বোর্ড আইনের দোহাই দিয়ে পুণের ক্ষতি করছে। সোমবারের বৈঠকে শ্রীনিবাসন সহারা প্রধানের অভিযোগ সদস্যদের জানান। সর্বসম্মত ভাবে সিদ্ধান্ত হয়, পুণে নিয়মবহির্ভূত সুবিধে পাবে না। তবে আলোচনার রাস্তা এখনও খোলা আছে।
আইপিএল ফাইভে পুণের প্রথম এগারোয় পাঁচ বিদেশি নেওয়ার যে দাবি সহারা করেছিল, এ দিন বৈঠকে তা খারিজ হয়ে যায়। পুণে চেয়েছিল হোম ম্যাচে পাঁচ বিদেশি খেলবে, অ্যাওয়ে ম্যাচে ছয়। নামপ্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা সভা শেষে বলেন, “এই দাবি একেবারেই যুক্তিহীন এবং কমিটির সিদ্ধান্ত, পুণের এই দাবি মেনে নিলে বাকি আট ফ্র্যাঞ্চাইজির প্রতি অবিচার করা হবে। একজনের স্বার্থ রাখতে গিয়ে বাকি আট জনকে চটানো যায় না।” |
সহারার দাবি |
বোর্ডের জবাব |
• যুবরাজ সিংহের উপযুক্ত বিকল্প চাই |
আইনগত সমস্যা নেই |
• নতুন সঙ্গী স্পনসর দিতে হবে |
কোনও আপত্তি নেই |
• পূণে ওয়ারিয়র্স পাঁচ বিদেশি খেলাবে |
বাকিদের প্রতি অবিচার হবে |
• ২০১৩-য় সচিন-সহ সব ক্রিকেটারকে নিলামে তুলতে হবে |
সিদ্ধান্ত আপাতত মুলতুবি |
|
|
গত বছর ম্যাচের সংখ্যা ৯৪ থেকে ৭৪ হয়ে যাওয়ায় বড় আর্থিক ক্ষতি হয়েছে দাবি করে জমা দেওয়া ব্যাঙ্ক গ্যারান্টির কিছু অংশ ফেরত চেয়েছিল সহারা। সেই প্রস্তাবও অযৌক্তিক বলে সভায় খারিজ হয়ে যায়। সহারা আরও চেয়েছিল ২০১৩-তে পুরোপুরি নতুন করে আইপিএল নিলাম হোক, যেখানে সচিন সহ সবাইকে নতুন করে নিলামে তোলা হোক। এই প্রস্তাবও কার্যকরী সমিতিতে মুলতুবি করা আছে।
এই কয়েকটি প্রস্তাব খারিজ হলেও সভায় সহারার দেওয়া বাকি দুই প্রস্তাব গৃহীত হয়। প্রথমত, অসুস্থ যুবরাজ সিংহের জায়গায় উপযুক্ত বিকল্প নেওয়ার প্রস্তাব গৃহীত হয়। দ্বিতীয়ত সহারার পক্ষ থেকে স্পনসরশিপে ‘স্ট্র্যাটেজিক পার্টনার’ চাওয়া হয়েছিল। বোর্ড সদস্যরা মনে করছেন, এই প্রস্তাব মেনে নিতে কোনও অসুবিধে নেই। কিন্তু বোর্ড প্রেসিডেন্ট শ্রীনিবাসন সভা শেষে বলেছেন, “স্পনসররা চলে যাচ্ছে না। যে কোনও চুক্তিতে পরিবর্তনের কথাটা মাথায় রাখতে হয়। আমাদের কিন্তু যথেষ্ট স্পনসর আছে। একজন স্পনসরের সঙ্গে সমস্যা হতে পারে। কিন্তু এমন ভাবার কোনও কারণ নেই যে স্পনসর পাওয়া যাবে না।”
ও দিকে মুম্বইয়ে কেকেআর-এর নতুন লোগো এবং জার্সির উদ্বোধন করতে গিয়ে শাহরুখ খান জানিয়েছেন, আইপিএল নিয়ে নানারকম বিতর্কের কথা মাথায় রাখলে ফ্র্যাঞ্চাইজি মালিকদের গভর্নিং কাউন্সিলে নেওয়া উচিত। |
|
|
|
|
|