টুকরো খবর |
ফের রেফারিং বিতর্ক |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আই লিগের দ্বিতীয় ডিভিশনে বিতর্ক। কটকে কার্লটন চ্যাপম্যানের রয়্যাল ওয়াহিংদোর কাছে ১-২ হেরে টেকনো এরিয়ান ম্যাচ কমিশনারের বিরুদ্ধে অভিযোগ জমা দিল ফেডারেশনে। কোচ রঘু নন্দীর বক্তব্য, “ম্যাচ কমিশনার মামু কয়া মাঠে এসে রেফারিদের প্রভাবিত করায় আমাদের বিদেশি চার্লসকে লাল কার্ড দেখানো হয়েছে।” এরিয়ানের অবশ্য পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা শেষ। বরং কলকাতার অন্য দল কালিঘাট মিলন সঙ্ঘ ভাল জায়গায় রয়েছে।
শিলচরে ভাইচুংয়ের ইউনাইটেড সিকিম, আইজল এফ সি, আর হিমার লড়াই চলছে কলকাতার সাদার্ন সমিতির সঙ্গে। দেবজিৎ ঘোষের ভবানীপুর আবার ঈগল এফ সির কাছে ০-১ হেরে বিদায় নিয়েছে। ভাইচুং ১৬ তারিখ শিলচর ফিরে ম্যাচ কমিশনারের সঙ্গে দেখা করবেন। ক্লাব কর্তারা আশায়, ১৭ তারিখ তিনি খেলতে পারবেন।
|
কৃশানু ৫০, ইস্টবেঙ্গলের শ্রদ্ধা |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আজ মঙ্গলবার প্রয়াত তারকা কৃশানু দে-র পঞ্চাশতম জন্মদিন। এই উপলক্ষ্যে ইস্টবেঙ্গল ক্লাব তাঁকে বিশেষ স্বীকৃতি দিচ্ছে। তাঁর বিশাল ছবি দিয়ে সাজানো হচ্ছে ইস্টবেঙ্গল তাঁবু। কৃশানু ভক্তরা সকাল থেকে সন্ধে তাঁদের শ্রদ্ধা জানাতে পারবেন সেখানে। ক্লাব তাঁবু নতুন করে তৈরি হচ্ছে বলে ইচ্ছে থাকলেও বড় অনুষ্ঠান করতে পারছে না ইস্টবেঙ্গল। তবে শ্রদ্ধা জানানোর জন্য থাকছেন অনেক তারকাই।
|
অন্য খেলায় |
• স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া কলকাতা অন হুইলস কার ট্রেজার হান্ট ২০১২-য় চ্যাম্পিয়ন প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় অরুণাভ ঘোষ ও তৃতীয় জয়দীপ পাল।
•
সরশুনা রিক্রিয়েশন ক্লাব আয়োজিত জুনিয়র ও সিনিয়রদের ফুটবল ফাইনাল ১৯ ফেব্রুয়ারি, ক্লাব মাঠে। |
|