অভয় ঘোষ ফের পুলিশি হেফাজতে |
নতুন একটি মামলায় সিপিএমের গোঘাট জোনাল কমিটির প্রাক্তন সম্পাদক অভয় ঘোষকে ফের সাত দিনের জন্য পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিল আরামবাগ মহকুমা আদালত। গত শুক্রবার তাঁকে ১৪ দিনের জন্য জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছিলেন এসিজেএম ডুরি বেঙ্কট শ্রীনিবাস। গত বছর ২১ মে খালোর গ্রামের একটি মাঠের গাছ থেকে মহেশ পণ্ডিত নামে এক তৃণমূল কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সেই ঘটনায় অভয়বাবু জড়িত বলে পুলিশের দাবি। এ নিয়ে গত শুক্রবার মামলা দায়ের করা হয়।
প্রসঙ্গত, মাস কয়েক আগে শ্যাওড়ায় এক সিপিএম কর্মী খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত ২৩ জানুয়ারি উত্তরপাড়া থেকে গ্রেফতার করা হয় অভয়বাবুকে। দু’দফায় পুলিশ হেফাজতের পরে গত শুক্রবার তাঁকে ১৪ দিনের জন্য জেল হাজতে রাখার নির্দেশ দেন বিচারক। ওই দিনই নতুন মামলাটি দায়ের করে পুলিশ। অভয়বাবুর আইনজীবী তপন হাজরার দাবি, “পুলিশ নতুন করে মিথ্যা মামলা সাজিয়েছে। মহেশবাবুর স্ত্রী যে অভিযোগ দায়ের করেছিলেন, তাতে অভয়বাবুর নাম ছিল না।”
|
এক মাধ্যমিক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রবিবার রাতে ঘরের সিলিং ফ্যান থেকে গলায় দড়ির ফাঁস লাগানো অবস্থায় আরামবাগের মোবারকপুর গ্রামের বাসিন্দা পারমিতা বেরা (১৫) নামে ওই পরীক্ষার্থীর ঝুলন্ত দেহটি প্রতিবেশীরা নামান বলে পুলিশ জানিয়েছে। মানসিক অবসাদে ওই পরীক্ষার্থী আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়েছে।
|
রবিবার শেষ হল হাওড়ার জগৎবল্লভপুরের বড়গাছিয়া শান্তিসঙ্ঘের উদ্যোগে ‘বড়গাছিয়া সংস্কৃতি মেলা।’ মেলায় কয়েক হাজার দর্শনার্থী আসেন। ন’দিনের এই মেলায় আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতা। এ ছাড়াও ছিল আলোচনাচক্র। রবীন্দ্রনাথ, কবি নজরুল ইসলাম ও বিবেকানন্দকে নানা অনুষ্ঠানের মাধ্যমে স্মরণ করা হয়। মেলা কমিটির পক্ষে আশিস দাস বলেন, “জাতি-ধর্ম নির্বিশেষে মানুষের সাংস্কৃতিক মেলবন্ধন ঘটানো মেলার অন্যতম উদ্দেশ্য ছিল।”
|
গত ৭ ফেব্রুয়ারি থেকে চার দিন ধরে ধুমধাম করে ব্রহ্মাপুজো অনুষ্ঠিত হল শেওড়াফুলি হাট গোলদারী ব্যবসায়ী সমিতির উদ্যোগে। সেখানকার চেলোপট্টিতে ওই পুজো হয়। বহু মানুষের মধ্য প্রসাদ বিতরণ করা হয় বলে জানিয়েছেন উদ্যোক্তারা। |