সংস্কৃতি যেখানে যেমন |
টাকি নাট্যম-এর নাট্য কর্মশালা |
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
টাকি নাট্যমের উদ্যোগে শিশু-কিশোর মনের বিকাশে সাংস্কৃতিক শিক্ষায়তনের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন হল রবিবার। টাকি পুর সাংস্কৃতিক মঞ্চে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী। উপস্থিত ছিলেন টাকি পুরসভার চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায়, নাট্য প্রশিক্ষক সংগ্রামজিৎ সেনগুপ্ত, দীপক বসু প্রমুখ। বিভাসবাবু বলেন, “মানুষকে ভাবতে না দেওয়ার জন্য বিনোদন শিল্প তৈরি হয়েছে। অল্পবয়সী ছেলেমেয়েরা নানা কারণে তাদের সংস্কৃতির শিকড় থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। নিজের সেই সংস্কৃতিকে জানার জন্য টাকিতে যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে তা সত্যিই অনবদ্য।” |
|
শিক্ষার্থীদের সঙ্গে বিভাস চক্রবর্তী।--নিজস্ব চিত্র। |
সামগ্রিক উন্নয়নের জন্য শিশু-কিশোরদের নিয়ে নাটকের প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য টাকি নাট্যম-এর প্রশংসা করেন বিভাসবাবু। উদ্যোক্তাদের তরফে দীপক বসু জানান, দীর্ঘ ৩৭ বছর ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে নাটক মঞ্চস্থ করে আসছে টাকি নাট্যম সংস্থা। সুন্দরবনের প্রত্যন্ত এলাকা ন্যাজাত, সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ এলাকার ছেলেমেয়েদের নাটকে উৎসাহিত করার জন্যও করছে টাকি নাট্যম। এ দিন সংস্থার ছেলেমেয়েদের অভিনীত ‘ইচ্ছেপুরণ’ নাটকটি প্রশংসা পায়।
|
সাহিত্য আড্ডা বসিরহাটে |
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
বসিরহাটের ‘সুজনেষু’ পত্রিকার উদ্যোগে গত রবিবার আড়বেলিয়া গ্রামের একটি আমবাগানে হয়ে গেল ‘সাহিত্য আড্ডা’। এ উপলক্ষে ‘ব্যাগের মধ্যে নির্জনতা’ কাব্যগ্রন্থের জন্য ‘বিজন ভট্টাচার্য স্মৃতি সম্মান’ পুরস্কার প্রদান করা হয় কবি অগ্নি রায়কে। কবির হাতে তুলে দেওয়া হয় বাবুই পাখির বাসা, অর্কিড চারা, বই, পুষ্পস্তবক, স্মারক এবং মানপত্র। সংবর্ধনা অনুষ্ঠানে এক গুচ্ছ কবিতা পাঠ করেন অগ্নিবাবু। উদ্বোধনী কবিতা পাঠ করেন উজ্জ্বল সিংহ। এর পরে সাহিত্যের আড্ডায় মেতে ওঠেন কবি-সাহিত্যিকরা। কবিতা পাঠে অংশ নেন তরুণতপন বিশ্বাস, গোলাম রসুল, অনীক রুদ্র, বিজিত ঘোষ, বিমল দেব প্রমুখ। কৌস্তভ ইসলামের ‘যান্ত্রিক বোতাম’, অনুপ মণ্ডলের ‘অন্যান্য ও শৃগালতান্ত্রিকতা’ এবং শুভঙ্কর দাসের ‘জিরো ওয়াটের কয়েকটি’ কাব্যগ্রন্থ প্রকাশ করেন কবি নবারুণ ভট্টাচার্য। গল্প পাঠ করেন রক্তিম ইসলাম। শিল্পী বাসুদেব হালদারের মোরগ লড়াইয়ের উপরে আঁকা ছবি সকলকে মুগ্ধ করে।
|
সুন্দরবন গ্রামীণ মেলা সরবেরিয়ায় |
নিজস্ব সংবাদদাতা • সন্দেশখালি |
সন্দেশখালির সরবেরিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ‘সুন্দরবন গ্রামীণ মেলা’। উদ্যোক্তা স্থানীয় বিপ্লবী সঙ্ঘ। মেলা চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। বিভিন্ন দিনে ব্রতচারী নাচ, আদিবাসী নাচ, ছৌ নাচ, বাউল গান-সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছিল প্রবন্ধ লেখা, আঁকা, সাঁতার, দৌড়-সহ হরেক প্রতিযোগিতাও। মেলা উপলক্ষে অস্থায়ী দোকানপাট, নাগরদোলা বসে যায়। ছিল সরকারি ও বেসরকারি সংস্থার স্টলও। মেলার দিনগুলিতে বিশিষ্ট জনেরা নানা আলোচনাসভায় যোগ দেন। |
|