নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর |
সোমবার সকালে শ্রীরামপুরের মানিকতলার কাছে জিটি রোডে একটি ডাম্পারের সঙ্গে পড়ুয়া-বোঝাই পুলকারের সংঘর্ষ হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এ দিন সকাল ৮টা নাগাদ পুলকারটি জনা বারো ছাত্রছাত্রীকে শ্রীরামপুরের খটিরবাজারের একটি ইংরেজি মাধ্যম স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিল। |
উল্টো দিক থেকে ডাম্পারটি আসছিল। মানিকতলার কাছে গাড়ি দু’টি পরস্পরের সঙ্গে ঘষটে যায়। ওই অবস্থাতেই রাস্তার ধারে আড়াআড়ি ঘুরে গিয়ে কোনও রকমে দু’টি গাড়িই দাঁড়িয়ে যায়। স্থানীয় মানুষজন পড়ুয়াদের গাড়ি থেকে বের করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। গাড়ি দু’টিকে থানায় নিয়ে যাওয়া হয়।
ওই ঘটনায় পুলকারে থাকা পড়ুয়া বা অন্য কারও আঘাত লাগেনি বলে পুলিশ সূত্রের খবর। তবে, অভিভাবকেরা আতঙ্কিত হয়ে পড়েন। তাঁদের অভিযোগ, পুলকারগুলি দ্রুতগতিতে চলে। গাড়ির সে ভাবে রক্ষণাবেক্ষণও হয় না। অভিভাবকদের বক্তব্য, তাঁরা বাধ্য হয়েই ছেলেমেয়েদের পুলকারে স্কুলে পাঠান।
সাধারণ মানুষের অভিযোগ, নিয়মের তোয়াক্কা না করে শহরের ঘিঞ্জি রাস্তায় ডাম্পারগুলি দাপিয়ে বেড়ায়। পুলিশ-প্রশাসন কোনও ব্যবস্থা নেয় না। কয়েকদিন আগেই শ্রীরামপুরের বটতলায় ফুটপাথে দাঁড়িয়ে থাকা অবস্থায় সুশীল মাঝি নামে এক প্রৌঢ়কে একটি ডাম্পার বেপরোয়া গতিতে এসে ধাক্কা মারে বলে অভিযোগ। হাসপাতালে মৃত্যু হয় স্থানীয় ভাগীরথী লেন এলাকার বাসিন্দা ওই প্রৌঢ়ের। এ দিনও অত্যন্ত জোরে গাড়ি চালানোর ফলেই দুর্ঘটনা হয় বলে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ। |