বয়স ঘিরে সেনাপ্রধান জেনারেল বিজয়কুমার সিংহ এবং সরকারের মধ্যে যে চাপানউতোর তৈরি হয়েছিল, তা মেটাতে সক্রিয় হলেন প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি।
|
জেনারেল বিজয়কুমার সিংহ |
বয়স নিয়ে বিতর্কিত মামলায় সুপ্রিম কোর্টে আইনি লড়াই হেরে গিয়ে সেনাপ্রধান পদত্যাগ করতে পারেন বলে তৈরি হয়েছিল জল্পনা। কিন্তু প্রতিরক্ষা মন্ত্রী এ কে অ্যান্টনি আজ জানিয়ে দিয়েছেন, সেনাপ্রধানের উপরে তাঁর পূর্ণ
আস্থা রয়েছে। একই সঙ্গে, দফতরের কর্মীদের প্রতি তাঁর নির্দেশ: দেশের নিরাপত্তার স্বার্থে ওই ‘দুর্ভাগ্যজনক বিতর্ক’ এ বার ভুলে যান। অ্যান্টনি আজ সাংবাদিকদের বলেন, “বর্তমান সেনাপ্রধানের উপরে সরকারের আস্থা আছে। সুপ্রিম কোর্টকেও আমরা সেই বার্তাই দিয়েছি। এখন সব বিতর্ক দূর হয়েছে।” এর জন্য তিনি খুশি বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী। তাঁর কথায়, “যা হওয়ার হয়ে গিয়েছে। জাতীয় নিরাপত্তার চেয়ে বড় কিছু নেই। আমরা এ বার একজোট হয়ে কাজ করব।”তবে প্রতিরক্ষা মন্ত্রীর এই মন্তব্য সত্ত্বেও সেনাপ্রধানের ইস্তফা নিয়ে ধোঁয়াশা কাটেনি। কোনও কোনও মহলের মতে, অ্যান্টনির আজকের মন্তব্যে সেনাপ্রধানের পদত্যাগের সম্ভাবনা হয়তো দূর হল। আবার কারও কারও মনে হচ্ছে, বিতর্ক কমানোর যতই চেষ্টা করা হোক, পরিস্থিতি এতটাই জটিল হয়ে পড়েছে যে সেনাপ্রধানের এখন পদত্যাগ না করে উপায় নেই।
সুপ্রিম কোর্টে আইনি লড়াইয়ে পরাজিত হয়ে লড়াই থেকে সরে আসার কথা জানিয়েছিলেন সেনাপ্রধান। তাঁর ওই সিদ্ধান্ত থেকেই পদত্যাগের প্রশ্ন উঠেছিল। আগামী ৩১ মে তাঁর অবসর নেওয়ার কথা। |