টুকরো খবর
অটো ধর্মঘট, দিনভর অচল রাঁচি
অটো ধর্মঘটে আজ রাঁচি শহরের যাত্রী পরিবহণ ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়ে। রাঁচি নগর নিগমের কিছু বাস নির্দিষ্ট রুটে যাতায়াত করলেও রাজধানী শহরের যাত্রী পরিবহণ ব্যবস্থা মূলত অটো নির্ভর। অটো ধর্মঘটের ফলে দিনভর চরম দুর্ভোগের শিকার হয়েছেন ছাত্রছাত্রী, অফিসযাত্রী-সহ রাঁচির সর্বস্তরের মানুষ। দুর্ভোগ পোহাতে হয়েছে রাঁচি স্টেশনের দূরপাল্লার রেলযাত্রীদেরও। রাঁচি শহরে আরও ৪০০০ অটো-পারমিট দেওয়ার দাবিতে গত কাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে বিভিন্ন অটো সংগঠন। পাশাপাশি, রাঁচি শহরে অটোর উপরে পুলিশ এবং পরিবহণ দফতরের বিরুদ্ধে জুলুমবাজির অভিযোগও তুলেছে অটো কর্মীদের একাংশ। পুলিশ এবং পরিবহণ দফতর অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। তারা জানিয়েছে, রুট পারমিট-সহ বৈধ কাগজপত্র ছাড়া যে সব অটো চলছে, তাদেরই ধরা হচ্ছে। অটো চলাচলে শৃঙ্খলা আনতে এই অভিযান জারি থাকবে। রাঁচি জেলা আরটিএ-র সচিব উদয়প্রতাপ জানান, এই মুহূর্তে রাঁচি নগর নিগম এলাকায় বৈধ অটোর সংখ্যা ২০০০। কোনও রকম বৈধতা ছাড়াই প্রতিদিন বাইরে থেকে রাঁচি নগর নিগম এলাকায় ঢুকছে আনুমানিক ৩৫০০ হাজার অটো। যাত্রী তোলার ক্ষেত্রে পরিবহণ দফতরের কোনও বিধি নিষেধই মানছে না অটো চালকরা। অটো চলাচলে শৃঙ্খলা আনতে সম্প্রতি বেশকিছু অবৈধ অটো ধরা হয়েছে। তারই জবাবে অটো ধর্মঘট ডাকা হয়েছে বলে মনে করছেন উদয় প্রতাপ।

বোকারোয় হত জেএমএম-এর যুব নেতা
নিজের বাড়ির অদূরে, আততায়ীর গুলিতে নিহত হলেন জেএমএম-এর ছাত্র-যুব শাখার এক নেতা। পুলিশ জানিয়েছে, নিহতের নাম অমিত মাজি। তিনি জেএমএম-এর শাখা সংগঠন, ঝাড়খণ্ড ছাত্র-যুব মোর্চার বোকারো জেলার সভাপতি ছিলেন। শনিবার রাত সাড়ে ৯ টা নাগাদ মোটরবাইকে বাড়ি ফেরার সময় বোকারোর আদর্শ সমবায় কলোনির কাছে অমিতবাবুর উপর হামলা চালায় দুষ্কৃতীরা। পর পর কয়েকটি গুলি করে আততায়ীরা। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, এই খুনের পিছনে রয়েছে জমিজমা সংক্রান্ত বিরোধ। নিহত যুবকের দাদা এফআইআর দায়ের করেছেন। তাতে অভিযুক্তদের মধ্যে রয়েছে নিহতের এক আত্মীয়ের নামও। এফআইআর-এ অভিযুক্ত তিন জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

ধর্ষণের মামলায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
মহকুমা শাসককে জেরা করতে ব্যর্থ হয়েছেন সরকারি কৌঁসুলি, এই অভিযোগ করে সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানানোর ফলে ওড়িশার কন্ধমালের খ্রিস্টান সন্ন্যাসিনীর ধর্ষণ-মামলার শুনানি আপাতত স্থগিত করল সর্বোচ্চ আদালত। বিচারপতি আলতামাস কবীর এবং এস এস নিজ্জরের বেঞ্চ সোমবার এই রায় দেয়। ওই ধর্ষণ মামলার অন্যতম অভিযুক্ত সন্তোষ পট্টনায়ক ‘ধর্ষণ করেননি’ বলে দাবি করেন সংশ্লিষ্ট মহকুমা শাসক। কিন্তু তাঁকে এই বিষয়ে বিশদে জেরা করেনি সরকারি কৌঁসুলি। সুপ্রিম কোর্ট ওড়িশা সরকারকে ঘটনার তদন্ত করে রিপোর্ট দিতে বলেছে। ২২ ফেব্রুয়ারি ফের এই মামলার শুনানির দিন ধার্য হয়েছে।২০০৮ সালে কন্ধমাল দাঙ্গার সময়ে কয়েক জন হিন্দু মৌলবাদী ওই খ্রিস্টান সন্ন্যাসিনীকে ধর্ষণ করে। ৩৮ জন দাঙ্গায় প্রাণ হারায়।

বালকৃষ্ণন নিয়ে প্রশ্ন কোর্টের
কে জি বালকৃষ্ণনের বিষয়ে কী পদক্ষেপ করা হয়েছে সে সম্পর্কে কেন্দ্রের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট। ভারতের এই প্রাক্তন প্রধান বিচারপতির বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি রাখার অভিযোগ আছে। তাঁর সম্পত্তির বিষয়ে জনস্বার্থ মামলা করে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। তারই শুনানির সময়ে আজ সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। বালকৃষ্ণনের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়েছে তা কেন্দ্রের কাছে জানতে চায় সর্বোচ্চ আদালতের বিচারপতি এস এইচ কাপাডিয়ার নেতৃত্বে গঠিত বিশেষ বেঞ্চ। ২০০৪-২০০৯ সালের মধ্যে বালকৃষ্ণন তাঁর আত্মীয়দের নামে ৪০ কোটি টাকার সম্পত্তি করেন বলে অভিযোগ। বেঞ্চ বলেছে, “প্রাক্তন প্রধান বিচারপতির বিষয়ে সরকার এখনও পর্যন্ত কী করেছে আর কী করার পরিকল্পনা নিয়েছে, জানতে চাই।” সরকার যাতে এক মাসের মধ্যে নিজেদের অবস্থান জানায় তা দেখতে অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছে বেঞ্চ।

‘মুখ ফস্কে’ বিজেপি’র প্রশংসায় প্রিয়ঙ্কা
নির্বাচনী বক্তৃতায় ‘ভুল করে’ বিজেপি-র প্রশংসা করার সঙ্গে সঙ্গেই ‘ভুল শুধরে’ নিলেন প্রিয়ঙ্কা বঢ়রা। কংগ্রেস সরকারের শাসনে বিভিন্ন রাজ্য কী ভাবে উন্নতি করে উত্তরপ্রদেশকে টেক্কা দিয়ে এগিয়ে যাচ্ছে, আজ বক্তৃতায় সে কথাই বলছিলেন প্রিয়ঙ্কা। আর সেখানেই বাধে বিপত্তি। কংগ্রেস শাসিত রাজ্যগুলির তালিকায় ভুল করে তিনি বিজেপি শাসিত মধ্যপ্রদেশের নাম উল্লেখ করেন। তার পরই বুঝতে পারেন, ভুল করে ফেলেছেন। তখন হাসি মুখে বলেন, ‘‘আমি আসলে কংগ্রেস শাসিত রাজ্যগুলির কথা বলছিলাম। মহারাষ্ট্র বলতে গিয়ে মুখ ফস্কে মধ্যপ্রদেশের নাম বলে ফেলেছি।”

প্রতিভা-পুত্রের কেন্দ্রে অভিযুক্ত কংগ্রেস
রাষ্ট্রপতি প্রতিভা পাটিলের ছেলে রাওসাহেব শেখাওয়াতের কেন্দ্রে কংগ্রেস টাকার জোরে পুর নির্বাচন জেতার চেষ্টা করছে বলে দাবি করেছে বিজেপি। মহারাষ্ট্রের অমরাবতী কেন্দ্রের বিধায়ক রাওসাহেব। সম্প্রতি ওই অঞ্চলে এক কোটি টাকা সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করে আয়কর দফতর। বিজেপি-র মুখপাত্র প্রকাশ জাভড়েকরের দাবি, কংগ্রেসই স্বীকার করেছে ওই টাকা তাদের প্রার্থীদের পাঠানো হয়েছিল। তাঁর মতে, এত টাকা ব্যবহারের অনুমতি নির্বাচন কমিশন দেয়নি। বিজেপি এই নিয়ে কমিশনে অভিযোগ করবে।

কৈমুরে মিলল অপহৃতের দেহ
এক সপ্তাহ নিখোঁজ থাকার পর পাওয়ারগ্রিড কর্পোরেশনের এক অপহৃত টেকনিশিয়ানের দেহ মিলল কৈমুরের লাহুরাবারি গ্রামে। বিক্রমাদিত্য (৫৯) নামে ওই ব্যক্তিকে তাঁর গাড়ির চালকই অপহরণ করে খুন করেছে বলে পুলিশ জানিয়েছে। মূল অভিযুক্ত, জিতেন্দ্র পাসোয়ান নামে ওই চালক ফেরার হলেও তিন সঙ্গী---শ্রীরাম পাসোয়ান, ভোলা পাে সায়ান ও এক মহিলাকে পুলিশ গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে ৫১ হাজার টাকা পুলিশ উদ্ধার করেছে।

ওড়িশায় লাইনচ্যুত ট্রেন,আহত দুই
সোমবার রাতে সম্বলপুর থেকে ২০০ কিলোমিটার দূরে লাখনা স্টেশনের কাছে লাইনচ্যুত হল দুর্গ-পুরী এক্সপ্রেস। এই ঘটনায় আহত হয়েছেন দু’জন। সাতটি কামরা লাইনচ্যুত হয়ে পড়েছে বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। ঘটনাস্থলে চিকিৎসকদের একটি দল পাঠানো হয়েছে। এ দিন ওই একই লাইনের ওভারহেড তারে বিদ্যুৎ সরবরাহে সমস্যা হওয়ায় কিছুক্ষণের জন্য বেশ কয়েকটি ট্রেনকে বিভিন্ন স্টেশনে আটকে থাকতে হয়।

দুর্ঘটনায় মৃত্যু
দুরন্ত বেগে বাইক চালিয়ে যাচ্ছিল লিটন দাস। আগরতলার শেখেরকোট থেকে বাঁধারঘাট যাওয়ার পথে শনিবার সন্ধ্যায় জীবন মালাকার নামে এক পথচারীকে সে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় তাঁকে আগরতলার জিবি হাসপাতালে ভর্তি করা হলেও তাঁর মৃত্যু হয়। আমতলি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাইকটি বাজেয়াপ্ত করে। মোটর বাইক চালককে পুলিশ গ্রেফতার করেছে।’


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.