নতুন সরকারের আমলে লগ্নির নিরিখে রাজ্যে সব চেয়ে বড় প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নয়াচর দ্বীপে ২৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করে ওই প্রকল্প তৈরি করবে ইউনিভার্সাল সাকসেস সংস্থা। সেখানে গড়ে উঠবে বিদ্যুৎ কেন্দ্র, পরিবেশ-বান্ধব পর্যটন প্রকল্প এবং শিল্পতালুক। সোমবার সংস্থার কর্ণধার প্রসূন মুখোপাধ্যায়ের সঙ্গে মহাকরণে প্রায় দেড় ঘণ্টা ধরে বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া, “আলোচনা ভাল হয়েছে।” |
মহাকরণে সাংবাদিক বৈঠকে পার্থ চট্টোপাধায় ও প্রসূন মুখোপাধ্যায়। নিজস্ব চিত্র |
নয়াচর ছাড়াও রাজ্যে আরও দু’টি প্রকল্পে বিনিয়োগ করছে প্রসূনবাবুর সংস্থা। এর মধ্যে একটি ‘কলকাতা ওয়েস্ট’ নামে আবাসন প্রকল্প। অন্যটি উলুবেড়িয়ায় টিভিএস সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে মোটরবাইক তৈরির কারখানা। রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “প্রসূনবাবুর প্রকল্পগুলির কথা জানতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। সবটাই তিনি জানিয়েছেন।”
প্রসূনবাবু পরে জানান, আবাসন প্রকল্পে ৪০০টি বাংলো ইতিমধ্যে বণ্টন করা হয়েছে আরও ৪০০টি তৈরির কাজ চলছে। এই প্রকল্পে বিনিয়োগ হচ্ছে ৮২০০ কোটি টাকা। মোটরবাইক কারখানা ঘিরে একটি শিল্পতালুক তৈরি হবে। বিনিয়োগ ধরা হয়েছে ৪৫০ কোটি টাকা। তিনি বলেন, “কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের ছাড়পত্র পেলেই নয়াচরের কাজ শুরু হয়ে যাবে। ওখানে প্রকল্পগুলির নকশা তৈরি করবে ‘সোম’ নামে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত একটি সংস্থা।” এ দিনের বৈঠকে ছিলেন শিল্পসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য শিল্পোন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর নন্দিনী চক্রবর্তী। ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও তাইল্যান্ডের প্রধানমন্ত্রীরা তাঁদের দেশে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানাবেন বলে এ দিন প্রসূনবাবু জানান। তাঁর দাবি, নতুন সরকারের আমলে রাজ্যে অনেকেই বিনিয়োগ করতে আগ্রহী। |