ত্রাণ প্যাকেজে সায় গ্রিক পার্লামেন্টের |
অবশেষে আর্থিক ত্রাণ প্যাকেজ পেতে ইইউ এবং আইএমএফের শর্ত মানল গ্রিস পার্লামেন্ট। ফলে ১৩ হাজার কোটি ইউরোর ত্রাণ প্যাকেজ পেতে আর অসুবিধা থাকল না পাঁচ বছর ধরে মন্দার সঙ্গে যুঝতে থাকা দেশটির। তবে, এই শর্ত মানায় ৩২.৫ কোটি ইউরোর ব্যয় সঙ্কোচের লক্ষ্যমাত্রা পূরণ করতে হবে গ্রিসকে। যে কারণে দেশে সাধারণ মানুষের অভূতপূর্ব রোষের মুখে পড়েছে সরকার। এ দিনও আথেন্স-সহ বিভিন্ন শহরে জনতা পুলিশ সংঘর্ষে পোড়ানো হয়েছে ব্যাঙ্ক ও বিপণি। এরই মাঝে এপ্রিলে নির্বাচনের পরেও যাতে গ্রিস শর্ত মেনে চলে, তার লিখিত প্রতিশ্রুতি চেয়েছে ইইউ। এ খবরে সোমবার উঠেছে বিশ্ব বাজার।
|
নাম পরিবর্তন করল ‘মার্চেন্টস চেম্বার অফ কমার্স’। বণিকসভাটির নতুন নাম ‘এমসিসি চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’। নয়া লোগোও এনেছে তারা।
|
ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে হিরে ও সোনার নয়া গয়নার সম্ভার আনল অঞ্জলি জুয়েলার্স এবং নোনি। অঞ্জলির সম্ভারের নাম ‘শুধু তোমার জন্য’ এবং নোনির ‘পাগল প্রেমিক’। আজই শেষ দিন। |