শিক্ষাপদ্ধতি নিয়ে আলোচনা |
বিভিন্ন পঠনপাঠন পদ্ধতি উন্নত করার কথা ভাবা হচ্ছে রাজ্যে। বর্ধমানে একটি আলোচনাচক্রে এমনটাই জানালেন কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল। সোমবার ওই আলোচনাচক্রে তিনি বলেন, “প্রাথমিক পর্যায়ে আমরা পরীক্ষার উপরে ততটা গুরুত্ব দেব না। খেলা, হাসি, গল্পের ছলে লেখাপড়া শেখাতে হবে। তাতেই ছাত্রদের পরীক্ষাভীতি কাটবে।” এই পদ্ধতিকে বাস্তবায়িত করতে শিক্ষক, অভিভাবক, বিদ্যালয় পরিদর্শকের প্রতিনিধিদের নিয়ে একটি ‘ভিলেজ কমিটি’ তৈরি করা হবে বলে জানিয়েছেন তিনি। চিত্তরঞ্জনবাবু বলেন, “এক মাত্র সিবিএসই বোর্ডের অন্তর্ভুক্ত স্কুলগুলিতে এই পদ্ধতিতে লেখাপড়া শেখানো হচ্ছে। ফলে সেই পাঠ্যক্রমের পড়ুয়ারা তুলনায় এগিয়ে যাচ্ছে।” আলোচনাচক্রে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি চৈতালি দত্ত বলেন, “পাঠ্যসূচি ও শিক্ষা পদ্ধতির পরিবর্তনে হঠকারি কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না। শিক্ষার সঙ্গে যুক্ত মানুষদের সঙ্গে আলোচনার ভত্তিতেই সর্বসম্মত ভাবে পরিবর্তন করা হবে।” ওই আলোচনাচক্রের উদ্বোধন করেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য দিলীপকুমার বসু।
|
সোমবার বিকেলে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নেতাজি ছাত্রাবাসে বোমাতঙ্ক ছড়ায়। ছাত্রাবাস চত্বরে একটি বোমা সদৃশ বস্তু দেখে ছাত্রেরা নিরাপত্তা সুপারভাইজারকে বিষয়টি জানান। তিনি বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসার কল্যাণ মুখোপাধ্যায়কে জানান। কল্যাণবাবু খবর দিলে পৌঁছয় পুলিশ। ডাকা হয় ডিআইবি-র বোম্ব ডিসপোজাল স্কোয়াড-কে। বস্তুটিকে শেষে বালতির জলে দীর্ঘক্ষণ ডুবিয়ে রাখার পরে দেখা যায়, সেটি আসলে সুতলির বল। বিশ্ববিদ্যালয়ের আসন্ন ছাত্র সংসদ নির্বাচনের আগে কেউ অহেতুক আতঙ্ক ছড়ানোর জন্য এমন করছে বলে আবাসিক ছাত্রদের অভিযোগ।
|
কালনার বামনাপাড়া পঞ্চায়েতের আলাগড় গ্রামে অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক ছাত্রীর। পুলিশ জানিয়েছে, মৃত মীনা খাতুন (১৩) সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, শনিবার রাতেই বিষ খায় ওই ছাত্রীটি। আশঙ্কাজনক অবস্থায় তাকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করানো হলে রবিবার রাতে সেখানেই মৃত্যু হয় তার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। |