বাস উল্টে জখম হলেন ১৫ জন যাত্রী। সোমবার সকালে কাটোয়া-বোলপুর রাস্তায় পুরুলিয়া বাসস্টপ থেকে কিছুটা দূরে কাটোয়ামুখী খাটুন্দি-বর্ধমান রুটের একটি বাস উল্টে যায়। জখমদের মধ্যে ৬ জনকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। অন্যদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে। |
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাস্তায় কাশীরাম দাস সেতুর পর থেকে ফুটিসাঁকো পর্যন্ত প্রায় ২৪ কিলোমিটার রাস্তার অবস্থা খুবই খারাপ। পুরো রাস্তাটিই খানা-খন্দে ভরা। এ দিন সকাল ৬টা ১৫ মিনিট নাগাদ ভুলকুড়ি বাসস্টপ থেকে ছেড়ে যাওয়ার পরে খন্দে পড়ে বাসটির যন্ত্রাংশ ভেঙে যায়। তখনই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মেরে রাস্তার পাশে উল্টে যায়। তবে নয়ানজুলিতে পড়ার আগে বাসটি গাছে আটকে যায়। |
ওই বাসের যাত্রী, খাটুন্দি গ্রামের জ্যোৎস্না মাঝি, খলিপুর গ্রামের আজিমা বিবিরা বলেন, “গর্তে পড়ার পরেই বাসটি দুলতে থাকে। তার পরেই একটি গাছে ধাক্কা মারে।” কেতুগ্রাম থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাসটি আটক করেছে। ওই বাসের চালক পলাতক বলে জানায় পুলিশ।
|