টুকরো খবর
আবাসন থেকে রেলকর্মীর দেহ উদ্ধার
আবাসন থেকে এক রেলকর্মীর পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম দশরথ সাহু (৫৮)। বাড়ি ঝাড়খণ্ডের হাজারিবাগে। পূর্ব রেলের আসানসোল ডিভিশনের বন্ধ হয়ে যাওয়া লছমনপুর হল্ট স্টেশনের আবাসন থেকে সোমবার সন্ধ্যায় তাঁর দেহ উদ্ধার করে কাঁকরতলা থানার পুলিশ। ২০০৪ সাল থেকে এই শাখায় ট্রেন চলাচল বন্ধ। দশরথ সাহু-সহ দু’জন কর্মী আবাসনে থাকতেন। সহকর্মী বাড়ি থেকে ফিরে ডাকাডাকি করে সাড়া না পাওয়ায় উঁকি মেরে বিষয়টি জানতে পারেন। আসানসোল ডিভিশনের ডিআরএম জগদানন্দ ঝা বলেন, “খবরটি শুনেছি। ওই লাইনে ট্রেন চলাচল করে না। দেহটি কোনও রেলকর্মীর কি না, তা এখনও আমি জানি না। আধিকারিকদের খোঁজ নিয়ে এ ব্যাপারে রিপোর্ট দিতে বলেছি।”

রাস্তা সংস্কার নিয়ে ক্ষোভ অন্ডালে
নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা সংস্কার হচ্ছে, এই অভিযোগে কাজ বন্ধ করে দিলেন সিপিআই (এমএল) কর্মী-সমর্থকেরা। সোমবার ঘটনাটি ঘটেছে অন্ডালের উখড়া বাজপায়ী মোড়ে। সংগঠনের নেতা কালিয়া বাউড়ি জানান, শঙ্করপুর মোড় থেকে লাউদোহা পর্যন্ত ১২ কিলোমিটার রাস্তা সারানোর কাজ শুরু হয়েছে। পূর্ত দফতর নিযুক্ত ঠিকাদার এই কাজ করছে। এ দিন তাঁরা দেখেন, মোরামের উপরে পিচ ঢেলে দিয়ে দায়সারা ভাবে কাজ করা হচ্ছে। এর প্রতিবাদেই তাঁরা কাজ বন্ধ করেছেন। পূর্ত দফতর সূত্রে জানা গিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ডিওয়াইএফের দাবি
পঞ্চায়েতগুলিতে কাজের পরিবেশ, একশো দিনের কাজ-সহ নানা দাবিতে সোমবার কাঁকসা ব্লক অফিসে সমাবেশ করল ডিওয়াইএফ। সংগঠনের জেলা সম্পাদক তাপস দাস অভিযোগ করেন, ব্লক এলাকার পঞ্চায়েতগুলিতে কাজের সুষ্ঠু পরিবেশ নেই। একশো দিনের প্রকল্পে কাজ পাচ্ছেন না স্থানীয় বাসিন্দারা। বিপিএল কার্ডের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বাসিন্দারা। রেশন কার্ড দেওয়া হচ্ছে না। তিনি জানান, এ সবের প্রতিকার চেয়েই এ দিন কাঁকসা মোল্লাপাড়া থেকে মিছিল করে এলাকার বাসিন্দারা ব্লক অফিসে পৌঁছন। ছিলেন সিপিএমের কাঁকসা জোনাল কমিটির সম্পাদক অলক ভট্টাচার্য, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রচিন মজুমদার প্রমুখ।

টাকা ছিনতাই
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে টাকা তুলে ফেরার সময়ে এক ব্যক্তির ব্যাগ ছিনতাই করে চম্পট দিল দুষ্কৃতীরা। সোমবার দুপুরে দুর্গাপুরের বেনাচিতির ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন ব্যাঙ্ক থেকে মোটরবাইক চড়ে বাড়ি ফিরছিলেন শিবাজি রোডের বাসিন্দা রাজকিশোর মুন্সি। তাঁকে লিঙ্ক রোডের কাছে আটকায় দুষ্কৃতীরা। ব্যাগ ছিনিয়ে পালায় তারা। প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা রাস্তায় জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরে পুলিশ গিয়ে শীঘ্রই দুষ্কৃতীদের গ্রেফতারের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ জানিয়েছে, জড়িতদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে।

রবীন্দ্রভবনে শেষ হল চিত্র প্রদর্শনী
সতেরো বছরের উপর আসানসোল রবীন্দ্রভবনের দোতলায় ছবির প্রদর্শনী করে আসছেন চিত্রকরদের সংগঠন ‘সিলভার প্লেট আর্টিস্ট গ্রুপ’। ৬ থেকে ১৩ ফেব্রুয়ারি দেবব্রত ঘোষ, প্রিয়দর্শী বসু, নীলোৎপল ভট্টাচার্য, গৌতম দত্ত, হারজিৎ সাহা, এই পাঁচ শিল্পীর ২৫টি ছবি প্রদর্শিত হল। বিশেষ আকর্ষণ ছিল দেবব্রত ঘোষের ‘কাটুমকুটুম’। হারজিৎয়ের ‘গণেশ জননী’ও প্রশংসিত হয়। তেলরঙ, টেম্পারা, অ্যাক্রিলিক, ওয়াশ ও কালি কলমের কাজ ছিল নজরকাড়া। তবে বিক্রির হার কম। শিল্পী গৌতম দত্ত বলেন, “এ শহরে ছবি বিক্রি কম হয়। দশ বছর পরে এই প্রথম একটা ছবি বিক্রি হল।” প্রদর্শনীর উদ্বোধন করেন আসানসোলের মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়।

হিরাপুরে ‘আড্ডা’ সাহিত্য ও গানের
শিল্পাঞ্চলের সাহিত্যিক ও শিল্পীদের নিয়ে ‘আড্ডা’ হল হিরাপুরে। হিরাপুরের দামোদর নদের পাশেই জোড়াপাড়ায় কবি, লেখক, গায়ক ও শিল্পীদের নিয়ে ২০০০ সালে একটি স্থানীয় সংবাদপত্রের সহযোগিতায় এই আড্ডার সূচনা করেন তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার (আসানসোল) অখিল রায়। রবিবার আড্ডার সুর বাঁধা ছিল গান আর আলোচনায়। আসর জমান গীতিকার মুক্তি রায়চৌধুরী, ইস্কোর অধিকর্তা কণাদ চট্টোপাধ্যায়, চিকিৎসক অরুণাভ সেনগুপ্ত। এ ছাড়াও ছিলেন সৃজিত নায়েক, সুমনা নায়েক, অভিজিৎ দাশগুপ্ত, অভিজিৎ ঘোষ, বাণী মুখোপাধ্যায়, নুপূর সাহা। চুরুলিয়ার নজরুল অ্যাকাডেমির সম্পাদকের অভিযোগ, আসানসোল বইমেলায় নজরুলের বই দুষ্প্রাপ্য। আসানসোলের প্রশাসনিক ব্যবস্থা নিয়েও আলোচনা হয়। সঞ্চালনা করেন শ্রাবণী বন্দ্যোপাধ্যায়।

গুদাম থেকে ধোঁয়া
বিস্কুটের গুদামে আগুন আসানসোলে।
বিস্কুটের গুদাম ঘরে আগুন লাগল আসানসোলে। সোমবার আসানসোল দক্ষিণ থানার নেতাজি সুভাষ রোডে ওই গুদাম থেকে ধোঁয়া বেরোতে দেখেন আশপাশের বাসিন্দারা। তাঁরা খবর দেন দমকল বিভাগকে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন। কিছু ক্ষণের মধ্যে জল ঢেলে ধোঁয়া বেরোনো বন্ধ করা হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.