নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
এক স্বর্ণ ব্যবসায়ী অসুস্থতার কারণ দেখিয়ে দোকান বন্ধের বিজ্ঞপ্তি দেওয়ায় তাঁর বিরুদ্ধে প্রতারণা এবং সোনা ও অর্থ আত্মসাতের অভিযোগ দায়ের করলেন ১২ জন। সোমবার রানিগঞ্জ বড় বাজারের ঘটনা। পুলিশ জানায়, ওই ব্যবসায়ী ও তাঁর ছেলের খোঁজ চলছে। |
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এ দিন সকালে আশপাশের লোকজন দেখেন, রঞ্জিৎ রায় নামে ওই ব্যবসায়ীর গয়নার দোকানের শাটারে একটি বিজ্ঞপ্তি সাঁটানো রয়েছে। তাতে অসুস্থতার কারণে অনির্দিষ্ট কাল দোকান বন্ধ থাকার কথা জানানো হয়েছে। এর পরেই এ নিয়ে তোলপাড় শুরু হয়। সন্ধ্যা পর্যন্ত রানিগঞ্জ থানায় মোট ১২ জন ওই ব্যবসায়ীর বিরুদ্ধে টাকা ও সোনা আত্মসাৎ এবং প্রতারণার মামলা দায়ের করেছেন। এমনই এক জন অভিযোগকারী, বার্নপুরের বাসিন্দা মালতী ধীবর জানান, আত্মীয়ের বিয়ে উপলক্ষে সোনার গয়না তৈরির জন্য তিনি বেশ কয়েক হাজার টাকা দিয়েছিলেন ওই ব্যবসায়ীকে। আসানসোলের কল্যাণপুরের বাসিন্দা সুনীল ঘাঁটি ৫০ হাজার টাকা এবং দুর্গাপুরের গঙ্গাধর কুণ্ডু ৯০ হাজার টাকা জমা দিয়েছিলেন বলে অভিযোগ করেছেন।
পুলিশ জানিয়েছে, ওই ব্যবসায়ী ও তাঁর ছেলে রুদ্রপ্রসাদ রায়ের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। রানিগঞ্জ থানার পুলিশ জানায়, এখনও পর্যন্ত তাঁরা জানতে পেরেছেন, প্রায় আশি ভরি সোনা ও ৪ লক্ষের বেশি টাকা নিয়ে চম্পট দিয়েছেন ওই ব্যবসায়ী। পুলিশের অনুমান, আরও ৭০-৮০ জনের কাছ থেকে টাকা নিয়েছেন ওই ব্যবসায়ী। |