খেলার টুকরো খবর |
সুপার ডিভিশন ক্রিকেট লিগ |
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
|
নিজস্ব চিত্র। |
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ক্রিকেটে সোমবারের খেলায় দুর্গাপুর ক্রিকেট ক্লাব ৩ উইকেটে ক্লাব স্যান্টোসকে হারিয়ে দেয়। এমএএমসি মাঠের খেলায় প্রথমে ব্যাট করে ক্লাব স্যান্টোস ৭ উইকেট হারিয়ে ১৭৬ রান তোলে। দীপক গম্ভীর ৩৮ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ৩২ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের রানে পৌঁছে যায় দুর্গাপুর ক্রিকেট ক্লাব। সৌম্যজিৎ কর্মকার ৭৬ রান করেন। বিজয়ী দলের হয়ে মিথিলেশ কামার ও আকাশদীপ ঘোষ ২টি করে উইকেট নেন। বিজিত দলের হয়ে দীপক গম্ভীর ৩টি উইকেট নেন।
|
জয়ী কাটোয়া কেসিএমএলএস |
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
কাটোয়া স্টেশন চত্বর এলাকার বাসিন্দাদের উদ্যোগে আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতার দু’টি খেলা হয় রবিবার। রেলওয়ে রিক্রিয়েশন মাঠে প্রথম খেলায় কাটোয়া কেসিএমএলএস হারায় কান্দরার তরুণ সঙ্ঘকে। প্রথমে ব্যাট করে তরুণ সঙ্ঘ সব উইকেট হারিয়ে নিধার্রিত ওভারে ১৫১ রান করে। জবাবে কেসিএমএলএস ৪ উইকেট হারিয়ে ১০ ওভারে জয়ের রান তুলে নেয়। এ দিনের দ্বিতীয় খেলায় জয়ী হয় কালনার ইয়ংস্টার। প্রথমে ব্যাট করে তারা ১৭২ রান করে। জবাবে মঙ্গলকোটের নিগন একাদশ ১৫০ রানের বেশি তুলতে পারেনি। অন্য দিকে, শনিবার কাটোয়া একাদশ হারায় মুর্শিদাবাদের ফরাক্কার একটি ক্লাবকে। ওই দিনই মুর্শিদাবাদের কাঠারিয়াকে হারায় কাটোয়ার জগদানন্দপুরকে।
|
হারল বেলেন্ডা |
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
কাটোয়ার কামাল নেতাজি স্পোর্টিং ক্লাব ও মাইকেল পাঠাগার আয়োজিত এক দিনের ভলিবাল প্রতিযোগিতায় জয়ী হল মালডাঙার ক্লাব। তারা ২৫-১৮, ২৫-১৭ এবং ২৫-২২ পয়েন্টে বর্ধমানের বেলেন্ডা প্রগতি সঙ্ঘকে হারায়। ৬টি দল প্রতিযোগিতায় যোগ দিয়েছিল। ফাইনালের সেরা বেলেন্ডার প্রতাপ কুণ্ডু ও প্রতিযোগিতার সেরা মালডাঙার প্রদ্যুৎ সিকদার।
|
দাঁইহাটে ফুটবল |
নিজস্ব সংবাদদাতা • দাঁইহাট |
দাঁইহাট ফুটবল অ্যাকাডেমি আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় জয়ী হল দুখীরাম মজুমদার কোচিং স্কিম। রবিবার দাঁইহাট হাইস্কুল মাঠে তারা ২-০ গোলে হালিশহর স্পোর্টিং ক্লাবকে হারায়। দু’টি গোল করে খেলার সেরা রমেন বাগ। শনিবার এই প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় বর্ধমানের সাই টাইব্রেকারে ৪-৩ গোলে বেলঘরিয়ার স্যান্টোসকে হারায়। নিধার্রিত সময়ে খেলা ছিল গোলশূন্য। উদ্বোধনী খেলার সেরা বর্ধমানের আরিফ টুডু।
|
জয়ী বর্ধমান |
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
আন্তঃজেলা অনূর্ধ্ব ১৯ ক্রিকেটে বর্ধমান প্রথম ম্যাচে ৮৬ রানে হারিয়েছে মুর্শিদাবাদকে। সিউড়ি স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে প্রথমে বর্ধমান করে ৪৫ ওভারে করে ২২৭-৮। নীলাদ্রি কপুর করেন ৪৯ রান। জবাবে মুর্শিদাবাদ করে ৩৩ ওভারে ১৪১। বর্ধমানের প্রসেনজিৎ মণ্ডল ২১ রানে ৪ উইকেট দখল করেন।
|
স্মৃতি ক্রিকেট |
নিজস্ব সংবাদদাতা • বারাবনি |
দীনেশ স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতায় সোমবারের খেলায় বিজয়ী হল ইজিএস। ভানোড়া কোলিয়ারি মাঠের খেলায় তারা লপাড়াকে ১৩২ রানে হারায়। প্রথমে ব্যাট করে ইজিএস ৪ উইকেট হারিয়ে ২০০ রান করে। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৬৮ রানে ইনিংস শেষ হয়ে যায় লপাড়ার। গলু রসাল ভাওয়ালকা ১০০ রান করে ম্যাচের সেরা হন।
|
জয়ী জামগ্রাম |
নিজস্ব সংবাদদাতা • বারাবনি |
পানুড়িয়া বিবেকানন্দ ক্লাব আয়োজিত ক্রিকেটে সোমবার জামগ্রাম একাদশ ৬০ রানে দাসকেয়ারি সিসিকে হারায়। পানুড়িয়া মাঠে প্রথমে জামগ্রাম একাদশ ৮ উইকেটে ১৪৯ রান করে। জবাবে দাসকেয়ারি সিসি মাত্র ৮৯ রানে শেষ হয়ে যায়। অপরাজিত ৪৯ রান করে ম্যাচের সেরা জয়ী দলের প্রদীপ দাস।
|
জিতল কুলটি এফসি |
নিজস্ব সংবাদদাতা • বারাবনি |
বাঘাযতীন ওয়েলফেয়ার অর্গানাইজেশন আয়োজিত ফুটবলে সোমবার জয়ী হল কুলটি এফসি। লোয়ার কেসিয়া ফুটবল মাঠে তারা অরবিন্দ এসসিকে ২-০ গোলে হারায়। ম্যাচের সেরা জয়ী দলের ছোটু কেওড়া।
|
স্বপন স্মৃতি ক্রিকেট |
নিজস্ব সংবাদদাতা • চিত্তরঞ্জন |
স্বপন স্মৃতি ক্রিকেটে চ্যাম্পিয়ন হল মিহিজাম জামদহি সিসি। খাড়োবাজার মাঠের খেলায় তারা এইচসিএল বয়েজ ক্লাবকে ৬ উইকেটে হারায়। প্রথমে বয়েজ ক্লাব ৬৫ রান করে। মিহিজাম ৪ উইকেটে রান তুলে নেয়। ফাইনাল ও প্রতিযোগিতার সেরা যথাক্রমে গফফর আহমেদ ও অশোক কুমার।
|
আন্তঃগ্রামীণ ক্রিকেট |
নিজস্ব সংবাদদাতা • কুলটি |
সোদপুর পল্লিমঙ্গল সমিতি আয়োজিত আন্তঃগ্রামীণ ক্রিকেটে চ্যাম্পিয়ন হল রায়পাড়া। ফাইনালে তারা কুমোর পাড়াকে ২ উইকেটে হারায়। প্রথমে কুমোর পাড়া ৭৯ রান করে। জবাবে রায়পাড়া ৮ উইকেটে রান তুলে নেয়। ফাইনাল ও প্রতিযোগিতার সেরা বিজয়ী দলের বরুণ রায়। |
|