সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার রামনগরে এক দিনের দিবারাত্রি নক আউট ক্রিকেট প্রতিযোগিতা হয়ে গেল। রামনগর অমরদ্বীপ ক্লাবের পরিচালনায় স্থানীয় একটি মাঠে ৮ দলের এই খেলায় ফাইনালে মুখোমুখি হয় ভাদুড়া দিঘেরশ্বর পঞ্চানন সংঘ ও তারাতলা থ্রি নট থ্রি। তারাতলা প্রথমে খেলতে নেমে ৮ ওভারের খেলায় ৪ উইকেটে ৯৫ রান তোলে। পঞ্চানন সংঘ তোলে ৮ উইকেটে ৭৬ রান। জয়ী হয় তারাতলা থ্রি নট থ্রি। খেলা পরিচালনা করেন কনক ন্যায়বান নিত্যানন্দ দাস। জয়ী ও রানার্স দলের হাতে ট্রফি ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। ক্লাবের পক্ষে প্রলয় মণ্ডল জানান, “এই নিয়ে আট বছর ধরে আমরা এই ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।”
|
সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার সাগরের কৃষ্ণনগর গাঁধী স্মৃতি সংঘের পরিচালনায় হয়ে গেল ৩২ টি দলের নক আউট ক্রিকেট প্রতিযোগিতা। সংঘের মাঠে ফাইনাল খেলা হয় বিএলবি বামনখালির সঙ্গে ইলোরা ইন্টারন্যাশনালের। ১২ ওভারের ওই খেলায় বামনখালি তোলে ৮ উইকেটে ৭৩ রান। জবাবে ইলোরা ৬ উইকেটে ৭৫ রান তুলে জয়ী হয়। জয়ী ও রানার্স দলের হাতে ট্রফি ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। ম্যান অফ দ্য সিরিজ হন ইলোরা ইন্টারন্যাশনালের সমীরণ জানা এবং ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিন হন বামনখালির নির্মলশ্রী মালিক। খেলা পরিচালনায় ছিলেন প্রবীর দাস, দেবপ্রসাদ দে ও দীপক পাত্র।
|
ক্যানিংয়ের বাহিরবোনার আমড়াবেড়িয়ার শিশু সঙ্ঘ ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল শনিবার ও রবিবার। সঙ্ঘের পাশের মাঠে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে বালক-বালিকাদের দৌড়, লং জাম্প, মোমবাতি জ্বালানো, মিউজিক্যাল চেয়ার, যেমন খুশি সাজো-সহ বিভিন্ন ধরনের বিষয় ছিল। রবিবার সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। ক্রীড়া প্রতিযোগিতায় সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়। |