উত্তরপাড়া-কোতরং কালচারাল ফোরামের উদ্যোগে গত ৪ এবং ৫ ফেব্রুয়ারি হিন্দমোটর কোতরং তরুণ সঙ্ঘের মাঠে দু’দিন ব্যাপী দিন-রাতের নকআউট ফুটবল প্রতিযোগিতা হয়ে গেল। চ্যাম্পিয়ন হয়েছে কলকাতার কাকুরগাছি মিতালি। রাজ্যের বিভিন্ন জেলার ১৬টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ফাইনালে তারা ১-০ গোলে হারায় হিন্দমোটরের দুয়া ডট কমকে। গোলদাতা বিশ্বজিৎ মণ্ডল। সেরা খেলোয়াড় হন চ্যাম্পিয়ন দলের অমরনাথ হাজরা। ওই প্রতিযোগিতার পাশাপাশি প্রাক্তন ফুটবলারদের মধ্যে একটি প্রদর্শনী ম্যাচ হয়। মহিলাদেরও প্রদর্শনী ফুটবল ম্যাচ হয়। আতসবাজি প্রদর্শনী হয়। এ ছাড়াও ৭ জন বিকলাঙ্গ শিশুকে হুইল চেয়ার এবং এক প্রতিবন্ধীকে ট্রাই সাইকেল দেওয়া হয়। মহিলাদের ম্যাচটিতে উত্তরপাড়া কোতরং কালচারাল ফোরাম ২-১ গোলে বেঙ্গল একাদশকে হারায়। জয়ী দলের পক্ষে গোল করেন জয়ন্তী বড়ুয়া এবং গীতা দাস। বেঙ্গল একাদশের একমাত্র গোলটি আসে জয়া রায়ের পা থেকে। প্রাক্তন ফুটবলারদের প্রদর্শনী ম্যাচে কোন্নগর একাদশ ২-০ গোলে হারিয়ে দেয় হিন্দমোটর একাদশকে। দু’টি গোলই করেন অমর গঙ্গোপাধ্যায়। খেলায় অংশগ্রহণ করেন সমীর চৌধুরী, শিবনাথ বাড়ুই, সোম বাহাদুর বাসনেট, লক্ষী দে, সত্যজিৎ ঘোষ প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু, প্রাক্তন অলিম্পিয়ান পুন্নম কান্নান, বর্তমান ফুটবলার সৌমিক দে, বিধায়ক অনুপ ঘোষাল, কাউন্সিলার জয়া পাট্টাদার প্রমুখ।
|
বিজেপি-র সভা বানচাল হরিপালে, অভিযুক্ত তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • হরিপাল |
‘গায়ের জোরে’ বিজেপি-র পথসভা বানচাল করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় হুগলির হরিপালে। পুলিশ গিয়ে পরিস্থিতি সামলায়। বিজেপি শিবির সূত্রের খবর, এ দিন সন্ধ্যায় হরিপালের বন্দিপুর হাটতলায় বিজেপি-র ওই পথসভা চলছিল ফসলের ন্যায্যমূল্য, হরিপালের আত্মঘাতী কৃষক গণেশ দুর্লভের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ-সহ নানা দাবিতে। অভিযোগ, বিজেপি-র রাজ্য সম্পাদক তন্দ্রা ভট্টাচার্যের বক্তৃতা চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা করা হচ্ছে, এই অভিযোগ তুলে তৃণমূলের বেশ কিছু কর্মী-সমর্থক সেখানে চড়াও হয়। এক নেতার হাত থেকে মাইক্রোফেন কেড়ে নিয়ে ভেঙে ফেলা হয়। হুমকি দেওয়া হয়। হই-হট্টগোলে সভার কাজ পণ্ড হয়ে যায়। অভিযোগ, চেয়ার উল্টে ফেলে দেয় হামলাকারীরা। সভায় যোগদানকারীদের রীতিমতো ঘেরাও করে রাখা হয়। খবর পেয়ে হরিপাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিজেপি-র পরিস্থিতি সামলায়। ততক্ষণে তৃণমূল আরও লোক জড়ো করে ফেলেছে সেখানে। হুগলি জেলা বিজেপি-র সাধারণ সম্পাদক স্বপন পালের অভিযোগ, “তৃণমূলের এই আচরণ গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক।” হরিপালের তৃণমূল নেতা সমীরণ মিত্রের অবশ্য বক্তব্য, “যেটুকু শুনেছি, তাতে আমাদের দলনেত্রীর বিরুদ্ধে ব্যক্তিগত কুৎসা করে আমাদের ছেলেদের প্ররোচিত করা হচ্ছিল। এই রাজ্যে সে ভাবে অস্তিত্ব না থাকলেও বিজেপি সর্বভারতীয় দল। ওদের এই কাজ ঠিক নয়। কেউ কেউ তাদের বক্তব্যের প্রতিবাদ করেছে। তবে সভা বানচাল করেনি।”
|
গাড়ি ধাওয়া করে গাঁজা পেল পুলিশ
নিজস্ব সংবাদদাতা • উলুবেড়িয়া |
একটি গাড়িকে ধাওয়া করে তার ভিতর থেকে ১৩০ কেজি গাঁজা উদ্ধার করল পুলিশ। রবিবার দুপুরে ঘটনাটি ঘটে উলুবেড়িয়ার বাণীতবলার কাছে। তবে পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুপুর ১২টা নাগাদ বাগনানের কাছে কোলাঘাটের দিক থেকে দ্রুত গতিতে একটি গাড়িকে মুম্বই রোড ধরে আসতে দেখে টহলদার পুলিশ। থামতে বলা হলেও পুলিশকে এড়িয়ে গাড়ি নিয়ে চালক বেরিয়ে যায়। টহলদার পুলিশ সেই গাড়িকে ধাওয়া করে। বাণীতবলার কাছে রাস্তার উপরে গাড়িটিকে আটকানো হয়। গাড়ি ফেলে রেখে আরোহীরা চম্পট দেয়। গাড়িটি আটক করা হয়। তার ভিতর থেকে মেলে গাঁজা। হাওড়ার পুলিশ সুপার (গ্রামীণ) রবীন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, “গাড়িটিতে ওড়িশার নম্বর প্লেট লাগানো ছিল। আরোহীরা পালিয়ে যাওয়ায় কোথা থেকে গাঁজা আনা হচ্ছিল তা জানা যায়নি। গাড়ির আরোহীদের সন্ধানে তল্লাশি চলছে।”
|
সমবায় সমিতিতে ডাকাতি
নিজস্ব সংবাদদাতা • জগৎবল্লভপুর |
গ্যাস-কাটার দিয়ে কোলাপসিবল গেট কেটে হাওড়ার জগৎবল্লভপুরের পোলগুস্তিয়া অঞ্চল সমবায় কৃষি উন্নয়ন সমিতির গোরীপুর শাখা থেকে লক্ষাধিক টাকা ভর্তি লোহার সিন্দুক নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। শনিবার রাতে এ ঘটনা ঘটলেও জানাজানি হয় রবিবার। সমিতির ম্যানেজার এসে গেট কাটা দেখে পুলিশে খবর দেন। পুলিশ তদন্ত করছে। |