টুকরো খবর |
গ্যাসের কালোবাজারি ফুলবাড়িতে
নিজস্ব সংবাদদাতা • ফুলবাড়ি |
রান্নার গ্যাস নিয়ে ফুলবাড়িতে কালোবাজারি চলছে বলে অভিযোগ উঠেছে। এই নিয়ে এলাকার গ্রাহকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সম্প্রতি এই নিয়েও ফুলবাড়িতে গোলমালও হয়। গ্রাহকদের অভিযোগ, এক শ্রেণির অসাধু গ্যাস এজেন্ট গ্যাসের কৃত্রিম সঙ্কট তৈরি করে কালোবাজারি করছে। গ্যাসের সরবরাহ নেই বলে বৈধ গ্রাহকদের কাছ থেকে চড়া দামে গ্যাসের সিলিন্ডার বিক্রি করা হচ্ছে। রাজগঞ্জের বিডিও পি টি ভুটিয়া বলেন, “আমাদের কাছে এই রকম কোনও অভিযোগ নেই। খোঁজ নিয়ে দেখা হবে।” স্থানীয় এক সাব ডিলারের দাবি, “যখন যেভাবে সরবরাহ সেই ভাবে আমরা গ্রাহকদের গ্যাস সরবরাহ করে থাকি।” গ্রাহকদের অভিযোগ, ফুলবাড়িতে প্রচুর গ্রাহক রয়েছেন। শহরের বিভিন্ন গ্যাস সরবরাহকারী সংস্থার কাছ থেকে বৈধ কার্ডের মাধ্যমে গ্যাস নেওয়া হয়। কিন্তু বৈধ কার্ড থাকা সত্ত্বেও গ্যাস শেষ হওয়ার পরেও নাম নথিভুক্ত করার পরেও তাঁরা গ্যাস পাচ্ছে না বলে অভিযোগ। কিছু গ্রাহক নিজেরাই সাইকেল, স্কুটার বা বাইকে করে শহরের গ্যাস ডিলারদের কাছ থেকে গ্যাসের সিলিন্ডার নিয়ে আসেন। যাঁরা সরাসরি গিয়ে গ্যাস আনতে পারছেন না তাঁরা ওই ডিলারদের নিয়োগ করা ক্যারিয়ারদের পাঠান। এজন্য তাঁরা গ্রাহকদের কাছ থেকে ভাড়াও নেন। গ্রাহকদের কয়েকজন জানান, ওই ক্যারিয়াররাই গ্রাহকদের কাছ থেকে বইগুলি সংগ্রহ করেন। খরচও নেন। ফুলবাড়ি এলাকায় বেশ কয়েকজন রিকশা ও ভ্যানচালক এই কাজ করেন। তাঁরা বইগুলি নিজের কাছে জমা রেখে সিলিন্ডার সরবরাহ না করেই দিনের পর দিন গ্রাহকদের হয়রানি করছেন। অথচ বিভিন্ন চা ও মিষ্টির দোকানে তাঁরা ঠিকই গ্যাস সরবরাহ করছেন অভিযোগ।
|
বন্ধ ঘরে যুগলের মৃতদেহ
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
শহর লাগোয়া অরবিন্দ পঞ্চায়েত এলাকার জ্যোতিনগরে রবিবার এক দম্পতির আত্মঘাতী হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। মৃতদের নাম সন্দীপ (৩০) এবং তাঁর স্ত্রী নিমা কচ্ছপ (২২)। এ দিন দরজা ভেঙে স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সন্দীপবাবু বিছানায় মৃত অবস্থায় পড়ে ছিলেন এবং তাঁর স্ত্রী নিমা দেবীর দেহ সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি বাধা ঝুলন্ত অবস্থায় রয়েছে। জেলা পুলিশ সুপার সুগত সেন বলেন, “স্বামী-স্ত্রী আত্মঘাতী হন। একজন ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন। অন্য জনের বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। সব সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে।” এলাকারই একটি চা বাগানের নৈশ প্রহরীর কাজ করতেন সন্দীপ বাবু। শনিবার দুপুরে বাড়িতে ফেরার পরে তিনি আর বেরোননি। মৃতের বাবা কিষাণবাবু বলেন, “দু দিন ধরেই জ্বরে ভুগছিল সন্দীপ। দুপুরে বাড়ি ফেরার পরে ঘরেই ছিল। রাতে খাবার খায়নি। সকালে ডাকাডাকি করে সাড়া না পেয়ে পড়শিদের খবর দিই।” বছর দুয়েক আগে সন্দীপবাবু ও নিমা দেবী বিয়ে করেন। কালচিনির বাসিন্দা নিমা দেবী এলাকারই একটি স্কুলে পড়াশোনা করতেন। সেখান থেকেই তাদের পরিচয় হয়। জ্যোতিনগরের বাড়িতে তাঁরা ছাড়াও সন্দীপ বাবুর বাবা কিষানবাবু ও দাদা সুজিতবাবু থাকেন। এক আত্মীয়ের বিয়েতে যোগ দিতে তিন দিন ধরে সুজিতবাবু বালুরঘাটে রয়েছেন। এদিন সকালে সন্দীপবাবুর ঘরের দরজা বন্ধ থাকায় অনেকক্ষণ ডাকাডাকির পরেও সাড়া না পেয়ে, পড়শিরা দরজা ভেঙে মৃতদেহ দুটি উদ্ধার করেন। এদিনের জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি নিরঞ্জন সরকার বলেন, “নিমা কচ্ছপের বাড়িতে লোকমারফত খবর পাঠানো হয়েছে। মৃত দু’জনের শরীরে আঘাতের চিহ্ন নেই। রবিবার ময়নাতদন্ত করা হয়েছে।” পুলিশ জানায়, সন্দীপবাবু মাদকাসক্ত ছিলেন। অতিরিক্ত নেশা করার ফলে তার নানান শারীরিক সমস্যা দেখা দিতে শুরু করেছিল। ঘটনার আগের দিন সকাল থেকেই সন্দীপবাবু নেশা করতে শুরু করেন। এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য নিতাই কর বলেন, “খুবই দুঃখজনক ঘটনা। বাড়িতে নানারকম অশান্তি হতো বলে পড়শিরা জানিয়েছেন।”
|
আন্দোলনে নামবে ফব
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
উত্তরবঙ্গের উন্নয়ন প্রসঙ্গে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামতে চলেছে ফরওয়ার্ড ব্লক। রবিবার জলপাইগুড়িতে ফরওয়ার্ড ব্লকের কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদকে বিধিবদ্ধ সংস্থা হিসেবে ঘোষনা করার যে দাবি বাম আমল থেকেই ফরওয়ার্ড ব্লক জানিয়ে আসছে, সেই দাবিকে সামনে রেখেই এবার জোট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করা হবে সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে রাজ্য সরকারের বিরুদ্ধে উত্তরবঙ্গবাসীকে ‘প্রতারণার’ অভিযোগ তুলে প্রচারের সিদ্ধান্ত হয়েছে। উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধনে গিয়ে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী যে প্রকল্পগুলির শিল্যানাস করেছেন সেগুলির বেশিরভাগই বাম আমলের প্রকল্প বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। কোচবিহারের আদাবাড়ি ঘাটে সেতু তৈরি, জলপাইগুড়ি স্পোর্টস কমপ্লেক্সের শিল্যানাস, রাণীনগর পঞ্চায়েত প্রশিক্ষণ কেন্দ্র সবই বাম আমলের ঘোষিত প্রকল্প বলে ফরওয়ার্ড ব্লক প্রচার শুরু করতে চলেছে। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে উত্তরবঙ্গে ছয় জেলার পৃথক ভাবে কনভেনশন করা হবে। ছয় জেলার কনভেনশনের পরে ফের আগামী ১৩ মার্চ শিলিগুড়িতে বৈঠকে বসবে কোর কমিটি। ফরওয়ার্ড ব্লকের কোর কমিটির সদস্য তথা জলপাইগুড়ি জেলা সম্পাদক গোবিন্দ রায় বলেন, “বাম আমলের পুরোনো প্রকল্পগুলি ঘুরিয়ে ফিরিয়ে শিলান্যাস করা হচ্ছে। আর বলা হচ্ছে, এগুলি নতুন প্রকল্প। এর বিরুদ্ধে আন্দোলন করা হবে। পাশাপাশি উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদকে বিধিবদ্ধ ঘোষণা করার যে দাবি দীর্ঘদিন ধরে দলের তরফে জানানো হেচ্ছ। প্রতি জেলায় আন্দোলন হবে।”
|
আদালতের দ্বারস্থ প্রধান
নিজস্ব সংবাদদাতা • ময়নাগুড়ি |
সিপিএম ও আরএসপি সদস্যদের আনা অনাস্থা প্রস্তাবকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হলেন ময়নাগুড়ির মাধবডাঙ্গা-১ গ্রাম পঞ্চায়েতের মহাজোট প্রধান। ইতিমধ্যে ওই প্রস্তাবের উপরে ভোট নেওয়ার জন্য ময়নাগুড়ি ব্লক প্রশাসনের তরফে মঙ্গলবার তলবি সভা ডাকা হয়েছে। পঞ্চায়েত প্রধান আদালতের দ্বারস্থ হওয়ায় তলবি সভা নিয়ে প্রশাসনিক মহলে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ময়নাগুড়ির বিডিও সম্রাট চক্রবর্তী বলেন, “তলবি সভার দিন নির্দিষ্ট হয়েছে। এদিকে প্রধান আদালতে গিয়েছেন শুনেছি। আদালতে তা দেখে ব্যবস্থা হবে।” মাধবডাঙা-১ গ্রাম পঞ্চায়েতের সদস্য ১০ জন। তাঁদের মধ্যে সিপিএম ৪, আরএসপি ৩, ফরওয়ার্ড ব্লক, কেপিপি এবং তৃণমূলের ১জন করে সদস্য রয়েছে। নির্বাচনের পরে আরএসপি, কেপিপি এবং তৃণমূল সদস্যরা মহাজোট গড়ে ফরওয়ার্ড ব্লকের সমীরণ চক্রবর্তীকে প্রধান নির্বাচিত করেন। সম্প্রতি আরএসপি সিপিএমের সঙ্গে হাত মেলায়। ফলে জোট ভেঙ্গে যায়। গত ২৯ জানুয়ারি সিপিএম ও আরএসপির ৭ সদস্য ব্লক প্রশাসনের কর্তাদের চিঠি দিয়ে প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনেন। সমীরণবাবু বলেন, “অনাস্থা আনতে গেলে পঞ্চায়েত আইন মেনে সুনির্দিষ্ট কারণ জানাতে হয়। এ ছাড়া যারা অনাস্থা আনবেন তাঁদের দলগত পরিচয় জানাতে হয়। চিঠিতে সে সব কিছুই নেই। এমনকী আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তোলা হয়নি।” তিনি ৮ ফেব্রুয়ারি হাইকোর্টে ‘রিটপিটিশন’ করেছেন। গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা সিপিএমের বাবুল রায় নিজেও স্বীকার করেছেন অনাস্থা প্রস্তাবের চিঠিতে কারণ উল্লেখ করা হয়নি। তিনি বলেন, ‘‘দল বলেছে তাই অনাস্থা আনা হয়েছে।” সিপিএমের ময়নাগুড়ি জেনাল কমিটির সম্পাদক অরুণ ঘোষ বলেন, “ওই গ্রাম পঞ্চায়েতে ইন্দিরা আবাস যোজনার ঘর বন্টন নিয়ে দুর্নীতি চলছে। ওই কারণে অনাস্থা আনতে নির্দেশ দেওয়া হয়। পঞ্চায়েত সদস্যরা চিঠিতে ঠিক কী লিখেছেন তা বলতে পারব না।”
|
কনভেনশন
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
২৮ ফেব্রুয়ারির প্রস্তাবিত ভারতব্যাপী ধর্মঘটের সমর্থনে সিটুর ডাকে বাগডোগরায় কনভেনশন হল। এতে দার্জিলিং জেলার চা বাগান, বনবস্তি ও সিঙ্কোনার কর্মচারীরা যোগ দেন। প্রধান বক্তা ছিলেন সিটুর রাজ্য সম্পাদক কালী ঘোষ। বক্তব্য রাখেন সাংসদ সমন পাঠক, সিটুর জেলা সম্পাদক অজিত সরকার, গৌতম ঘোষ, ঝরিয়া ওরাঁও, সুষমা লাকড়া, বাবলু রবিদাস, কাঞ্ছা চামলিং, রেজিনা চামলিং-সহ অন্যান্যরা।
|
সম্মেলন
নিজস্ব সংবাদদাতা • রাজগঞ্জ |
পানিকৌড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সপ্তম বর্ষ সম্মেলন হল ফাটাপুকুর সারদামণি হাইস্কুলে। শনি ও রবিবার ওই সম্মেলনে জেলা ও ব্লকের বিভিন্ন নেতা সহ প্রায় দু’শোর উপর প্রতিনিধি হাজির ছিলেন। উদ্বোধন করেন প্রদেশ কমিটির সদস্য রবীন্দ্রনাথ রায়। রাজগঞ্জ ব্লক কার্যকরী কমিটির সভাপতি কর্মদেব রায় জানান, আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠন নিয়ে মূলত আলোচনা হয়।
|
ঝুলন্ত দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে জলপাইগুড়ি সদর থানার উত্তর রায়কত পাড়ায়। মৃতের নাম সৌমিক চৌধুরী (৩১)। তিনি জলপাইগুড়ি ফার্মেসি কলেজের শিক্ষক ছিলেন। বাড়ি জলপাইগুড়ির হাকিমপাড়ায়। সম্প্রতি বাড়ি ছেড়ে তিনি উত্তর রায়কতপাড়ায় ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন। তাঁর মৃতদেহের কাছ থেকে একটি ‘সুইসাইড নোট’ উদ্ধার করে পুলিশ। পারিবারিক গণ্ডগোলে জেরে অবসাদে শিক্ষক আত্মহত্যা করেছে বলে পুলিশের সন্দেহ।
|
দুটি কমিটি গঠন |
বাগডোগরায় রবিবার আইএনটিইউসি’র ড্রাইভার ও হেল্পারদের দুটি কমিটি গঠন করা হয়। বিহার মোড় এলাকার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হন শিশির ঘোষাল এবং বাদল সিংহ। বিমান বন্দর এলাকায় গঠিত কমিটির ওই দুটি পদে মনোনীত হন রিঙ্খু কুশীলাল ও সুনীল গুরুং। রবিবার বাতাসিতে চার চাকার ছোট গাড়ির ২১ চালক তৃণমূলের শ্রমিক সংগঠন থেকে কংগ্রেসে যোগ দিয়েছেন।
|
সেরা জুটি |
সানরাইজ ক্লাব পরিচালিত ব্যাডমিন্টন প্রতিযোগিতায় সেরা হল শান্তনু বসু-স্বরূপ বিশ্বাস জুটি। রবিবার ফাইনালে তারা বিজয় সাহা-প্রসেনজিৎ সাহা জুটিকে ২-১ গেমে হারিয়ে দিয়েছে। |
|