টুকরো খবর
তৃণমূল নেত্রীকে খুনে ধৃত আরও ১
উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে তৃণমূল নেত্রী সাগরিকা মণ্ডলের খুনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃত সুরেশ বিশ্বাস নিউ ব্যারাকপুরের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। গত ২৬ জানুয়ারি সাগরিকা দেবী খুন হওয়ার দু’দিন পরে স্বরুপনগরের দুর্গাপুর গ্রাম থেকে মফিজুল রহতান নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। তাকে জেরা করে সুরেশের নাম জানা যায়। পুলিশের দাবি, জেরায় সুরেশ স্বীকার করেছে যে সে টাকার বিনিময়ে সাগরিকা দেবীকে খুন করেছে। পুলিশ জানিয়েছে কোন ব্যক্তি মফিজুলকে খুনের বরাত দিয়েছিল এবং তার সঙ্গে আর কে কে জড়িত ছিল সে সম্পর্কে সমস্ত তথ্য পাওয়া গিয়েছে। শীঘ্রই বাকি অপরাধীরাও ধরা পড়বে।

কংগ্রেসের সম্মেলন
পঞ্চায়েত থেকে জেলা পরিষদ, উন্নয়মমূলক কাজে কংগ্রেস সদস্যরা ওদের (তৃণমূলের) সাহায্য পান না। এমনকী সম্প্রতি ডায়মন্ড হারবার ও কাকদ্বীপ কলেজে দুই তৃণমূল বিধায়কের বাধায় ছাত্র সংসদের নিবার্চন সুষ্ঠুভাবে হতে পারেনি বলে অভিযোগ করলেন দক্ষিণ ২৪ পরগনা জেলা কংগ্রেস সভাপতি মানব মুখোপাধ্যায়। রবিবার ফ্রেজারগঞ্জে নারায়ণীতলা ধনেশ্বর শিক্ষাসদন মাঠে ফ্রেজারগঞ্জ অঞ্চল জাতীয় কংগ্রেসের রাজনৈতিক সম্মেলনে এই অভিযোগ করেন মানববাবু। তৃণমূলকে উদ্দেশ্য করে তিনি বলেন, “ওরা যেটাই করবে সেটাই আমাদের মানতে হবে এটা মেনে নেওয়া যায় না।” দলীয় কর্মীদের উদ্দেশে তিনি জানান, তাঁরা যেন সাধারণ মানুষের কাছে গিয়ে তাঁদের অভাব-অভিযোগ শোনেন। তা সমাধানের চেষ্টা করেন। সেই সঙ্গে জেলায় দলের সংগঠনকে আরও শক্তিশালী করার জন্য কর্মীদের কাছে আহ্বান জানান। সম্মেলনে উপস্থিত ছিলেন নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি কুমারেশ পণ্ডা, জেলা পরিষদ সদস্য বলাইলাল মিস্ত্রি প্রমুখ।

দুর্ঘটনায় মৃত ১
দাঁড়িয়ে থাকা একটি ট্রেকারের পিছনে মিনিবাসের ধাক্কায় মৃত্যু হল এক জনের। জখম হয়েছেন তিন জন। হতাহতেরা সকলেই ট্রেকার-যাত্রী। রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের অন্ধমণিতলায়। মৃতের নাম আব্দুল রশিদ ঘরামি (৪৫)। বাড়ি স্থানীয় মাণিকপাড়া গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়দিঘি থেকে যাত্রী নিয়ে ট্রেকারটি মথুরাপুর স্টেশনে যাচ্ছিল। অন্ধমণিতলায় ট্রেকারটি যাত্রী নামাচ্ছিল। সেই সময়ে ওই রুটেরই একটি মিনিবাস ট্রেকারটি ধাক্কা মারে। ঘটনাস্থলেই আব্দুল রশিদের মৃত্যু হয়। জখমদের মথুরাপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে। পুলিশ বাসটি আটক করেছে। গ্রেফতার করা হয়েছে চালককে।

সাগরে দুর্ঘটনায় মৃত্যু পুণ্যার্থীর
সাগরের কপিলমুনির মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে ভেসেলে উঠতে গিয়ে নদীতে পড়ে যাওয়ায় মৃত্যু হল পুণের এক পুণ্যার্থীর। শনিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে কচুবেড়িয়া জেটিঘাটে। মৃতের নাম অনিতা যাদব (৪৫)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা-সহ পুণে থেকে ৫০ জনের একটিট দল এ দিনই সকালে ওই মন্দিরে পুজো দিতে আসেন। সন্ধ্যায় তাঁরা ফিরছিলেন। ভেসেলে ওঠার সময়ে পা ফসকে চার জন মুড়িগঙ্গা নদীতে পড়ে যান। স্থানীয় লোকজন সকলকে উদ্ধার করে স্থানীয় রুদ্রনগর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। চিকিৎসকেরা অনিতা যাদবকে মৃত ঘোষণা করেন। বাকিরা এখনও চিকিৎসাধীন রয়েছেন।

আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ২ দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র-সহ দুই যুবককে গ্রেফতার করল বাসন্তী থানার পুলিশ। শনিবার রাতে বাসন্তীর ৩ নম্বর হেঁতালখালি থেকে পালান নস্কর এবং আনারুল লস্কর নামে ওই দুই যুবককে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে দু’টি পাইপগান উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, দিন কয়েক আগে হেঁতালখালিতে একটি মারামারির ঘটনায় ওই দু’জন জড়িত বলে অভিযোগ রয়েছে। তারা নিজেদের কাছে কেন আগ্নেয়াস্ত্র রেখেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে।

বিজেপি-র সভা
চোলাই মদে মৃত্যুর ক্ষতিপূরণ দিচ্ছে, অথচ কৃষক মারা গেলে সে দিকে তাকাচ্ছে না। রবিবার কাকদ্বীপ বাসস্ট্যান্ডে দলের যুব মোর্চার রাজ্য কমিটির সভায় এ ভাবেই তৃণমূলকে কটাক্ষ করলেন বিজেপি-র রাজ্য সভাপতি রাহুল সিংহ। শিশুমৃত্যু এবং আইনশৃঙ্খলা নিয়েও রাজ্য সরকারের কঠোর সমালোচনা করেন তিনি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.