উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় আয়লায় ক্ষতিগ্রস্তদের ‘অন্ত্যোদ্বয়’ যোজনায় ন্যূনতম খরচে চাল-গম দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। রবিবার রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এ কথা জানিয়ে বলেন, “এ জন্য ওই দুই জেলায় আয়লায় ক্ষতিগ্রস্তদের তালিকা দ্রুত তৈরি করতে জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।” তিনি বলেন, “আয়লায় যাঁদের ক্ষতি হয়েছে সেই সব পরিবার পিছু একটি করে ‘অন্ত্যোদ্বয় কার্ড’ দেওয়া হবে। এর ফলে পরিবারগুলি সপ্তাহে ২ কিলোগ্রাম চাল হিসাবে মাসে ৮ কিলোগ্রাম চাল পাবেন। গমের জন্য কিলোপ্রতি ২টাকা এবং চালের জন্য কিলোপ্রতি ৩ টাকা দাম নেওয়া হবে। গত ৩০ জানুয়ারি দক্ষিণ ২৪ পরগনায় গিয়ে আয়লায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। কথা বলেন আয়লা দুর্গতদের সঙ্গে। তারপরেই তিনি খাদ্যমন্ত্রীকে নির্দেশ দেন ওই সব দুর্গত পরিবারগুলিরে কাছে নতুন করে চাল-গম পৌঁছে দেওয়ার জন্য। মুখ্যমন্ত্রীর এই নির্দেশের প্রেক্ষিতেই এই ব্যবস্থা বলে খাদ্য দফতপ সূত্রে জানা গিয়েছে। আগামী পয়লা মার্চ থেকে এই ব্যবস্থা চালু করা হবে।
খাদ্য দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার ৯টি ব্লক গোসাবা, বাসন্তী, কুলতলি, পাথরপ্রতিমা, সাগর, কাকদ্বীপ, নামখানা, মথুরাপুর ১ও ২ এবং ক্যানিং-এ ক্ষতিগ্রস্তদের সংখ্যা প্রায় ২ লক্ষ। পাশাপাশি উত্তর ২৪ পরগনার ৫টি ব্লক সন্দেশখালি-১ ও ২, মিনাখাঁ, হাড়োয়া এবং হাসনাবাদ ব্লকে ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা প্রায় দেড় লক্ষ। যে সব পরিবারের কাছে অন্ত্যোদয় কার্ড রয়েছে সে সব পরিবারকেও ফের নতুন করে ওই কার্ড দেওয়া হবে। বর্তমানে এই প্রকল্পের একটি পরিবার মাসে ৩৫ কিলোগ্রাম চাল-গম পেয়ে তাকেন। নতুন ব্যবস্থায় তাঁরা আরও ৮ কিলোগ্রাম চাল-গম বেশি পাবেন।
খাদ্যমন্ত্রী জানান, আপাতত ৬ মাস এই ব্যবস্থায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে চাল-গম দেওয়া হবে। তার পরে মুখ্যমন্ত্রী যদি মনে করেন এই ব্যবস্থার প্রয়োজন রয়েছে, তা হলে ফের তা দেওয়া হবে। |