টুকরো খবর |
ইভটিজিং কাণ্ডে ধৃত আরও এক |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
শিল্পশহর হলদিয়ার চিরঞ্জীবপুর মার্কেটের কাছে শনিবার দুপুরে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করা এবং তার প্রতিবাদকারী দোকানদারকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের ঘটনায় অন্যতম অভিযুক্ত কোইদ পটোয়ারিকেও গ্রেফতার করল পুলিশ। অন্য অভিযুক্ত তন্ময় দিন্দা আগেই ধরা পড়েছিল। পলাতক কোইদকে শনিবার রাতে প্রথমে পাকড়াও করে জনতাই। অভিযুক্তের উপরে শুরু হয় গণপিটুনি। পুলিশ গিয়ে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হলদিয়া মহকুমা হাসপাতালে ভর্তি করে। গণপিটুনির মুখে কোইদকে উদ্ধার করতে এসে অবশ্য জনতা-পুলিশ খণ্ডযুদ্ধও বেধে যায়। পুলিশ লাঠি চালায় এবং বেশ কয়েক জনকে থানায় ধরে নিয়ে যায় বলে অভিযোগ। পরে অবশ্য সবাইকেই ছেড়ে দেওয়া হয়। রবিবার বৈষ্ণবচকে ‘পুলিশি-সন্ত্রাসে’র বিরুদ্ধে সভাও হয়। তবে এসডিপিও অমিতাভ মাইতির বক্তব্য, জনতার মারের হাত থেকে অভিযুক্তকে প্রাণে বাঁচাতে পুলিশকে সামান্য লাঠি চালাতে হয়েছিল।
|
তোলায় আপত্তি, ভাঙচুর নার্সিংহোমে |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
মালিক দাবি মতো ‘চাঁদা’ দিতে অস্বীকার করায় তাঁর নার্সিংহোমে ভাঙচুর চালাল স্থানীয় দুষ্কৃতীরা। নার্সিংহোমটির আসবাবপত্র এবং বাইরে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়ি ভাঙচুর করা হয়। রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের হলদিয়ার হাজরা মোড়ে। নার্সিংহোম মালিক আশাদুর মীরের অভিযোগ, “আমাদের কাছ থেকে দীর্ঘ দিন ধরেই তোলা আদায় করছে এলাকারই কিছু যুবক। সম্প্রতি আমরা ওদের দাবি মানতে অস্বীকার করায় নার্সিংহোমে ভাঙচুর চালানো হয়েছে।” এ ঘটনায় স্থানীয় ‘ইয়ং স্টার’ ক্লাবের নাম জড়িয়েছে। পুলিশ জানিয়েছে, মদ্যপ অবস্থায় ওই ক্লাবের কিছু যুবক এই তাণ্ডব চালিয়েছে। অভিযুক্তদের খোঁজ চলছে।
|
কংগ্রেসের মহকুমা কর্মী-সম্মেলন |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
আগামী পঞ্চায়েত নির্বাচনে একক ভাবে লড়াইয়েরই ইঙ্গিত দিলেন প্রদেশ কংগ্রেসের তিন নেতা। রবিবার তমলুকের নোনাকুড়ি পানবাজারে আয়োজিত কংগ্রেসের মহকুমা কর্মী-সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সহসভাপতি দেবব্রত বসু, দুই সম্পাদক মায়া ঘোষ, কৃষ্ণা দেবনাথ। ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের নেতারাও। সম্মেলনে দেবব্রতবাবু বলেন, “কেন্দ্র ও রাজ্যে তৃণমূলের সঙ্গে জোট বেঁধে আমরা ক্ষমতায় থাকলেও আমাদের যোগ্য সম্মান দিচ্ছে না তৃণমূল। তাই আগামী পঞ্চায়েত নির্বাচনে জোট হবে কি না জানি না। একক ভাবে লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে।” মায়া ঘোষ ও কৃষ্ণা দেবনাথ দলীয় কর্মীদের পঞ্চায়েত নির্বাচনের জন্য এলাকা ভিত্তিক প্রস্তুতির পরামর্শ দেন।
|
তাজপুরের উৎসব |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
তাজপুরের সোনালি সৈকতে সঙ্গীত আর নৃত্যের তালে রবিবার শেষ হল বিচ কার্নিভাল। শুক্রবার সকালে লবণ সত্যাগ্রহের শহিদ বেদীতে মাল্যদান, শোভাযাত্রা, মোটরবাইক ব্যালির মাধ্যমে সূচনা হয় উৎসবের। সন্ধ্যায় আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়ক অখিল গিরি। উপস্থিত ছিলেন রামনগরের দুই বিডিও রানা বিশ্বাস ও সুকান্ত সাহা, রামনগর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি কমলাকান্ত বেরা, স্থানীয় পঞ্চায়েতের প্রধান আশালতা মাঝি ছাড়াও তাজপুর সি-কোস্ট হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সুকুমার দাস, সম্পাদক শ্যামল দাস প্রমুখ। নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়, সঙ্গীতশিল্পী শ্রাবণী সেন, অভিনেতা খরাজ মুখোপাধ্যায়-সহ বহু শিল্পী সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ছিল বালির স্থাপত্য ও আতসবাজির প্রদর্শনী।
|
তাম্রলিপ্ত কাপ |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
|
ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনে তমলুকে ব্যারেটো। ছবি: পার্থপ্রতিম দাস। |
তাম্রলিপ্ত কাপ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে রবিবার। উদ্বোধন করেন মোহনবাগানের ফুটবলার ব্যারেটো। তমলুকের খেলাঘর ক্লাবের পরিচালনায় শুরু হওয়া এই প্রতিযোগিতায় মহামেডান স্পোর্টিং, প্রয়াগ ইউনাইটেড, টালিগঞ্জ, তালতলা ইনস্টিটিউট, ইস্টার্ন রেল, কোল ইন্ডিয়া ও ওয়েস্ট বেঙ্গল পুলিশ-সহ ১৬টি দল যোগ দিচ্ছে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। এ দিন প্রতিযোগিতার প্রথম খেলায় মুখোমুখি হয়েছিল হাওড়া কোচিং সেন্টার ও তমলুকের প্যারিস স্পোর্টিং ক্লাব। তমলুকের ক্লাবকে ২-০ গোলে হারিয়ে দেয় হাওড়া।
|
ডায়মন্ডকাপ ক্রিকেট |
নিজস্ব সংবাদদাতা • এগরা |
শুরু হল ২২ তম ডায়মন্ডকাপ ক্রিকেট প্রতিযোগিতার। শনিবার খেলার উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি গান্ধী হাজরা। মহম্মদপুর, দুর্বাচাকরি নেতাজি সঙ্ঘ ও গোয়ালাপুকুর মহামিলনী সঙ্ঘের যৌথ পরিচালনায় শুরু হওয়া এই প্রতিযোগিতায় যোগ দিয়েছে দুই মেদিনীপুর, বর্ধমান ও কলকাতার আটটি দল। ফাইনাল হবে ১৯ ফেব্রুয়ারি। শনিবার গোয়ালাপুকুর ময়দানে উদ্বোধনী খেলায় মুখোমুখি হয়েছিল মহম্মদপুর দেশপ্রাণ বিদ্যাপীঠ ও নন্দীগ্রামের দি কাশিমপুর স্পোর্টিং ক্লাব। প্রথমে ব্যাট করতে নেমে মহম্মদপুর নির্ধারিত ১৬ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৪ রান করে। জবাবে নন্দীগ্রাম ১৬ ওভারে সব ক’টি উইকেট হারিয়ে ১২৪ করে। পরে টসে জয়ী হয় কাশিমপুর। রবিবার প্রতিযোগিতার দ্বিতীয় খেলায় মুখোমুখি হয় মোহাড় পথের সাথী ও আসানসোল স্পোর্টিং ক্লাব।
|
দিনরাতের ক্রিকেট |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
|
ছবি: দেবরাজ ঘোষ। |
শনি ও রবিবার ঝাড়গ্রামের ইয়ুথ ক্লাব ময়দানে ‘শশাঙ্কশেখর ঘোষ স্মৃতি নক-আউট ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্ট’ অনুষ্ঠিত হল। ইয়ুথ ক্লাব আয়োজিত সীমিত ওভারের এই প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন জেলার ২৪টি দল। প্রতিযোগিতার এ বার দ্বিতীয় বর্ষ। উদ্যোক্তাদের তরফে রূপক সেন বলেন, “গত বছরের মতো এ বারও ব্যাপক মানুষের সাড়া পাওয়া গিয়েছে।” রবিবার রাতে ফাইনালে বিজয়ী ও বিজিত দল দু’টিকে নগদ আর্থিক পুরস্কার দেওয়া হয়। উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের উপ-পুরপ্রধান প্রদীপ মৈত্র, আইনজীবী কৌশিক সিংহ প্রমুখ।
|
বধূকে নির্যাতন, ধৃত শ্বশুর |
নিজস্ব সংবাদদাতা • এগরা |
এক মহিলাকে নির্যাতনের অভিযোগে তাঁর শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত সুধীর মণ্ডলকে রবিবার কাঁথি এসিজেএম আদালতে হাজির করা হলে বিচারক ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, বছর সাতেক আগে সবং থানা এলাকার আদাশিমলা গ্রামের গায়ত্রী মাইতির সঙ্গে বিয়ে হয়েছিল পটাশপুরের প্রতাপদিঘি গ্রামের সুধীর মণ্ডলের ছেলে অরূপরতনের। দম্পতির পাঁচ বছরের একটি মেয়ে আছে। গায়ত্রীদেবীর অভিযোগ, বিয়ের কয়েক বছর পর থেকেই অতিরিক্ত পণের দাবিতে স্বামী ও শ্বশুরবাড়ির লোক শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন।
|
দৌড় প্রতিযোগিতা |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
|
নিজস্ব চিত্র। |
মেচেদা থেকে তমলুক রাখাল ময়দান পর্যন্ত ২১ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা হল রবিবার। তমলুকের ইয়ুথ স্পোর্টিং ক্লাব আয়োজিত এই দৌড় প্রতিযোগিতায় তিন মহিলা-সহ ১৮৫ জন প্রতিযোগী যোগ দেন। প্রতিযোগিতায় প্রথম হয়েছেন মেদিনীপুরের সন্দীপ কুমার। দ্বিতীয় ও তৃতীয় স্থান পেয়েছেন নির্মল মাহাতো ও সঞ্জয় ঘোষাল। সফল প্রথম ৬ জনের হাতে অর্থ ও স্মারক তুলে দেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাপধিপতি গান্ধী হাজরা। ছিলেন তমলুকের পুরপ্রধান দেবিকা মাইতি, উপপুরপ্রধান দীপেন্দ্রনারায়ণ রায়।
|
প্রয়াত বাম নেতা |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
প্রয়াত হলেন বিশিষ্ট সিপিআই নেতা ও কাঁথি কলেজের প্রাক্তন অধ্যাপক সন্তোষ বন্দ্যোপাধ্যায়। শনিবার সকালে কলকাতায় ছেলের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯। কাঁথি প্রভাতকুমার কলেজে দীর্ঘদিন অধ্যাপনার পাশাপাশি কমিউনিস্ট আন্দোলনের সঙ্গেও যুক্ত ছিলেন আজীবন।
|
চোলাই ঠেকে অভিযান |
চোলাই ঠেকের বিরুদ্ধে অবশেষে অভিযানে নামল কাঁথির পুলিশ ও আবগারি দফতর। শনিবার পুলিশ ও আবগারি দফতর যৌথ ভাবে কাঁথি ও ঘাটুয়ায় অভিযান চালিয়ে সাতটি চোলাই ঠেক ভেঙে দেয়। শুক্রবারই ঘাটুয়ায় চোলাই খেয়ে এক প্রৌঢ়ের মৃত্যু হয়। এলাকায় চোলাই মদের কারবার রমরমিয়ে চললেও পুলিশ-প্রশাসন ব্যবস্থা নেয় না অভিযোগে দিঘা-কলকাতা সড়ক অবরোধ করেছিলেন এলাকার মানুষ।
|
আইনজীবী প্রশিক্ষণ |
সরকারি আইনজীবীদের কাজে দক্ষতা বাড়াতে দু’দিনের একটি প্রশিক্ষণ শিবির হয়ে গেল হলদিয়ায়। শনিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার আইনজীবীদের নিয়ে এই প্রশিক্ষণ শিবির শুরু হয়েছিল হলদিয়া ভবনে। উদ্বোধন করেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। উপস্থিত ছিলেন রাজ্যের পাবলিক প্রসিকিউশনের ভারপ্রাপ্ত ডিরেক্টর তাজ মহম্মদ।
|
লুঠপাট, ধৃত |
জমি নিয়ে বিবাদের জেরে মারধর, লুঠপাট ও ঘরে অগ্নিসংযোগের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত শেখ আবু কালামকে রবিবার কাঁথি এসিজেএম আদালতে হাজির করা হলে বিচারক ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। |
|