সহারার সঙ্গে সমঝোতা সূত্র কী হতে পারে তা চূড়ান্ত করার দায়িত্ব ওয়ার্কিং কমিটির হাতে ছেড়ে দিল ভারতীয় বোর্ড। রবিবার মুম্বইয়ে সহারা এবং বোর্ডের শীর্ষ বৈঠক হলেও জানা গিয়েছে একাধিক বিষয়ে ওয়ার্কিং কমিটির অনুমোদন ছাড়া চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। বিশেষ করে যেহেতু সহারা চেয়েছে ম্যাচ অনেক কম খেলা হচ্ছে বলে তাদের আইপিএল ফি কমিয়ে দেওয়া হোক। তার উপর ভারতীয় বোর্ডের স্পনসরশিপ নিয়ে যেখানে জটিলতা সৃষ্টি হয়েছে। যা খবর, অনড় মনোভাব থেকে সরে এসে সহারার আইপিএল ফি কমিয়ে দেওয়ার ব্যাপারে এখন অনেকটা রাজি বোর্ড।
সহারা-প্রধান সুব্রত রায় আইপিএল খেলা নিয়ে উৎসাহ দেখালেও স্পনসরশিপ নিয়ে খুব আগ্রহ দেখাচ্ছিলেন না। রবিবারের শীর্ষ বৈঠকেও তিনি পুরোপুরি সেই আগ্রহ দেখিয়েছেন বলে খবর নেই। বরং শোনা যাচ্ছে, অভাবনীয় কোনও সন্ধি চুক্তি সাক্ষর হয়ে সহারা যদি স্পনসরশিপে থেকেও যায়, একক ভাবে তারা আর না-ও থাকতে পারে।
তবে দু’পক্ষের মধ্যে শৈত্য কেটে যাওয়ার লক্ষণ অনেকের চোখে ধরা পড়েছে। যেমন মুম্বইয়ে বৈঠক হলেও বোর্ডের সদর দফতর ক্রিকেট সেন্টারে তা হয়নি। হয়েছে বিমানবন্দরের পাশে সহারার বিলাসবহুল হোটেলে। বোর্ড প্রেসিডেন্ট শ্রীনিবাসন, আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্ল-রা সেখানে আসেন সুব্রত রায়ের সঙ্গে দেখা করতে। যা দেখে অনেকের মনে হয়েছে, বোর্ড কর্তারা বুঝিয়ে দিতে চেয়েছেন আমরা আর আগের মতো অনড় মনোভাব ধরে বসে নেই। বৈঠক শেষে আবার সুব্রত রায় স্বয়ং নীচে নেমে এসে বোর্ড প্রেসিডেন্টকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে যান।
দু’পক্ষ মিলে একটা যৌথ বিবৃতি জারি করা হয়েছে বৈঠকের পর। বলা হয়েছে, সহারা এবং বোর্ড এ দিন বৈঠক করেছে। ভারতীয় ক্রিকেট এবং আইপিএল নিয়ে কথা হয়েছে। সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়ে ঠিক হয়েছে সোমবার বোর্ডের ওয়ার্কিং কমিটি বৈঠকে এ নিয়ে কথা হবে।
তবু বৈঠকের নানা দৃশ্য দেখার পর অনেকেরই মনে হচ্ছে, আইপিএল ফাইভ-এ সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে পুণে ওয়ারিয়র্স দলকে মাঠে দেখা যাবে। পুণের অনেক প্লেয়ারও রবিবারের বৈঠকের পর আশাবাদী। নিলামে যোগ দিতে না পারার ক্ষতি কী ভাবে বোর্ড মেটাবে সেটা যদিও পরিষ্কার নয়। পুণের ক্রিকেট মস্তিষ্কদের হাতে ছাড়লে তাঁরা চাইবেন মুম্বই ইন্ডিয়ান্সের মতো পাঁচ বিদেশি খেলানোর অনুমতি দেওয়া হোক। |