|
|
|
|
সমাবেশের ডাক |
নজরে পঞ্চায়েত নির্বাচন, ‘শক্তি’ যাচাইয়ে কংগ্রেস |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
চলতি মাসেই রাজ্য রাজনীতির দুই প্রধান পক্ষসিপিএম এবং তৃণমূলের পিঠোপিঠি সমাবেশ দেখেছে শহর মেদিনীপুর। এ বার নিজেদের ‘শক্তি’ যাচাইয়ে নামছে কংগ্রেসও। সিপিএম, তৃণমূল যেখানে সমাবেশ করেছে, সেই মেদিনীপুর কলেজ মাঠেই সমাবেশ করতে চলেছে কংগ্রেসও।
দলীয় সূত্রে খবর, সব ঠিকঠাক চললে আগামী ১০ মার্চ ওই সমাবেশ হবে। উপস্থিত থাকার কথা প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য, সাংসদ অধীর চৌধুরি, মন্ত্রী মানস ভুঁইয়া-র। সমাবেশ ‘সফল’ করতে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেস। সভায় কত লোক হবে, সে নিয়ে নানা জল্পনা চলছে দলের অন্দরে। খড়্গপুর, ঘাটালের মতো কয়েকটি এলাকা বাদে এ জেলায় কংগ্রেসের সাংগঠনিক শক্তি তেমন উল্লেখযোগ্য নয়। যদিও, জেলা কংগ্রেস সভাপতি স্বপন দুবের দাবি, “সমাবেশ সফল হবেই। প্রতিটি ব্লকেই প্রস্তুতি শুরু হচ্ছে।”
দলীয় সূত্রের খবর, পঞ্চায়েত ভোটের আগে জেলায় দলকে চাঙ্গা করতেই সমাবেশের ডাক দেওয়া হচ্ছে। তা ছাড়া, সিপিএম ও তৃণমূলের সমাবেশের পর জেলা কংগ্রেসের অন্দরে সমাবেশ আয়োজনের দাবিও জোরালো হচ্ছিল। কেন্দ্র ও রাজ্য সরকারের শরিক কংগ্রেস ও তৃণমূলের সম্পর্ক ইদানীং মসৃণ যাচ্ছে না। পঞ্চায়েত ভোটেও এ জেলায় ‘মসৃণ’ জোটের আশা দেখছেন না দু’দলের নেতা-কর্মীদের একটা বড় অংশ। ইতিমধ্যেই মানস ভুঁইয়ার ‘খাসতালুক’ সবংয়ে সভা করে তৃণমূল নেতৃত্ব ঘোষণা করেছেন, পঞ্চায়েত ভোটে সবংয়ে একাই লড়বে তৃণমূল। ওই ঘোষণা থেকেই অন্যান্য এলাকায় জোট না-হওয়া এবং হলেও তা ‘মসৃণ’ না-হওয়ার সম্ভাবনা আরও বেড়েছে। এই পরিস্থিতিতে প্রতিটি ব্লকে নিজেদের সংগঠন ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছেন জেলা কংগ্রেস নেতৃত্ব।
সিপিএম-তৃণমূলের পিঠোপিঠি সমাবেশ এবং বিপুল জনসমাগমে চাপ বাড়ছিল কংগ্রেসের উপরে। জেলা রাজনীতিতে প্রাসঙ্গিক থাকার সেই ‘চাপ’কেই চ্যালেঞ্জ হিসাবে নিয়ে কংগ্রেস নেতৃত্ব দলীয় সমাবেশের প্রস্তুতি শুরু করেছেন। দলের জেলা সভাপতির বক্তব্য, “আগামী পঞ্চায়েত ভোটকে সামনে রেখেই জেলা সমাবেশের ডাক দেওয়া হচ্ছে।” |
|
|
|
|
|