টুকরো খবর |
গুণীজন সংবর্ধনা |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
বিবেকানন্দের জন্মসার্ধশতবর্ষ উপলক্ষে রবিবার সকালে শোভাযাত্রা মেদিনীপুর শহরে। ছবি: রামপ্রসাদ সাউ। |
স্বামী বিবেকানন্দের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে রবিবার দিনভর নানা কর্মসূচির আয়োজন করেছিল মেদিনীপুর সোশ্যাল ওয়েলফেয়ার ফোরাম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সঙ্ঘের মেদিনীপুর শাখার অধ্যক্ষ স্বামী মিলনানন্দ, মেদিনীপুর রামকৃষ্ণ মিশন বিদ্যাভবনের প্রধান শিক্ষক স্বামী সুনিষ্ঠানন্দ, মেদিনীপুরের (সদর) মহকুমাশাসক সুরজিৎ রায় প্রমুখ। শহরের বিদ্যাসাগর হলে দিনভর নানা কর্মসূচি আয়োজিত হয়। সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। পরে অনুষ্ঠিত হয় আলোচনাসভা, গুণীজন সংবর্ধনা। স্বামী মিলনানন্দ, স্বামী সুনিষ্ঠানন্দ, প্রবীণ চিকিৎসক খগেন্দ্রনাথ খামরই, সমাজসেবী জয়ন্ত মুখোপাধ্যায় ও মেদিনীপুর টাউন স্কুলের (বালক) প্রধান শিক্ষক বিবেকানন্দ চক্রবর্তীকে সংবর্ধনা দেওয়া হয়। দুঃস্থ ছাত্রের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা এবং মেদিনীপুর শহর ও জঙ্গলমহল এলাকার ১৫টি স্কুলের ১৫০ জন দুঃস্থ ছাত্রছাত্রীকে পাঠ্যপুস্তক প্রদান করা হয়। উদ্যোক্তা সংস্থার সভাপতি সত্যব্রত রায় ও সম্পাদক নিত্যানন্দ পণ্ডা বলেন, “সামাজিক দায়বদ্ধতা থেকেই আমাদের এই উদ্যোগ।”
|
দেহসৌষ্ঠব প্রতিযোগিতা শহরে |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
দেহ সৌষ্ঠব প্রতিযোগিতা মেদিনীপুর শহরে। নিজস্ব চিত্র। |
মেদিনীপুর শহরে অনুষ্ঠিত হল ৫১ তম রাজ্য দেহসৌষ্ঠব প্রতিযোগিতা। ওয়েস্টবেঙ্গল স্টেট বডিবিল্ডিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং শহরের তরুণ সঙ্ঘ ব্যায়ামাগারের পরিচালনায় জেলা পরিষদ হলে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। রবিবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি অন্তরা ভট্টাচার্য, মেদিনীপুরের উপ-পুরপ্রধান এরশাদ আলি, ওয়েস্টবেঙ্গল স্টেট বডিবিল্ডিং অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি তাপস সিংহ, সংস্থার রাজ্য সম্পাদক বিশ্বনাথ মালাকার প্রমুখ। রাজ্যের ১৯টি জেলা থেকে সব মিলিয়ে ৩০০ জন এ বারের প্রতিযোগিতায় যোগ দেন। ৯টি বিভাগ ছিল। প্রতিটি বিভাগে যাঁরা প্রথম ও দ্বিতীয় হয়েছেন, তাঁরাই জাতীয় প্রতিযোগিতায় যোগ দেবেন। বডিবিল্ডিং অ্যাসোসিয়েশন সূত্রের খবর, এ বারের জাতীয় প্রতিযোগিতা হবে পটনায়। রাজ্য প্রতিযোগিতার উদ্বোধন করে সভাধিপতি বলেন, “শরীরচর্চা করলে শরীর ও মন দু’টোই ভাল থাকে। এ ক্ষেত্রে উৎসাহ বাড়াতে সকলকেই এগিয়ে আসতে হবে।” অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি তাপসবাবু বলেন, “শরীর নীরোগ রাখতে শরীরচর্চা অত্যন্ত জরুরি। কোনও চিকিৎসকই শরীর নীরোগ রাখার গ্যারান্টি দিতে পারেন না। শরীরচর্চায় উৎসাহ বাড়াতে সরকারি উদ্যোগ প্রয়োজন।”
|
মহিলাদের দৌড় |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
মহিলাদের দৌড় মেদিনীপুর শহরে। নিজস্ব চিত্র। |
শুধুমাত্র মহিলাদের জন্য ৩ মাইল দৌড় প্রতিযোগিতা হয়েছে মেদিনীপুরে। রবিবার শহরের ৬ নম্বর ওয়ার্ড নাগরিক উন্নয়ন সমিতির উদ্যোগে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ১৭৮ জন যোগ দিয়েছিলেন। দৌড় ঘিরে প্রতিযোগীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছিল লক্ষ করার মতো। প্রতিযোগিতায় প্রথম হয়েছেন পম্পা চন্দ, দ্বিতীয় ও তৃতীয় হন যথাক্রমে বেদী খাতুন ও শ্যামলী সিংহ। দৌড় শেষে এক অনুষ্ঠানে সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন দৌড়বিদ বিমল মাহাতো-সহ বিশিষ্ট ব্যক্তিরা। উন্নয়ন সমিতির সম্পাদক অনয় মাইতি বলেন, “মহিলা দৌড়বিদদের প্রতিভার বিকাশ ঘটাতেই এই উদ্যোগ।”
|
বাম নেতার বাড়িতে হামলা, নালিশ |
নিজস্ব সংবাদদাতা • চন্দ্রকোনা |
সিপিএমের নেতা এবং সমর্থকদের বাড়িতে ভাঙচুর ও লুঠপাটের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি চন্দ্রকোনা থানার কালিকাপুর এলাকার। সিপিএম নেতৃত্বের অভিযোগ, রবিবার সকালে তৃণমূলের কর্মী-সমর্থকেরা সিপিএমের চন্দ্রকোনা-১ জোনাল কমিটির সদস্য বিদ্যুৎ রায় এবং কয়েক জন দলীয় সমর্থকের বাড়িতে চড়াও হয়। লুঠপাট করে বাড়িতে ভাঙচুর চালায়। মারধর করা হয় সিপিএম সমর্থকদের। জোনাল কমিটির সম্পাদক গুরুপদ দত্ত বলেন, “তৃণমূলের লোক এসে দলের এক নেতা ও সমর্থকদের বাড়িতে ভাঙচুর ও লুঠপাট চালিয়ে মারধর করে। আমাদের মহিলা সমর্থকরাও রেহাই পাননি। বিষয়টি লিখিত ভাবে চন্দ্রকোনা থানায় জানিয়েছি।” খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তৃণমূলের ব্লক সভাপতি তীর্থ পালের বক্তব্য, “ঘটনাটি শুনেছি। এর সঙ্গে কারা যুক্ত আছে খোঁজ নিয়ে দেখছি।” স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনের পর থেকেই সিপিএমের দলীয় কার্যালয় বন্ধ ছিল। দিন কয়েক আগে বিদ্যুৎ রায়ের উদ্যোগে কার্যালয়টি খোলা হয়। গুরুপদ দত্তের বক্তব্য, “কার্যালয়টি খোলার জেরেই তৃণমূলের লোক এসে হামলা চালায়।” তীর্থবাবুর অভিযোগ, “সিপিএম কার্যালয় খোলার নাম করে সন্ত্রাস সৃষ্টি করতে চাইছে। আমাদের কর্মী-সমর্থকদের হুমকিও দিয়েছে।” পুলিশ জানিয়েছে, দু’পক্ষের তরফেই অভিযোগ হয়েছে। গোটা খতিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
|
সমরকর্মীদের সভা |
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
প্রাক্তন সমরকর্মীদের সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকার রয়েছে। পশ্চিমবঙ্গে তাঁদের বিভিন্ন সমস্যার কথা মুখ্যমন্ত্রীকে অবিলম্বে জানানো হবে। রবিবার খড়্গপুরের মালঞ্চয় ‘ইন্ডিয়ান এক্স-সার্ভিস লিগ’-এর ৩৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। তাতে এমনই আশ্বাসই দিয়েছেন পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী সুকুমার হাঁসদা। ওই সাধারণ সভায় লিগের সর্বভারতীয় সভাপতি ব্রিগেডিয়ার (অবসরপ্রাপ্ত) আর কে এস গুলিয়া প্রাক্তন সমরকর্মীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এ রাজ্যে তাঁরা অধিক বঞ্চিত বলেও ওই সভায় অভিযোগ করেছেন তিনি।
|
জাগরী-র অনুষ্ঠান |
শহরের জাগরী ওয়েলফেয়ার সোসাইটি’র উদ্যোগে দু’দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। শনিবার ও রবিবার, দু’দিন ধরে সংস্থার অফিসেই অনুষ্ঠান হল। প্রথম দিনের অনুষ্ঠানটি যদু ভট্টের নামে উৎসর্গ করা হয়েছিল। উদ্বোধন করেন রবীন্দ্র সঙ্গীতশিল্পী জয়ন্ত সাহা। রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, অঙ্কন প্রতিযোগিতা-সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। |
|