নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি ও কোচবিহার |
উত্তরবঙ্গে দু’টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তুলতে উদ্যোগী রাজ্য শিল্প দফতর। রবিবার সাংবাদিক বৈঠকে এ কথা জানান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। রাজ্য শিল্প পরিকাঠামো উন্নয়ন নিগমকে তিনি এ ব্যাপারে জায়গা চিহ্নিত করতে বলেছেন। পাশাপাশি কোচবিহারে একটি জুট হাব গড়ে তোলা হবে। সেখানে পাট শিল্প নিয়ে গবেষণার ব্যবস্থা, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ব্যাগ ছাড়াও পাট থেকে অন্য জিনিসপত্র তৈরির প্রস্তাব রয়েছে।
শিল্পমন্ত্রী বলেন, “উত্তরবঙ্গে বিভিন্ন শিল্প গড়ে তোলার ব্যাপারে উদ্যোগীদের সঙ্গে আলোচনা চলছে। দু’টি ইন্ডাস্ট্রিয়াল হাব গড়ে তোলা হবে উত্তরবঙ্গে। কোচবিহারে একটি জুট হাব গড়ে তোলা হবে। জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার সঙ্গেও এ ব্যাপারে আলোচনা হয়েছে। প্রস্তাবটি তারাও গ্রহণ করেছে। মুশির্দাবাদেও অনুরূপ জুট হাব হবে। তবে কোচবিহারেই প্রথম ওই ধরনের হাব গড়ে উঠবে।” নতুন শিল্প গড়ে তুলতে যাঁরা উদ্যোগী হবেন বন্ধ কারখানা, শিল্প কেন্দ্রগুলিকে নিয়েই তাঁদের পরিকল্পনা করতে বলা হচ্ছে বলে শিল্পমন্ত্রী জানিয়েছেন।
অন্যান্য শিল্পের মধ্যে শিলিগুড়িতে গড়ে তোলা হচ্ছে তথ্যপ্রযুক্তি হাব। শিল্পমন্ত্রী জানিয়েছেন, ৩ একর জায়গায় তার জন্য পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। ক্ষুদ্র, মাঝারি, বড় শিল্পোদ্যোগী সকলেই সেখান থেকে সাহায্য পাবেন। দার্জিলিং পাহাড়েও একই রকম হাব গড়ে তুলতে জমি দেখা হচ্ছে। সেখানকার বাসিন্দাদের মধ্যে ইংরেজি ভাষার চল বেশি থাকায় তাঁরা এই ক্ষেত্রে অনেকেই কাজের সুযোগ পাবেন বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী পাহাড়ে ‘মেডিসিন্যাল হাব’ গড়ে তোলার কথাও জানিয়েছেন। তার প্রস্তুতিও শুরু হয়েছে।
গোটা উত্তরবঙ্গে টি ট্যুরিজম এবং ইকো ট্যুরিজমের যে সম্ভাবনা রয়েছে সে কথাও বারবার জানান তিনি। তাঁর কথায়, মুখ্যমন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে আলোচনা চলছে। শীঘ্রই শিলিগুড়িতে এসে মুখ্যমন্ত্রী তা ঘোষণা করবেন। উত্তর দিনাজপুরে ভুট্টা থেকে তেল তৈরির কারখানা গড়ে তোলার ভাবনা-চিন্তা চলছে। খাদ্য প্রক্রিয়াকরণকে কেন্দ্র করে শিল্প গড়ে তোলার বিষয়টিও রয়েছে। গড়ে তোলা হবে ফুড পার্ক। কোচবিহারের কালাপানি গ্রামে তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রস্তাবিত এলাকা সরেজমিনে দেখতে আসার কথা ছিল লার্সেন অ্যান্ড টুব্রোর প্রতিনিধিদের। তাঁরা আসেননি। তবে কোচবিহারে বিদ্যুৎমন্ত্রী মণীশ গুপ্ত বলেন, “এল অ্যান্ড টির প্রতিনিধিদের ডেকেছিলাম। বিশেষ কারণে আসতে পারেননি। তাঁরা দেখলে প্রকল্প নিয়ে বিশদে বলা সম্ভব হবে।” |