দুই ‘বহিষ্কৃত’ নেতাকে দলে ফেরানোয় রবিবার বর্ধমানে মিছিল করলেন তৃণমূলের কর্মী-সমর্থকেরা। গত ৫ অগস্ট শহরে গোষ্ঠী সংঘর্ষে জড়িয়ে পড়ার অভিযোগে তৃণমূলের পাঁচ নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়েছিল। এ দিন তাঁদের মধ্যে দু’জন, ইফতিকার আহমেদ ও শিবশঙ্কর ঘোষকে দলে ফেরানো হয়েছে বলে তৃণমূল সূত্রের খবর। এ দিন মিছিলে ছিলেন দলের অপর বহিষ্কৃত নেতা অশোক মণ্ডলও। বর্ধমান দক্ষিণের বিধায়ক তথা কারিগরি শিক্ষামন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায় বলেন, “নিজেদের মধ্যে গোলামালের জন্যই ওঁদের বসিয়ে দেওয়া হয়েছিল। এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বলা হয়েছিল ওঁদের। ওঁদের কাজকর্মের খতিয়ান সন্তোজনক। তাই দু’জনকে এলাকার সামাজিক কাজে যোগ দিতে পারবেন বলে জানানো হয়েছে।” শিবশঙ্করবাবু এ দিন বলেন, “আমরা এলাকায় মানুষের সমস্যা নিয়ে কাজ শুরু করেছি। সিপিএমের আমলে তৈরি ভুলে ভরা বিপিএল তালিকা, ভোটার তালিকা বদল ইত্যাদির দাবিতে আন্দোলনে নামব।”
|
পূর্বস্থলী ও কালনা থানার পুলিশ অভিযান চালিয়ে বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করল। অস্ত্র রাখার অভিযোগে কালনা থানা শনিবার রাতে কালনা ২ ব্লকের বৈদ্যপুর শিরিষতলা এলাকা থেকে দু’জনকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, ধৃতদের নাম নাজির শেখ এবং লোর মুর্মু। বাড়ি ওই ব্লকেরই ঝিকড়ে এলাকায়। সম্প্রতি পূর্বস্থলী থানার কাষ্ঠশালী এলাকা থেকে তিন জনকে গ্রেফাতর করে পুলিশ। উদ্ধার হয় বেশ কয়েক কিলোগ্রাম গাঁজা। পুলিশ জানায়, ওই তিন জনেরই নামে খুন-সহ নানা অসামাজিক কাজকর্মের অভিযোগ রয়েছে। পুলিশের দাবি, ওই তিন জনকে জেরা করে অস্ত্র ভাণ্ডারের হদিস মেলে। শনিবার রাতে তাদের সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে দু’টি পিস্তল, দু’টি মাস্কেট এবং একটি একনলা বন্দুক উদ্ধার করে পুলিশ। এ ছাড়াও মিলেছে বেশ কিছু গুলি। অন্য দিকে, কালনা থানা সূত্রে জানা যায়, ঝিকড়ে গ্রামের নাজির ও লোর একটি ব্যাঙ্কের কাছে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করছিল। সাদা পোশাকের পুলিশ তাদের ধরে ফেলে। নাজিরের কাছ থেকে একটি গুলি ভর্তি পাইপগান উদ্ধার হয়। লোরের কাছে পাওয়া যায় একটি গুলি। পুলিশের দাবি, ঝিকড়ে এলাকায় সম্প্রতি চুরির ঘটনায় এই দু’জন অভিযুক্ত।
|
রাস্তার ধারে মিলল এক তরুণীর দেহ। রবিবার সকালে কালনা ১ ব্লকের নান্দাই পঞ্চায়েতের ঘুঘুডাঙা গ্রাম থেকে কয়েক কিলোমিটার দূরে এস টি কে কে রোডে দেহটি মেলে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম রূপা খাতুন (১৯)। বাড়ি ঘুঘুডাঙা গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর দু’য়েক আগে মস্তান শেখ নামে গ্রামেরই এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে হয়। তবে মাস ছ’য়েক আগে তাঁদের বিবাহ-বিচ্ছেদ হয়ে যাওয়ায় রূপা বাপের বাড়িতেই থাকতেন। শনিবার রাতে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। পরে এ দিন সকালে রাস্তার ধারে ছিন্নভিন্ন দেহ মেলে। মৃতার এক আত্মীয় বাহার শেখের দাবি, “এর আগেও রূপা এক বার কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে চলে গিয়েছেল। ৬ দিন পরে অবশ্য ফিরিয়ে আনা হয়।” কালনা থানার পুলিশ জানিয়েছে, একটি অস্বাভআবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলছে।
|
তিন দিন ধরে স্কুলের সুবর্ণজয়ন্তী উদ্যাপন হল মন্তেশ্বরের বাঁউই পঞ্চপল্লি বিদ্যামন্দিরে। এই উপলক্ষে আয়োজিত হয় নানা অনুষ্ঠান ও আলোচনা সভা। শনিবার স্কুলে হাজির ছিলেন জেলা স্কুল পরিদর্শক আব্দুল হাই। স্কুল প্রাঙ্গণে তিনি সুবর্ণজয়ন্তী বর্ষ স্মারক হিসেবে চারা গাছ রোপণ করেন। ছিলেন নাদনঘাটের স্কুল শিক্ষক তথা ‘গাছ মাস্টার’ অরূপ চৌধুরী। জেলা স্কুল পরিদর্শক বলেন, “এলাকার ৬ থেকে ১৪ বছর বয়সী সকলকে স্কুলের আওতায় আনা শপথ নেওয়া হোক। আমার বিশ্বাস, এই স্কুল তা পারবে।” স্কুল কর্তৃপক্ষ জানান, প্রয়োজনের তুলনায় ক্লাসঘর কম রয়েছে। নিজস্ব খেলার মাঠও নেই। শৌচাগার নিয়েও সমস্যা রয়েছে। স্কুলে কম্পিউটরও নেই। জেলা স্কুল পরিদর্শক সমস্যাগুলি লিখিত ভাবে জানানোর নির্দেশ দেন। |