টুকরো খবর |
ছিনতাইয়ের ঘটনায় ধৃত ১
নিজস্ব সংবাদদাতা • কাঁকসা |
কাঁকসার ত্রিলোকচন্দ্রপুর গ্রামে সোনার দোকানে ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত এক জনকে শুক্রবার সন্ধ্যায় গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম শেখ রাজু। বাড়ি দুর্গাপুরের কড়ঙ্গপাড়ায়। তার কাছ থেকে ছিনতাই হওয়া ব্যাগটি উদ্ধার করা হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে দলের বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছেন কাঁকসা থানার পুলিশ। প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যা ৬টা নাগাদ ত্রিলোকচন্দ্রপুর বাসস্ট্যান্ডে গয়নার দোকান বন্ধ করে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন মালিক তাপস দত্ত। হঠাৎ একটি মোটরবাইকে চড়ে তিন জন দুষ্কৃতী তাপসবাবুর পায়ে গুলি করে ও মাথায় পিস্তল দিয়ে আঘাত করে সঙ্গের ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। আশপাশের বাসিন্দারা দুষ্কৃতীদের পিছু ধাওয়া করলে তারা তাদের সঙ্গে থাকা বাইকটি ফেলে পালায়। রাতভর জঙ্গলে তল্লাশি চালায় পুলিশ। এ দিন গভীর রাতে শেখ রাজুকে পাকড়াও করে পুলিশ।
|
চোরাই কয়লা আটক কুলটিতে
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
আচমকা অভিযান চালিয়ে রবিবার কুলটির মিঠানি গ্রাম থেকে চোরাই কয়লা-সহ ১০টি সাইকেল আটক করল পুলিশ। তবে অবৈধ কয়লা পাচারকারিরা পলাতক। পুলিশ জানিয়েছে, এলাকার পাটমোহনা, আলডি, করমবাঁধ এলাকায় একাধিক অবৈধ খাদান থেকে কয়লা তুলে পাচারকারিরা সাইকেলে বেঁধে অন্যত্র পাচার করে। এ দিন অভিযান চালানোর সময় বাসিন্দারা পুলিশকে মিঠানি গ্রাম সংলগ্ন এলাকার অবৈধ খাদানগুলিতে মাটি ভরাটের ব্যবস্থা করার দাবি জানান। পুলিশ জানিয়েছে, আলডি গ্রামের অবৈধ খাদান ভরাটের কাজ শুরু হয়েছে।
|
দুই শিক্ষকের দ্বন্দ্ব রানিগঞ্জে
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
রানিগঞ্জ হাইস্কুলে দুই শিক্ষকের দ্বন্দ্ব এখনও অব্যাহত। তাঁদেরই এক জন তথা সিপিএম নেতা কল্লোল ঘোষ শনিবার সাংবাদিক বৈঠক ডেকে জানিয়েছেন, বিরোধী দলের শিক্ষক স্নেহাশিস ভট্টাচার্য তাঁর বিরুদ্ধে মিথ্যা প্রচার করছেন। ৪ ফেব্রুয়ারি তিনি ক্লাস সেরে তবেই ৯ জন পড়ুয়াকে নিয়ে কালনায় জেলা শিশু বিজ্ঞান উৎসবে যোগ দিতে গিয়েছিলেন। সেখানে পৌরহিত্য করেছিলেন তৃণমূল বিধায়ক। এর পরে স্নেহাশিসবাবু তাঁর নামে জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে অভিযোগ করেন, তিনি স্কুলের ক্লাস না করে স্কুল থেকে পড়ুয়াদের নিয়ে বিজ্ঞান মঞ্চের অনুষ্ঠানে গিয়েছিলেন। প্রধান শিক্ষক দুলাল কর্মকার অবশ্য জানিয়েছেন, শিশু বিজ্ঞান উৎসবে ইচ্ছুক পড়ুয়ারাই যোগ দেয়। এ’বছরও তার ব্যতিক্রম হয়নি।
|
শান্তি বজায়ের আহ্বানে মিছিল
নিজস্ব সংবাদদাতা • কাঁকসা |
দলীয় নেতার উপরে হামলার পরে এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে রবিবার কাঁকসার দোমড়ায় মিছিল বের করে তৃণমূল। মিছিলে ছিলেন দলের জেলা (শিল্পাঞ্চল) সভাপতি তথা দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক অপূর্ব মুখোপাধ্যায়, দুর্গাপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর বিশ্বনাথ পাড়িয়াল, কাঁকসার প্রাক্তন ব্লক সভাপতি দেবদাস বক্সী প্রমুখ। ৫ ফেব্রুয়ারি দোমড়া গ্রামে দেবদাসবাবু-সহ জনা পাঁচেক তৃণমূল কর্মীর উপরে হামলার অভিযোগ ওঠে সিপিএমের বিরুদ্ধে। পুলিশ ২০ জন সিপিএম সমর্থককে গ্রেফতার করে। রবিবার সেখানে শান্তি বজায় রাখার আহ্বানে মিছিল করে তৃণমূল।
|
রানিগঞ্জে সম্মেলন
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
স্টাফ অ্যাসোসিয়েশন অফ ন্যাশনাল চাইল্ড লেবার ওয়েলফেয়ার স্কুলের বর্ধমান জেলা কমিটির দ্বিতীয় সম্মেলন আয়োজিত হল রানিগঞ্জের হিল বস্তিতে। সম্মেলনের আগে পদযাত্রা শহর পরিক্রমা করে। সংগঠনের রাজ্য সম্পাদক শেখ ফিরোজ জানান, এই কাজে যুক্ত প্রশিক্ষক, সহায়ক ও হিসাব রক্ষকদের স্থায়ীকরণ হচ্ছে না। বেতন বৃদ্ধি, বৈষম্য দূরীকরণের দাবিতে আন্দোলনের প্রস্তাব নেওয়া হয়েছে সম্মেলনে। জেলার ৪৭টি কেন্দ্রের ১২০ জন প্রতিনিধি এই সম্মেলনে যোগ দিয়েছিলেন।
|
মিলল মৃতের পরিচয়
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
অজ্ঞাতপরিচয় মৃতদেহ উদ্ধারের দু’দিন পরে জানা গেল পরিচয়। ৯ ফেব্রুয়ারি অন্ডালে জাতীয় সড়কের পাশে একটি গলাকাটা দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, মৃতের নাম মহম্মদ মহিদ (৪০)। বাড়ি আসানসোল পুরনো স্টেশন এলাকায়। শনিবার তাঁর বাড়ির লোকেরা দেহ শনাক্ত করেন। ওয়ারিয়ায় রেলের ক্যারেজ ওয়াগনে কাজ করতেন মহিদ। পুলিশ জানায় তদন্ত চলছে।
|
কংগ্রেসের সম্মেলন
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
ধান্ডাবাগ ফুটবল মাঠে রবিবার দুর্গাপুর ২ নম্বর ব্লক কংগ্রেসের ৮টি ওয়ার্ডের কর্মীদের নিয়ে সম্মেলন করল কংগ্রেস। দলের সভাপতি (শিল্পাঞ্চল) সুদেব রায় জানান, মূলত পুরসভা নির্বাচনের আগে সংগঠন মজবুত করাই ছিল এই সম্মেলনের লক্ষ্য। তিনি জানান, রাজ্যের বিভিন্ন স্কুলে শিক্ষকরা আক্রান্ত হচ্ছেন। খবর সংগ্রহ করতে গিয়ে নিগৃহীত হচ্ছেন সাংবাদিকরা। চাষিরা ফসলের নায্য দাম পাচ্ছেন না। সম্মেলনে এ সব বিষয়ে আলোচনা হয়।
|
দোকানে আগুন
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
লাল বাংলা মোড়ে একটি সাইকেলের দোকানে আগুন লেগে শনিবার রাতে বেশ কিছু সামগ্রী ভস্মীভূত হয়। দোকান মালিক ভগীরথ গড়াই জানিয়েছেন, প্রতি দিনের মতোই ধূপ জ্বালিয়ে দোকান বন্ধ করে বাড়ি যান তিনি। বাড়ি ফিরে প্রতিবেশীদের কাছে খবর পান, দোকানে আগুন লেগেছে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন আয়ত্তে আনে।
|
|