খেলার টুকরো খবর

ব্রজমোহন কাপ
ব্রজমোহন কাপ জিতল রাসবিহারী অ্যাথলেটিক ইউনাইটেড ক্লাব (আরএইউসি)। ফাইনালে তারা কল্যাণ স্মৃতি সঙ্ঘকে ১-০ গোলে হারিয়েছে। দ্বিতীয়ার্ধের তিন মিনিটের মাথায় একমাত্র গোলটি করেন সঙ্কেত রায়। তিনিই ফাইনালের সেরা। পুরস্কার তুলে দেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ষোড়শীমোহন দা। প্রায় দেড় মাস ধরে জেলার ২৫টি ক্লাবকে নিয়ে পুলিশ লাইন মাঠ ও স্পন্দন মাঠে এই প্রতিযোগিতা হয়েছে।

হারল ডিএসপিএসএ
সুপার ডিভিশন ক্রিকেট চলছে দুর্গাপুরের এমএএমসি মাঠে।
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ক্রিকেটে রবিবারের খেলায় শ্রমিকনগর স্পোর্টিং ক্লাব ১৪২ রানে হারায় ডিএসপিএসএ-কে। এমএএমসি মাঠের খেলায় প্রথমে ব্যাট করে শ্রমিকনগর ৮ উইকেট হারিয়ে ২১৬ রান তোলে। ডিএসপিএসএ মাত্র ৭৪ রান তোলে। বিজয়ী দলের হয়ে বিশাল সিংহ লামা ১৯ রানের বিনিয়মে দু’টি উইকেট নেন। ম্যাচটি পরিচালনা করেন সুশান্ত ঘোষ ও শচীদুলাল আকুড়ে।

জয়ী সেল আইএসপি
ইউজিসিসি আয়োজিত ক্রিকেটে চ্যাম্পিয়ন হল সেল আইএসপি। রবিবার তারা রাধানগর এসি-কে ২ উইকেটে হারায়। উখড়া মাঠে প্রথমে রাধানগর এসি ৯ উইকেটে ১৭১ রান করে। ৮ উইকেটে রান তুলে নেয় সেল আইএসপি। ম্যাচের সেরা জয়ী দলের এসএন মিশ্র। প্রতিযোগিতার সেরা বিজিত দলের অয়ন ঠাকুর। ম্যাচ পরিচালনা করেন সুখেন্দু বন্দ্যোপাধ্যায়, মিহির ঘটক ও মহম্মদ সিরাজ।

ডবল উইকেট ক্রিকেট
অশোক সঙ্ঘ আয়োজিত ডবল উইকেট ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল বিবেক সিংহ ও মহম্মদ রেহমান আলম। তাঁদের জুটি মহম্মদ আসিফ ও শেখ সিন্দবাদ জুটিকে হারায়। ফাইনালে পুরস্কার বিতরণ করেন মহকুমাশাসক সন্দীপ দত্ত এবং এডিসিপি ভাস্কর মুখোপাধ্যায়। আয়োজক সংস্থার পক্ষে মলয় রায় জানান, এই প্রতিযোগিতায় ৬৪টি দল যোগ দিয়েছিল।

মদনমোহনপুরের হার
দীনেশ স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতায় রবিবারের খেলায় জয়ী হল বিগ বসির। ভানোড়া কোলিয়ারি মাঠের খেলায় তারা মদনমোহনপুর গ্রামকে ৩ উইকেটে হারায়। প্রথমে মদনমোহনপুর ৭ উইকেটে ১৩০ রান করে। ৭ উইকেট রান তুলে ফেলে বিগ বসির। ম্যাচের সেরা বিজয়ী দলের সঞ্জয় তেওয়ারি।

জয়ী কালনা এসসি
মানিক উপাধ্যায় ও দেবাশিস ঘটক স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল কালনা এসসি। রবিবার ফাইনালে তারা দোমহানি একাদশকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারায়। ফাইনালের সেরা বিজিত দলের নির্মল রায়। প্রতিযোগিতার সেরা জয়ী দলের বাপি হেমব্রম। উপস্থিত ছিলেন প্রাক্তন খেলোয়াড় প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, দীপেন্দু বিশ্বাস, অস্ট্রেলিয় ড্যানিয়েল জেলেনি, মেয়র পারিষদ অভিজিৎ ঘটক। আয়োজক সংস্থার পক্ষে জগু শর্মা জানান, ১৬টি দল যোগ দিয়েছিল।

স্মৃতি ম্যারাথন
দামড়া ইউসি আয়োজিত উদয় মিশ্র ও দেব হাজরা স্মৃতি ১০ কিলোমিটার ম্যারাথনে পুরুষ বিভাগে প্রথম হলেন নৈহাটির আরুজ মণ্ডল। মহিলা বিভাগে প্রথম কাঁচরাপাড়ার সুপ্রিয়া প্রামাণিক। এ দিন আসানসোল রবীন্দ্রভবন থেকে দামড়া বিধান স্মৃতি স্কুল পর্যন্ত দৌড়ের আনুষ্ঠানিক সূচনা করেন পুলিশ কমিশনার অজয় নন্দ। আয়োজকদের পক্ষে বাদল মিশ্র জানান, মোট ২৯৭ জন প্রতিযোগী ছিলেন। ২১২ জন শেষ পর্যন্ত দৌড়েছেন।

কুলটিতে ভলিবল
ডিএনসিসির উদ্যোগে এবং ফ্রেন্ডস কালীপুজো কমিটির সহযোগিতায় আয়োজিত এক দিনের ভলিবলে চ্যাম্পিয়ন হল মাইথন ক্লাব। ফাইনালে তারা রাজপুরা কোলিয়ারিকে ২-১ সেটে হারায়। আয়োজক সংস্থার পক্ষে পলাশ আচার্য জানান, ৮টি দল যোগ দিয়েছিল।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.