প্রশাসন তার মদের ভাটি ভেঙে দেওয়ায় রেগে গিয়ে চোলাই মদে বিষ মিশিয়েছিল খোঁড়া বাদশা ওরফে নুর ইসলাম ফকির। বিষমদ কাণ্ডে মূল অভিযুক্তের বিরুদ্ধে শনিবার আদালতে চার্জশিট পেশ করে এ কথাই জানাল সিআইডি।
আদালতে সিআইডি এ-ও জানিয়েছে, কেবল প্রশাসনের উপরেই নয়। বিষ্ণুপুর পৈলান থেকে আসা প্রতিদ্বন্দ্বী চোলাই ব্যবসায়ীদের উপরেও তার রাগ ছিল। তার ভাটি ভেঙে যাওয়ার সুযোগ নিয়ে ওই প্রতিদ্বন্দ্বীরা একচেটিয়া চোলাই ব্যবসা শুরু করেছিল। বাদশা চেয়েছিল, চোলাইয়ের কারবার ছেড়ে দিয়ে মগরাহাটের জমি, বাড়ি বিক্রি করে সে সপরিবারে বারুইপুরে আস্তানা গাড়বে। তার আগে মগরাহাট ও উস্তি এলাকায় এমন কিছু ঘটিয়ে আসবে যাতে প্রতিদ্বন্দ্বীরা আর মাথা তুলে দাঁড়াতে না পারে।
চার্জশিটে বলা হয়েছে, চোলাই মদের টাকায় বারুইপুরে নতুন দু’টি বাড়ি তৈরি করেছে খোঁড়া বাদশা। বারুইপুর ও তার লাগোয়া এলাকায় বেশ কিছুটা জমিও কিনেছে। স্ত্রী ও ছেলের নামে ব্যাঙ্কে টাকা রেখেছে।
গত বছরের ১৪ ডিসেম্বর বিষমদ খেয়ে মগরাহাট থানা এবং উস্তি থানা এলাকায় ১৭২ জনের মৃত্যু হয়। পুলিশ পৃথক দু’টি মামলা দায়ের করে। ঘটনার প্রায় দু’মাস পরে ডায়মন্ড হারবার আদালতের ভারপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ সোমেন গুপ্তের এজলাসে এ দিন দু’টি মামলা মিলিয়ে মোট ৬৬ পাতার চার্জশিট পেশ করেন সিআইডি-র তদন্তকারী অফিসার শিমূল সরকার।
সিআইডি জানায়, বিষমদ কাণ্ডে খোঁড়া বাদশা এবং তার স্ত্রী সাকিলা-সহ ২১ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছে। ওই ঘটনায় এখনও পর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। বাকি ৪ জন পলাতক। ধৃতদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত ভাবে মৃত্যু ঘটানো, খাদ্যে বিষক্রিয়ায় সহায়তা, ষড়যন্ত্রের অভিযোগ দায়ের করেছে সিআইডি। দু’টি মামলা মিলিয়ে সাক্ষী করা হয়েছে ২২৩ জনকে। আদালতে চার্জশিট পেশ করে একই সঙ্গে সিআইডি জানায়, বাদশা এখন জেলে থাকলেও তার সঙ্গীরা সাক্ষীদের ভয় দেখাচ্ছে এবং শাসাচ্ছে।
চার্জশিটে বলা হয়েছে, নিজের বাড়িতেই চোলাই মদে বিষ মেশাত বাদশা। সেই কাজে তাকে সাহায্য করত তার প্রথম পক্ষের স্ত্রী সাকিলা। তার বাড়ি থেকে তরল এবং গুঁড়ো দু’ধরনের বিষও উদ্ধার হয়েছে।
সিআইডি জানায়, প্রশাসন তার চোলাইয়ের ভাটি ভেঙে দেওয়ার পরে বেকায়দায় পড়েছিল বাদশা। প্রায় দেড় বছর ধরে গোচরণ এলাকার চোলাই কারবারি বক্রেশ্বর মোদক ওরফে বক্করের কাছ থেকে মদ এনে সে বিভিন্ন এলাকায় সরবরাহ করত। সে প্রতিদিন দশটি করে জ্যারিকেন নিয়ে আসত। এক-একটিতে থাকত ৪০ লিটার চোলাই মদ।
|
বিষমদের দিনপঞ্জি |
ডিসেম্বর ২০১১ |
জানুয়ারি ২০১১ |
১৪ |
চোলাই মদ খেয়ে মৃত ১৭২ |
১৬ |
তদন্তের ভার সিআইডি-কে |
২৪ |
বাদশার স্ত্রী ও ৩ শাগরেদ ধৃত |
|
৩ |
বাদশার বাড়ি থেকে বিষ উদ্ধার |
১৬ |
আদালতে বাদশার আত্মসমর্পণ |
১১ |
আদালতে চার্জশিট পেশ |
|
|